ছোট পর্দার মেধাবী অভিনেত্রী স্বর্ণলতা দেবনাথ। ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করছেন তিনি। সময়ের সঙ্গে সঙ্গে অভিনয়ে এখন অনেকটাই পরিপূর্ণ তিনি। তবে নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে চান না তিনি। নিজেকে মনে করেন শিক্ষানবিশ। এরই মধ্যে স্বর্ণলতা নাম লিখিয়েছেন নতুন একটি ধারাবাহিকে। যার শিরোনাম ব্রোকেন ফ্যামিলি। নতুন ধারাবাহিকে অভিনয় নিয়ে স্বর্ণলতা বলেন, নাটকটির গল্প চমৎকার। ধারাবাহিক নাটকের গল্প ভালো না হলে দর্শক ধরে রাখা মুশকিল। সেই জায়গা থেকে এ নাটকের গল্পই বড় শক্তি। এ ছাড়া নির্মাতার মুনশিয়ানা তো আছেই। সবকিছু মিলিয়ে দুর্দান্ত একটি কাজ হয়েছে।
এ সময় নতুন নাটকে নিজের চরিত্র নিয়েও কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, আমি এরই মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করেছি। তার মধ্যে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতাও রয়েছে আমার। তবে ব্রোকেন ফ্যামিলি নাটকে আমি যে চরিত্রে অভিনয় করেছি, তা আগে কখনো করা হয়নি। এজন্য নাটকটি আমার জন্য স্পেশাল। আশা করছি কাজটি দর্শকদের ভালো লাগবে।
এই নাটকের গল্প লিখেছেন রাজীবুল ইসলাম রাজীব। এটি পরিচালনা করেছেন নাসির উদ্দিন মাসুদ। নাটকটি শিগগির দেশের একটি বেসরকারি চ্যানেলে ধারাবাহিক আকারে প্রচার করা হবে।