শিতাংশু ভৌমিক অংকুর
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪১ এএম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

দর্শনার্থী কম বিক্রি বেশি

দর্শনার্থী কম বিক্রি বেশি

অমর একুশে বইমেলার ২০তম দিন ছিল গতকাল মঙ্গলবার। মেলায় দর্শনার্থীর ভিড় ছিল অন্যদিনের তুলনায় কম; কিন্তু ক্রেতা ছিল গত সোমবারের চেয়ে বেশি। মেলায় ভিড় কম থাকায় দশনার্থীরা বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন ঘুরে কিনেছেন অসংখ্য বই।

এ বিষয়ে আদর্শ প্রকাশনীর বিক্রয়কর্মী রাহুল হোসেন বলেন, আজ মেলায় তুলনামূলক দর্শনার্থী কম হলেও বিক্রি গতকালের চেয়ে ভালো। পাঠকরা কয়েকদিন ধরে গবেষণাধর্মী বই বেশি চাচ্ছেন। তাদের অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থী। সেখানে আমেরিকান ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থী দর্শনার্থী ইমন জানান, এখানে অনেক নতুন গবেষণাধর্মী বই এসেছে। আমি মেলায় পছন্দের বিষয়ের একটি বই পেয়েছি। তাই সেটি কিনে ফেললাম।

কাকলী প্রকাশনীর প্যাভিলিয়নে হ‍ুমায়ূন আহমেদের সমুদ্র বিলাস উপন্যাসের বই হাতে নিয়ে পাতা উল্টাচ্ছিল মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আতিক মাহমুদ অন্তর। তার সঙ্গে থাকা বুয়েটে পড়ুয়া বড় বোন নূরজাহানকে বলে, আপু এইটা আমি কিনব। হুমায়ূন আহমেদের বই কেন কিনতে চাইছ—জানতে চাইলে কলেজ পড়ুয়া অন্তর বলেন, আমি আসলে ইউটিউবে ওনার ‘কোথাও কেউ নেই’ নাটকটি দেখেছি। ‘সমুদ্র বিলাস’ নাটকের কিছু ভিডিও ফেসবুকের রিলে দেখেছি। তাই তার বই পড়তে আগ্রহী। কথাগুলো বলার সময় তার মুখে এক ধরনের উচ্ছ্বাস দেখা যায়।

গতকাল মেলায় নতুন বই এসেছে ৯৯টি। বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্মরণ: জামাল নজরুল ইসলাম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন বিজ্ঞানবিষয়ক বক্তা আসিফ। আলোচনায় অংশগ্রহণ করেন সুব্রত বড়ুয়া এবং আরশাদ মোমেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক আবদুল মান্নান। এ ছাড়া লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি আতাহার খান, কথাসাহিত্যিক মোস্তফা কামাল, গবেষক চৌধুরী শহীদ কাদের এবং লেখক ও পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।

আজ (বুধবার) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে আজ বইমেলা শুরু হবে সকাল ৮টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। সকাল ৮টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে স্বরচিত কবিতা পাঠের আসর। সভাপতিত্ব করবেন কবি শামীম আজাদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও তিন হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১০

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১১

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১২

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৪

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৫

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৬

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৭

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৮

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১৯

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

২০
X