রাফসান জানি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০২:৩৩ এএম
আপডেট : ০৮ মে ২০২৪, ০৮:৫১ এএম
প্রিন্ট সংস্করণ

কিরগিজস্তানে পাঁচ লাখে ভিসা-চাকরি ইমিগ্রেশনে আটকা

ভুয়া রিক্রুটিং এজেন্সি
এরকম বিজ্ঞাপন দিয়ে বিদেশ গমনেচ্ছুদের ডেকে এনে প্রতারণা করে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল। ছবি: সংগৃহীত
এরকম বিজ্ঞাপন দিয়ে বিদেশ গমনেচ্ছুদের ডেকে এনে প্রতারণা করে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল। ছবি: সংগৃহীত

এশিয়ার দেশ কিরগিজস্তানে গাড়ি ধোয়ার কাজ। মাস শেষে বেতন ৬০ থেকে ৬৫ হাজার, সঙ্গে থাকা-খাওয়া কোম্পানির। এমন সুযোগ পেতে ভিসা প্রসেসিং, ম্যান পাওয়ারের কাগজ, ফ্লাইটের টিকিট বাবদ খরচ ৫ লাখ টাকা। এর বিনিময়ে সব ব্যবস্থা করে দেবে রিক্রুটিং এজেন্সি ‘জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল’। রাজধানীর নয়াপল্টনে অফিস খুলে এ ‘সেবা’ দিচ্ছে তারা। বিদেশে জীবিকা নির্বাহে ইচ্ছুকদের নিয়মিত যাতায়াত সেখানে। তাদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে ই-ভিসার কপি, ম্যানপাওয়ার কপি ও ফ্লাইটের টিকিট। যারা ভিসা পাচ্ছেন, তাদের অফিসে ডেকে ভিডিও ধারণ করে তা প্রচার করছে নিজেদের ইউটিউব চ্যানেলে।

এমন ভিডিও দেখে কিরগিজস্তান যেতে আগ্রহী হন রাজবাড়ীর মোহাম্মদ সোনা মিয়া নলিয়া। আগে রিকশা চালাতেন। বিদেশ যাওয়ার আশায় রিকশা, গরু, ঘর বিক্রি করে দিয়েছেন। সঙ্গে কিছু টাকা ঋণ করে ৫ লাখ টাকা পরিশোধ করেন।

গত ১০ এপ্রিল নয়াপল্টনে জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল অফিস থেকে যাবতীয় কাগজও বুঝে নেন তিনি। সোনা মিয়ার সঙ্গে তার বন্ধু আকাশও টাকা দিয়ে ভিসার কাগজ বুঝে নেন। তাদের দেওয়া টিকিটের তথ্যানুযায়ী, গত ৭ এপ্রিল ফ্লাইটের শিডিউল ছিল। ভিসার কপি ও টিকিট নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পর ইমিগ্রেশন পুলিশ জানায়, অনলাইনে তাদের ভিসার কোনো তথ্য নেই, টিকিটটিও জাল। বিষয়টি রিক্রুটিং এজেন্সিকে জানানো হলে তারা সোনা মিয়া ও আকাশকে বিমানবন্দরে অপেক্ষা করতে বলে। জানায়, সেখানে তাদের লোক পাঠাবে। কিন্তু পাঁচ ঘণ্টা অপেক্ষা করার পরও কেউ আসেনি।

সোনা মিয়া জানান, পরে আবার যোগাযোগ করা হলে নতুন করে টিকিট দেওয়ার কথা জানায়। এভাবে কিছুদিন চলার পর সব যোগাযোগমাধ্যম বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। একপর্যায়ে ভুক্তভোগীদের হুমকি দেওয়াও শুরু করে।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে সোনা মিয়া বাদী হয়ে গত ২৩ এপ্রিল পল্টন থানায় মানব পাচার প্রতিরোধ আইনে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের মালিক ইব্রাহীম মল্লিক নাহিদ (৩৫) এবং তার দুই সহযোগী শারমিন হোসেন লাবনী (৩৬) ও আরিফুর রহমান সাদীকে (২৪) গ্রেপ্তার করা হয়। সিআইডির মানব পাচার প্রতিরোধ টিম চক্রটিকে গ্রেপ্তার করে।

তদন্ত সূত্রে জানা যায়, জনবল বিদেশে পাঠানোর বৈধ কোনো কাগজ নেই জান্নাত ট্রেডের। প্রতারণার উদ্দেশ্যেই তারা প্রতিষ্ঠানটি খোলে। তাদের অফিসে তল্লাশি করে ৩১টি ফাইল উদ্ধার করেন তদন্ত কর্মকর্তারা। এই ৩১ জনই কিরগিজস্তানে যাওয়ার জন্য টাকা দিয়েছেন। এমন ভুক্তভোগী আরও আছেন।

সিআইডি সূত্র বলছে, প্রতিষ্ঠানটি কিরগিজস্তানে লোক পাঠানোর কথা বলে ব্যক্তিপ্রতি গড়ে ৫ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত নিয়েছে। চক্রের গ্রেপ্তারের খবরে দেশের নানা প্রান্ত থেকে সিআইডির সঙ্গে যোগাযোগ করছেন ভুক্তভোগীরা।

কিরগিজস্তানে পাঠিয়েছে—এমন ছয়জনের সন্ধান পেয়েছে সিআইডি। তবে তারা দেশটিতে যাওয়ার পর প্রতিশ্রুতি অনুযায়ী কিছুই পাননি। চরম কষ্টের মধ্যে আছেন। যে কোনো মূল্যে দেশে ফিরতে চান।

সিআইডির মানব পাচার প্রতিরোধ টিমের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন কালবেলাকে বলেন, মানব পাচার প্রতিরোধের ম্যান্ডেট নিয়ে কাজ করি। এরই অংশ হিসেবে তিনজনকে গ্রেপ্তার করেছি। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাছুরের ওজন কম, বিতরণ না করে ফেরত দিলেন ইউএনও

আজ মেতে উঠুন ‘চায়ের আড্ডায়’

যুক্তরাজ্য থেকে বড় ধাক্কা খেল ইসরায়েল

আসিফ-মাহফুজকে পদত্যাগের আহ্বান ইশরাকের

হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ

মোবাইলে কথা বলার সময় পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু

ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ

নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের নেতৃত্বে শাকিল-অনিক

‘টুকরো টুকরো হওয়ার শঙ্কায় সিরিয়া, গৃহযুদ্ধ আসন্ন’

সাদা পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড

১০

গাজায় পুষ্টিহীনতা ও ওষুধের তীব্র সংকট, মৃত তিন শতাধিক

১১

আজকের দিন কেমন কাটতে পারে, জেনে নিন রাশিফলে

১২

শেরপুরে বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু

১৩

দুপুরের মধ্যে ৫ জেলায় ঝড়ের শঙ্কা

১৪

টিভিতে আজকের খেলা

১৫

২১ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৬

২১ মে : আজকের নামাজের সময়সূচি

১৭

বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১৮

কাজে আসছে না কোটি টাকার ‘লাইটনিং এরেস্টার’

১৯

দৈনিক মজুরি ১৭০ টাকা

২০
X