চট্টগ্রাম জেলা প্রশাসন সবসময় জনগণের কল্যাণেই কাজ করে যাচ্ছে। জনগণের সেবাকেই আমরা বেশি প্রাধান্য দিয়ে কাজ করছি। জনসেবামূলক কোনো কাজে কেউ অবহেলা করলে তাকে আমরা শাস্তির আওতায় আনছি। এ ছাড়া চট্টগ্রামের আইনশৃঙ্খলা, নাগরিক নিরাপত্তা ও বাজার সিন্ডিকেট ভাঙাসহ নানা খাতে কাজ করছি।
বাজারে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে বিশেষ মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। অসাধু ব্যবসায়ীরা মজুত বা কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা এবং প্রয়োজন হলে লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কঠোর ঘোষণা—আইন অমান্যকারী, অনিয়মকারী ও জনগণের ক্ষতি সাধনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। কারও প্রভাব বা পরিচয় দেখে নয়, বরং আইন ও ন্যায়ের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসনের প্রতিটি কর্মকাণ্ডে স্বচ্ছতা, সুষ্ঠু ব্যবস্থাপনা ও জবাবদিহি নিশ্চিত করতে নানা উদ্যোগ এরই মধ্যে কার্যকর করা হয়েছে। কারণ আমরা মনে করি, জনগণই আমাদের শক্তি। তাই জনগণের আস্থা ও অংশগ্রহণ নিয়েই আমরা একটি সুশৃঙ্খল, নিরাপদ ও ন্যায়ভিত্তিক চট্টগ্রাম গড়ে তুলব।
ভূমি দস্যুদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে এরই মধ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারি ও ব্যক্তিগত জমি দখলকারীদের উচ্ছেদ করতে নিয়মিত সাঁড়াশি অভিযান পরিচালিত হবে। এখানে কাউকে ছাড় বা ছেড়ে দেওয়া হবে না।
সমাজে সুস্থ ও সুষ্ঠু বিনোদনের ধারা বজায় রাখতে প্রশাসন ইতিবাচক উদ্যোগ নিচ্ছে, যাতে তরুণ প্রজন্ম অপরাধ প্রবণতা, নৈতিক অবক্ষয় এবং মাদকের মতো মরণ নেশা থেকে দূরে থাকে। সবাইকে বলব, সবাই যেন সুষ্ঠু ও সুস্থ সংস্কৃতির চর্চা করে।
মন্তব্য করুন