১) ১৩ আগস্ট বিশ্ব বাঁহাতি দিবস।
২) গড়ে বিশ্বের মোট জনগোষ্ঠীর ১২ শতাংশ বাঁহাতি। তবে কোন অঞ্চলে কতজন বাঁহাতি, তা নির্ভর করে ভৌগোলিক অবস্থানের ওপরও।
৩) সপ্তদশ শতকের মাঝামাঝি সময়ের দিকে বাঁহাতিদের রীতিমতো শয়তানের দোসর হিসেবে দেখা হতো। এখনো অনেক অভিভাবক সন্তানদের বাঁহাতি হওয়ার বিষয়টাকে মেনে নিতে পারেন না।
৪) তবে যারা জন্মগত বাঁহাতি, তাদের কিছু স্বাস্থ্যগত বিপদও আছে। গবেষণায় দেখা গেছে, বাঁহাতিদের অ্যালার্জিতে ভোগার আশঙ্কা ১১ গুণ বেশি। অটো-ইমিউন ডিজিজে আক্রান্ত হওয়ার আশঙ্কা ডানহাতিদের চেয়ে আড়াইগুণ বেশি থাকে বাঁহাতিদের। এমনকি তারা মাইগ্রেন ও অনিদ্রাতেও ভোগে বেশি।
৫) পুরুষদেরই বাঁহাতি হওয়ার প্রবণতা বেশি।
৬) যেহেতু বাঁহাতিরা মগজের ডান পাশ ব্যবহার করেন বেশি, তাই স্ট্রোকের পর তাদের ভাষাগত সমস্যা দ্রুত সেরেও ওঠে।
৭) বাঁহাতি হওয়ার আরেকটা বড় সুবিধা হলো তারা কিছু কিছু খেলায় ডানহাতিদের চেয়ে ভালো করেন। এ তালিকায় আছে—বেসবল, টেনিস, সাঁতার, বক্সিং। রাফায়েল নাদাল প্রাকৃতিকভাবে ডানহাতি হলেও টেনিস খেলেন বাঁ হাতে।
মন্তব্য করুন