n ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বেশিরভাগ মহাকাশযান উৎক্ষেপণ করা হয় শ্রীহরিকোটা থেকে।
n ব্যাঙ্গালুরুর শ্রীহরিকোটা নিরক্ষরেখার কাছে অবস্থিত। কৃত্রিম উপগ্রহগুলো নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চল থেকে উৎক্ষেপণ করা হয়। এই কারণেই বেছে নেওয়া হয়েছে শ্রীহরিকোটাকে।
n এই অঞ্চল বিষুবরেখার কাছাকাছি অবস্থিত হওয়ায় রকেট নিক্ষেপের সাফল্যের হার ভালো। খরচও অনেক কম।
n মহাকাশ মিশনের জন্য অনুকূল আবহাওয়ার প্রয়োজন। শ্রীহরিকোটার আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকে। বছরের ১০ মাস এখানকার আবহাওয়া শুষ্ক থাকে।
n এখান থেকে রকেট উৎক্ষেপণের আরেকটি বড় কারণ হলো পৃথিবীর আহ্নিক গতির সুবিধা পাওয়া যায়। যার কারণে বেশি ওজন নিয়েও রকেট দ্রুত ছুটে যেতে পারে।
n এ ছাড়া দ্বীপের দুই পাশে সমুদ্র। কোনো কারণে রকেট বিকল হলে বা দুর্ঘটনা ঘটলে সেটি সমুদ্রে পড়বে। এতে প্রাণহানির আশঙ্কা খুবই কম।
মন্তব্য করুন