দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্ষীয়ান রাজনীতিবিদ আমিনুল হকের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় নজিপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নামাজের প্রথম জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি লক্ষ্মণ পাড়ায় দ্বিতীয় জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রবীণ এই রাজনীতিবিদকে এক নজর দেখা ও জানাজায় শরিক হওয়ার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে। জানাজার আগে তার জীবন নিয়ে স্মৃতিচারণ করেন পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরী, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী প্রমুখ। এর আগে শুক্রবার বিকেলে লাশবাহী গাড়ি নজিপুর বাসভবনে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যুতে নির্বাচন কমিশন শুক্রবার বিকেলে নওগাঁ-২ আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন।