শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
শিল্পী নাগ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৩:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রে টেকসই কৃষির প্রসার ঘটাচ্ছেন নারীরা

যুক্তরাষ্ট্রে টেকসই কৃষির প্রসার ঘটাচ্ছেন নারীরা

কভিড-পরবর্তী সময়ে আমেরিকান নারীরা তাদের বাড়িতে শাকসবজি চাষ বা খামার তৈরি করেছেন। গ্রামের নারী কৃষকরাই মাটি পরীক্ষা ও সংরক্ষণ, ফসল ঢেকে রাখা, স্থায়ী গাছপালা, সার তৈরি এবং ফসল পরিবর্তনের মতো নানা টেকসই কৌশলের চর্চা বেশি করছেন। জলবায়ু পরিবর্তনের কারণে অনেক বড় বাণিজ্যিক খামারও তাদের দেখানো পথ অনুসরণ করছে।

নারী কৃষকদেরই ‘স্লো ফুড মুভমেন্টে’-এর নেতৃস্থানীয় পর্যায়ে দেখা যাচ্ছে, যা ভোক্তাদের অর্গানিক ও স্থানীয় খাদ্য কিনতে উৎসাহিত করে।

স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি ভোক্তাদের আগ্রহ ক্রমেই বাড়ছে।

অন্যদিকে কৃষি উৎপাদনে সম্পৃক্ত হচ্ছেন এমন নারীর সংখ্যাও বাড়ছে দ্রুতগতিতে। ২৮ বছর ধরে নিউইয়র্কের কুইন্সের হলিস সিটিতে বসবাস করছেন মমতা দেবী ভৌমিক। গ্রীষ্মকালে বাড়ির পেছনের আঙ্গিনায় এবং টবে চাষাবাদ করেন লাউ, বেগুন, করলা, শিম, চালকুমড়া, মিষ্টি কুমড়া, কচু, বেগুন, বরবটিসহ নানা রকম সবজি, লেবু, কমলালেবু।

মমতা দেবী ভৌমিক বলেন, নিজের হাতে লাগানো লাউ গাছ থেকে লাউ, শাক পেড়ে রান্না করার আনন্দই অন্যরকম। সবজিগুলো তাজা ও সতেজ থাকে। এ ছাড়া গাছের সবজি হওয়ায় অর্থনৈতিক সাশ্রয়ও হয়।

শুধু বাড়ির আঙিনায়ই নয়, নারীদের মালিকানায় থাকা টেকসই খামারগুলো তাদের কমিউনিটির কাছে স্বাস্থ্যকর খাবার বিক্রি করছে। তারা তাদের ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলছে গ্রামীণ ও শহরের দুই ধরনের ক্রেতাদের সঙ্গেই। অনেক নারী কৃষক ক্রেতাদের পুষ্টি ও কৃষি সম্পর্কে শেখাচ্ছেন, স্কুলে ও গৃহহীন মানুষের মধ্যে খাবার বিতরণ করছেন, কমিউনিটি প্রকল্পে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন বা লাভজনক ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট ফ্যাসিলিটি বা খুচরা পণ্যের দোকান পরিচালনা করছেন, যেগুলো অন্যান্য স্থানীয় ব্যবসায়ীর পণ্য মজুত করে রাখে।

রেহেনা আক্তার লিপি ১৬ বছর ধরে নিউইয়র্ক প্রবাসী। গরমের মৌসুমে বাড়ির করিডোরে, মিষ্টি কুমড়া, লাউ, পুঁইশাক ইত্যাদির আবাদ করেন। তিনি বলেন, নিজের পরিবারের শাকসবজির চাহিদা মিটিয়েও প্রতিবেশী, আত্মীয়স্বজনদের মধ্যেও বিতরণ করি। শুধু বাঙালি প্রবাসী নারীরাই নন, আমেরিকানরাও খামার তৈরি করছেন। ‘আমি মানুষ ও তাদের খাদ্যের মধ্যে একটি সম্পর্ক তৈরি করতে সক্ষম হয়েছি’—বলেছেন ভিসার দুয়ানে। যিনি ১৯৮১ সালে কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং ওহাইওতে তার স্বামীর সঙ্গে পার্পল স্কাইস ফার্ম পরিচালনা করেন। ‘আমাদের ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট বা খামারের বাজারে যখন অতিথি আসেন, তখন তারা দেখতে পান, এসব পণ্য কোথা থেকে আসে এবং মানসম্পন্ন পণ্য তৈরির জন্য কতটা শ্রম দিতে হয় ও যত্ন নিতে হয়।’

কভিড-১৯ মহামারি যখন খাদ্য সরবরাহ ও পরিবহনে বিঘ্ন ঘটাচ্ছিল, প্রত্যন্ত এলাকায় খাদ্য পৌঁছানো জটিল করে তুলেছিল, তখন নারী কৃষকরা তাদের কমিউনিটির সাহায্যে এগিয়ে এসেছিলেন।

‘সেলডোভিয়াতে পরিস্থিতিটা ছিল ভীতিকর’, সেই সময়ের স্মৃতি স্মরণ করে বলেছেন আলাস্কার সেলডোভিয়ার রোসানা ম্যাকইনেস। খাদ্যের ঘাটতি আসন্ন ছিল। আমার প্রতিবেশী বলেছিলেন, বাগানে উৎপাদিত সবজিগুলো বিক্রি করা উচিত। আমি তাই করেছিলাম। তবে দ্রুতগতিতে বিক্রি করতে পারছিলাম না, আর তখনই আমার বাগানের পরিধি বাড়ানো এবং কমিউনিটির জন্য খাদ্যের জোগান দেওয়ার সিদ্ধান্ত নিই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে নিয়ে হাদির আবেগঘন বার্তা

খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুল

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন আবদুল আউয়াল মিন্টু

খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টার দোয়া কামনা, তারেক রহমানের কৃতজ্ঞতা

নির্বাচিত হলে সব চাঁদাবাজি ও অনিয়ম দূর করব : আবদুল আউয়াল মিন্টু

আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই : খন্দকার আবু আশফাক

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

গুগলকে কনটেন্ট সরাতে অনুরোধের সংখ্যা নিয়ে সরকারের ব্যাখ্যা

১০

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

১১

বগুড়ায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

১২

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

১৩

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

১৪

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

১৫

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৬

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

১৭

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১৮

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

১৯

চার বছর পর ফিরল শতবর্ষী প্যাডেল স্টিমার পিএস মাহসুদ

২০
X