১) এ বছরের এপ্রিলে মিশিগানের একটি স্কুলবাসের চালক গাড়ি চালানো অবস্থায় অজ্ঞান হয়ে যান। পরে বাসে থাকা সপ্তম গ্রেডের এক ছেলে গাড়িটিকে নিয়ন্ত্রণে এনে দাঁড় করায়।
২) মিশিগানের এক বাসিন্দা লটারিতে মোটা অঙ্কের টাকা জেতার পর আনন্দে আত্মহারা হয়ে গেলে টিকিটটাই গাড়ির জানালা দিয়ে উড়ে যাচ্ছিল। ভাগ্যিস তার স্ত্রী সেটি ধরে ফেলেন।
৩) ফুসফুস প্রতিস্থাপনের পর এক মার্কিন নারীর গুরুতর পিনাট অ্যালার্জি দেখা দেয়। অথচ ওই নারীর আগে এ সমস্যা ছিল না। জানা যায় তার ফুসফুস যে ব্যক্তির ছিল তারই নাকি অ্যালার্জিটা ছিল।
মন্তব্য করুন