সাইদুল ইসলাম, চট্টগ্রাম
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

জনসেবায়-উন্নয়নে চট্টগ্রাম জেলা প্রশাসন

জনসেবায়-উন্নয়নে চট্টগ্রাম জেলা প্রশাসন

জনসেবাকে অগ্রাধিকার দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন প্রতিনিয়ত কার্যকর উদ্যোগ গ্রহণ করে চলেছে। অবৈধভাবে দখল হয়ে যাওয়া সরকারি ভূমি উদ্ধার, পাহাড় রক্ষায় বিশেষ পদক্ষেপ, খাসজমি বন্দোবস্ত, ভূমি সেবা সম্প্রসারণ এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সুপরিকল্পিত কার্যক্রম পরিচালনা করায় এরই মধ্যে আশানুরূপ ফলও মিলেছে। এসব উদ্যোগে সরকারের ভূমি ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে, যা চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলছে।

গত বছর ১২ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে মোট ১৬২ দশমিক ৩৭ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৮৬১ কোটি টাকা। বিশেষত গত বছর অক্টোবর মাসে ১২টি সংস্থাকে সঙ্গে নিয়ে দুদিনব্যাপী অভিযান পরিচালনা করে পাঁচ কিলোমিটারের কালীর ছড়া খালে ৭০টির অধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার তুলাতলী মৌজায় ১১৩ দশমিক ৬৩ একর সরকারি জমি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩৬৫ দশমিক ৭০ কোটি টাকা। উদ্ধারকৃত জমি ফের যাতে বেদখল হয়ে না যায়, তার জন্য বন বিভাগের সহযোগিতায় বিভিন্ন প্রজাতির এক হাজার গাছ রোপণ করা হয়েছে। অন্যদিকে, চট্টগ্রাম নগরের হালিশহর, দক্ষিণ কাট্টলি ও উত্তর কাট্টলি মৌজায় দীর্ঘদিন বেদখল করে রাখা পানি উন্নয়ন বোর্ডের ৪০ একর জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪৫০ কোটি টাকা। তা ছাড়া গত বছর ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর চট্টগ্রাম চিড়িয়াখানার বেদখল হয় যাওয়া আট একরের বেশি প্রায় ৪০ কোটি টাকা মূল্যের জমি জেলা প্রশাসনের জোরালো পদক্ষেপে সম্পূর্ণরূপে উদ্ধার করা হয়েছে। সেখানে নতুন করে নির্মাণ করা হয়েছে রাস্তা। এর মাধ্যমে চিড়িয়াখানার আয়তন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আমি যোগদানের পর বিশেষ কিছু কাজে হাত দিয়েছি। এর মধ্যে প্রধান হলো, সরকারি বেহাত হওয়া জমি উদ্ধার। সবার সহযোগিতায় এরই মধ্যে আমরা সফলও হয়েছি। আমরা চাই, অবৈধভাবে দখলে থাকা সরকারি সম্পত্তি সরকারের হাতেই ফিরে আসুক। কারণ জেলা প্রশাসন সবসময় জনকল্যাণ ও জনসেবায় কাজ করে।’

জানা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নাগরিক ভূমি সেবায়ও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ২২টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র স্থাপনের লাইসেন্স প্রদান করা হয়েছে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে ভূমি ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার, জনকল্যাণ এবং প্রশাসনিক দক্ষতার দৃষ্টান্ত সৃষ্টি হয়েছে। তা ছাড়া জেলা প্রশাসন নগরের অন্যতম সমস্যা জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে সমন্বয়-আলোচনা করে সার্বক্ষণিক লজিস্টিক সাপোর্ট প্রদান করে যাচ্ছে। অন্যদিকে, জেলা প্রশাসন নগরে কিছু কৌশলগত স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। এসব স্থানের মধ্যে রয়েছে অক্সিজেন মোড়, হাটহাজারী-রাঙামাটি মহাসড়ক, মোহরা-চন্দ্রঘোনা আঞ্চলিক মহাসড়ক, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারসংলগ্ন এলাকা, পাহাড়তলী, খুলশী ও হাটহাজারী রেলওয়ে জমি উদ্ধার।

কেইপিজেডের ভূমি জটিলতা নিরসন: চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কোরিয়ান ইপিজেডে দুই যুগ ধরে চলে আসা ভূমি জটিলতা চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে নিরসন হয়েছে। জানা যায়, গত ১৩ জানুয়ারি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান, চট্টগ্রামের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ও কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান মি. কিহাক সাং ও ম্যানেজিং ডিরেক্টর মো. শাহজাহানের উপস্থিতিতে কোরিয়ান ইপিজেডে সভা হয়। পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টার সঙ্গে কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান মি. কিহাক সাং এবং একটি বিনিয়োগকারী দলের বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধিসংক্রান্ত সভা হয়। সভায় প্রধান উপদেষ্টা জেলা প্রশাসককে কোরিয়ান ইপিজেডের জমি-সংক্রান্ত জটিলতা নিরসন করার কথা ঘোষণা করেন। নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা প্রশাসন কাজ শুরু করে এবং গত ৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের জেলা প্রশাসক কোরিয়ান ইপিজেডকে ২ হাজার ৪৮৩ একর জমির দলিল হস্তান্তর করেন।

পাহাড় রক্ষায় বিশেষ উদ্যোগ: চট্টগ্রাম নগরের পাহাড়গুলো নানাভাবে নিধন হচ্ছিল। এই পাহাড় নিধন রোধে নগরকে পাঁচটি জোনে ভাগ করে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম চালানো হচ্ছে। অতিবৃষ্টিজনিত পাহাড় ধসে জীবনমালের ক্ষতি রোধে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় নিয়মিত সচেতনতামূলক মাইকিং করা হয়। পাহাড়ে অবৈধভাবে বসবাসকারীদের ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ—এই তিন শ্রেণিতে ভাগ করে তালিকা প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে ১৩টি পরিবাবকে পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাস্তবে পাহাড় শ্রেণি, কিন্তু ভূমি রেকর্ডে অন্য শ্রেণিতে লিপিবদ্ধ—এমন পাহাড়গুলোর ভূমি রেকর্ডে শ্রেণি পরিবর্তনের কার্যক্রমও চলমান রয়েছে। পাহাড় কাটা রোধে গত এক বছরে ২৬টি অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন এবং এসব ঘটনায় ১৬টি মামলা করা হয়।

শৃঙ্খলায় বালুমহাল: গত বছর ৫ আগস্ট পরবর্তী সময়ে চট্টগ্রামের অধিকাংশ বালুমহালের ইজারাদার পালিয়ে যায়। এ সময় বালুমহাল দখল নিয়ে অরাজক পরিস্থিতি তৈরি হলে জেলা প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় পরিস্থিতি মোকাবিলায় কার্যকর উদ্যোগ নেয়। গত ১ বৈশাখ ১৪৩২ বা ১৪ এপ্রিল হতে ৩১টি বালুমহাল ইজারার মাধ্যমে প্রায় ১৪ দশমিক ৯৩ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়, যা আগের বছরের তুলনায় প্রায় ৯ দশমিক ৯০ কোটি টাকা বেশি। অন্যদিকে, গত এক বছরে অবৈধ বালু ও মাটি উত্তোলন রোধে ৫৬টি মোবাইল কোর্ট পরিচালনা করে জেলা প্রশাসন। এসব অভিযানে ৭৪টি মামলায় ২৫ জনকে কারাদণ্ড এবং ৩৪ দশমিক ৭৪ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মবিশ্বাস হারিয়ে ছুটি চাইলেন বার্সা ডিফেন্ডার

খালেদা জিয়াকে সহায়তা দিতে প্রস্তুত ভারত : মোদি

বন্ধুকে কুপিয়ে হত্যার কারণ জানালেন অস্ত্র হাতে থানায় যাওয়া যুবক

প্রাইভেটকারচাপায় প্রাণ গেল সাবেক ইউপি সদস্যের

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে গভীর উদ্বেগ নরেন্দ্র মোদির

আরব আমিরাতে অনলাইনে ভোটার নিবন্ধন শুরু, প্রবাসীদের উচ্ছ্বাস

টিউলিপ সিদ্দিকের রায় নিয়ে যা বলছে লেবার পার্টি

সিলেট নয় ঢাকাতেই শুরু হবে বিপিএল

খালেদা জিয়ার জানের সাদকা হিসেবে ছাগল দান বিএনপি নেতা আজাদের

নগরজুড়ে আতঙ্ক, চট্টগ্রামে ফের মাথাচাড়া দিচ্ছে অপরাধীরা

১০

রাজশাহীতে জিয়া পরিষদের সভাপতি ড. নেছার উদ্দিন ও সম্পাদক সালাউদ্দিন

১১

গাড়িতে মাথা ঘোরা-বমি ভাব? সাহায্য করবে আইফোনের এই গোপন ফিচার

১২

এভারকেয়ার হাসপাতালে নিরাপত্তা জোরদার

১৩

আদালতে হাজির হলেন নেতানিয়াহু

১৪

জুলাই আন্দোলনে বাঁধা, নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৬ জনকে শাস্তি

১৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান

১৬

বেগম খালেদা জিয়া / গৃহিণী থেকে দেশনেত্রী এবং জাতির আত্মগৌরবের এক অনিবার্য প্রতীক

১৭

নভেম্বরে এলো ৩৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স

১৮

খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা

১৯

রোটারি ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেটের ব্যবসায়িক আইডিয়া প্রতিযোগিতা

২০
X