রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

তরুণ ব্যবসায়ীর লাশ নিয়ে বিক্ষোভ

শিপন আহমেদ। ছবি : সংগৃহীত
শিপন আহমেদ। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত শিপন আহমেদ (৩০) মারা গেছেন। দুর্ঘটনার চার দিন পর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে এ ঘটনায় প্রবাসী আলম মিয়া দম্পতির শাস্তির দাবিতে লাশ দাফন না করে এলাকাবাসী বালুয়া চৌমুহনী বাজারে লাশ নিয়ে বিক্ষোভ করেছেন।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার রাজবাগ পুলিশ লাইন্সের বিএনকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত ২০ আগস্ট উপজেলার উত্তর দরবেশপুর উচ্চ বিদ্যালয় সড়কের সৌদি প্রবাসী আলম মিয়া ও লিপি দম্পতির দ্বিতল বসতবাড়ির ছাদে এ দুর্ঘটনাটি ঘটে।

শিপন আহমেদ পৌর জগতপুর গ্রামের আহমদ আলী বেপারী বাড়ির মৃত মনতাজ আহমেদের ছোট ছেলে ও বালুয়া চৌমুহনী বাজারের এসএসএ থাই অ্যালুমিনিয়ামের মালিক।

দুর্ঘটনায় মারা যাওয়া শিপন হোসেনের ভাতিজা ও সহকারী ফাহিম হাসান জানান, তার চাচা শিপন চৌমুহুনী বাজারে আলম ও লিপি দম্পতির মালিকানাধীন একটি দোকান ভাড়া নিয়ে এসএসএ থাই অ্যালুমিনিয়ামের ব্যবসা করতেন। আলম ও লিপি দম্পতি তাদের দ্বিতল বসতবাড়ির একতলার ছাদে কয়েকটি রুম করার জন্য শিপন হোসেনকে জানালে শিপন সেই বাড়ির ছাদে ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তার থাকায় কাজ করতে অপারগতা প্রকাশ করেন।

এক পর্যায়ে তাদের ভাড়াকৃত দোকান ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে শিপনকে কাজ করাতে বাধ্য করা হলে ২০ আগস্ট বর্ধিত রুমের কাজ করতে গিয়ে ছাদের ওপরে থাকা ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করে।

চৌমুহনী বাজারের ব্যবসায়ী কালু মিয়া বলেন, ঘটনার আগের দিন শিপন এসে বলেন- ভাই দোকানের মালিক আলম মিয়া তার বাসায় কাজ করতে জোর করছে। না করলে দোকান ছেড়ে দেওয়ার হুমকি দেয়। আমি শিপনকে বলেছি রিস্ক থাকলে করিস না।

মিরাজ হোসেন নামের এক আত্মীয় জানান, এই কাজের জন্য অন্য মিস্ত্রিদের বলা হলেও কেউ রাজি হয়নি। এরপর শিপনের দোকানে তালা দিয়ে জোর করে কাজ করানো হয়।

দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত আলম ও লিপি দম্পতি পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ দিকে রোববার সকালে শিপনের লাশ অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে বাড়িতে নেওয়ার পর নিহতের পরিবার ও আত্মীয়স্বজন শিপনের মরদেহ দাফন না করে বাড়ির মালিকের বিচারের দাবিতে চৌমুহনী বাজার এলাকায় বিক্ষোভ করেন।

শিপনের স্ত্রী মিতু আক্তার বলেন, আমার স্বামীকে জোর করে কাজ করাতে বাধ্য করা হয়েছিল। শিফা নামের আমার এক কন্যা রয়েছে। বর্তমানে আমি আট মাসের অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে জানতে রামগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম শাহিন রেজা ফরাজীকে ফোন করা হলে তিনি বলেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে জান্নাত দান করুন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী কালবেলাকে বলেন, ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা ইলিশ রক্ষা / জেলেরা এবার যে কারণে বেশি আক্রমণাত্মক

জামায়াত নেতার গাড়িবহরে হামলা

লিফলেট বিতরণ শেষে ফেরার পথে বিএনপি নেতার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২০

আগুন সন্ত্রাস আ.লীগের পুরোনো খেলা : রাশেদ প্রধান

সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত জনগণ ব্যর্থ করে দিয়েছে : রহমাতুল্লাহ

চা-বিস্কুট খাইয়ে জামাইকে হত্যা, শ্বশুর পলাতক

জনকল্যাণ ও দেশের উন্নয়নই বিএনপির মূল লক্ষ্য : কফিল উদ্দিন

রূপনগর–পল্লবীতে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ

মদপানে ৬ জনের মৃত্যু, ৪ জনের মরদেহ কবর উত্তোলনের সিদ্ধান্ত

১০

সহস্র প্রদীপ প্রজ্বালনে ঢাকেশ্বরী মন্দিরে দীপাবলি উদযাপিত

১১

সেনাবাহিনীকে নয়, অপরাধীকে দায়ী করুন

১২

শ্যামা পূজা পরিদর্শন করলেন প্রিন্স

১৩

চলন্ত অ্যাম্বুল্যান্সে আগুন

১৪

দীপাবলিতে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বালন ও প্রার্থনা

১৫

বিএনপি ক্ষমতায় গেলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান করবে : এসএম জাহাঙ্গীর

১৬

ভিক্টোরিয়া কলেজে সংঘর্ষের ঘটনার মূলহোতাসহ গ্রেপ্তার ১৭

১৭

নানা দাবিতে এইচএসসি উত্তীর্ণদের একাংশের আন্দোলনের ডাক

১৮

৭ বলে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার 

১৯

পীর সাহেব মধুপুর / কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে গণবিস্ফোরণ ঘটবে

২০
X