গাজীপুরের বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের নেতা শহীদুল ইসলাম হত্যাকাণ্ডের স্বাধীন ও স্বচ্ছ তদন্ত দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল এক বিবৃতিতে এই দাবি জানায় সংস্থাটি।
বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, শহীদুল গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশন গাজীপুর জেলা কমিটির সভাপতি ছিলেন। গত ২৫ জুন কারখানার শ্রমিকদের অবৈতনিক মজুরি নিশ্চিত করতে গাজীপুরে একটি কারখানা পরিদর্শনের পর তাকে পিটিয়ে হত্যা করা হয়।
সংস্থাটির সিনিয়র ইইউ অ্যাডভোকেট ক্লাউদিও ফ্রাঙ্কাভিলা বলেছেন, শহীদুল হত্যার ন্যায়বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করা বাংলাদেশের জন্য একটি বড় পরীক্ষা। শ্রমিক নেতাকে হত্যা শ্রমিকদের স্বাধীনতা এবং অধিকার আদায়ের পথে বড় বাধা।
গত ২৫ জুন রাত ৯টার দিকে মহানগরীর সাতাইশ বাগানবাড়ী এলাকায় দুর্বৃত্তদের হামলায় মো. শহীদুল ইসলাম ওরফে শহীদ নিহত হন। এ সময় আরও দুজন আহত হন।
মন্তব্য করুন