কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১১:৫২ এএম
প্রিন্ট সংস্করণ

সেন্ট্রালে এবার অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

হাবিবা হীরা চৌধুরী। ছবি: সংগৃহীত
হাবিবা হীরা চৌধুরী। ছবি: সংগৃহীত

আইনজীবী বাবা-মায়ের একমাত্র সন্তান হাবিবা হীরা চৌধুরী। ছয় বছর সাত মাস বয়সী ফুটফুটে শিশুটি বাসাজুড়ে ‘আলো’ ছড়াত। রাজধানীর গ্রিন রোডের সেই বাসা এখন শোকে অন্ধকার। ডেঙ্গু কেড়ে নিয়েছে ছোট্ট হাবিবাকে। তবে স্বজনদের অভিযোগ, চিকিৎসা অবহেলায় অকালেই নিভে গেছে ওর জীবন প্রদ্বীপ। এবারও অভিযোগের তীর সেই সেন্ট্রাল হাসপাতালের দিকে।

হাবিবার মা অ্যাডভোকেট সুফিয়া পারভীন কাঁদতে কাঁদতে বলেন, সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় তার মেয়ের মৃত্যু হয়েছে। অনুরোধ করেই চিকিৎসক পাওয়া যাচ্ছিল না। নার্সরাই মেয়ের চিকিৎসা দিচ্ছিলেন। যখন কিছুই করার ছিল না, তখন তাদের অন্য হাসপাতালে পাঠানো হয়। তিনি বলেন, ‘মেয়েকে তো আর ফেরত পাব না; কিন্তু অন্য কোনো মায়ের বুক যাতে তার মতো শূন্য না হয়, সেজন্য তিনি হাসপাতালটির সংশ্লিষ্ট চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করবেন।’

স্বজনদের সঙ্গে কথা বলে এবং হাবিবার চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ঘেঁটে দেখা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় গত ৭ জুলাই শুক্রবার দুপুরে শিশুটিকে সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। সে ডা. এ এফ এম সেলিমের অধীনে চতুর্থতলায় ৫২২ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিল। অবস্থার অবনতি হতে থাকলে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষ সোমবার শিশুটিকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সাপোর্ট রয়েছে, এমন হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দেয়। তখন স্বজনরা তাকে মহাখালীতে ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করেন। পরের দিন সেখানে মৃত্যু হয় শিশুটির।

হাবিবার এক স্বজন বলেন, সেন্ট্রাল হাসপাতালে ভর্তির পর তিন দিনের মাথায় জ্বর নেমে যায়। তখন ডিউটি ডাক্তার বলেছিলেন, বিপদমুক্ত। কিন্তু হাবিবা হঠাৎ করে কালো রঙের পায়খানা করে। তখন দায়িত্বরত নার্সদের এর কারণ জিজ্ঞেস করে তা পরীক্ষার অনুরোধ জানানো হয়। তারা তা করেননি। বারবার দৌড়ঝাঁপ করেও চিকিৎসক পাওয়া যায়নি। যখন কিছুই করার ছিল না, তখন চিকিৎসক এসে জানান, হাবিবার রক্তচাপ নেমে গেছে। তাকে দ্রুত আইসিইউ সাপোর্ট দিতে হবে। কিন্তু সেন্ট্রাল হাসপাতালে আইসিইউতে কোনো শয্যা খালি নেই। এরপর তারা বাধ্য হয়ে একেবারে শেষ সময়ে তাকে অন্য হাসপাতালে নেন।

অবহেলায় শিশুমৃত্যুর অভিযোগের বিষয়ে জানতে চাইলে সেন্ট্রাল হাসপাতালের ভাইস চেয়ারম্যান ডা. এমএ কাশেম দাবি করেন, আমরা উন্নত ও সর্বাধুনিক সেবা দিয়ে থাকি। ডেঙ্গু রোগীকে নার্সরা চিকিৎসা দিয়েছেন—এটা সঠিক নয়। তিনি বলেন, একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এখন সবাই সুযোগ পেয়ে বসেছে। যেটা স্বাস্থ্যসেবা খাতের জন্য দুঃখজনক।

১১ জুন সেন্ট্রাল হাসপাতালে অস্ত্রোপচারে এক নবজাতকের মৃত্যু হয়। এ নিয়ে তোলপাড় শুরু হলে ওই নবজাতকের মা মাহবুবা রহমান আঁখিও মারা যান। ভুল চিকিৎসা এবং অবহেলার অভিযোগ উঠে হাসপাতালটির বিরুদ্ধে। এরপর স্বাস্থ্য অধিদপ্তর সেখানে অপারেশন থিয়েটারের কার্যক্রম বন্ধ করে দেয়। ওই ঘটনায় মামলা হলে দুই চিকিৎসকও গ্রেপ্তার হন। ওই ধাক্কা না কাটতেই এবার অবহেলায় ডেঙ্গু আক্রান্ত শিশুর মৃত্যুর অভিযোগ মিলল হাসপাতালটির বিরুদ্ধে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ সামনে রেখে বড় চমক নামিবিয়ার

অ্যালার্মে ঘুম ভাঙে? অজান্তেই বাড়াচ্ছেন শরীরের চাপ

সরাসরি মোদির কাছে বিচার চাইলেন পাকিস্তানি নারী

আন্দোলন ঠেকাতে ‘মব সৃষ্টির’ পরিকল্পনা ঢাকা কলেজ শিক্ষকের

আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

বিশেষ বৃত্তিসহ ৪ দফা দাবি জবি শিবিরের

হাসপাতালে নচিকেতা চক্রবর্তী

জামায়াতে ইসলামী হিন্দু শাখার ৯ নেতাকর্মীর পদত্যাগ

মালয়েশিয়ায় আটক ৮৪৩, আছে বাংলাদেশিও

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ম্যাচ কবে কখন

১০

স্ত্রীর হাতে স্বর্ণের চুড়ি, সন্দেহের জেরে ছুরিকাঘাতে হত্যা করে স্বামী

১১

নতুন জোট গড়ছে ৩ দল, ঘোষণা বিকেলে

১২

এই ৩ পানীয় খেলেই ত্বকে দ্রুত পড়বে বার্ধক্যের ছাপ

১৩

কবরস্থান থেকে ৬ আগ্নেয়াস্ত্র উদ্ধার

১৪

টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভালো উন্নতি হয়েছে: সালাহউদ্দিন

১৫

ল্যাপটপের ৫ গোপন ফিচার, যেগুলো এখনই ব্যবহার করা উচিত

১৬

চকলেট রঙে আবেদনময়ী মন্দিরা

১৭

আইপিএল, বিগ ব্যাশ, পিএসএল মাতানো ক্রিকেটার এবার নোয়াখালীতে

১৮

দুই পা কেটে কৃষককে হত্যা

১৯

ক্ষমা চাইলেন শাহরুখ

২০
X