মহিউদ্দিন মাহি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ০১:৫২ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৫:৫৮ পিএম
প্রিন্ট সংস্করণ

হলিউডের স্বাধীনতা আপনাকে দায়িত্বশীল করে দেবে : মিলন

হলিউডের স্বাধীনতা আপনাকে দায়িত্বশীল করে দেবে: মিলন । ছবি তুলেছেন রনি বাউল
হলিউডের স্বাধীনতা আপনাকে দায়িত্বশীল করে দেবে: মিলন । ছবি তুলেছেন রনি বাউল

আনিসুর রহমান মিলন। নামটা দেশের মঞ্চ, টিভি নাটক, ওটিটি ও সিনেমার সঙ্গে খুব শক্তভাবে জড়িয়ে আছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার ছিল প্রচণ্ডরকমের ভালোবাসা। স্বপ্ন দেখতেন একদিন দেশের প্রতিষ্ঠিত একজন অভিনেতা হবেন। সেই স্বপ্ন পূরণে অভিনয়ের প্রতিটি ক্ষেত্রে নিজেকে প্রমাণ করেছেন নির্মাতাদের চাহিদা মতো। হয়েছেন সফলও। নায়ক থেকে খলনায়ক, সব চরিত্রেই দিয়েছেন দক্ষতার প্রমাণ। দেশের গণ্ডি পেরিয়ে এবার এই অভিনেতা নাম লিখিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় সিনেমা ইন্ডাস্ট্রি হলিউডে। নির্মাতা আসিফ আকবরের ‘বনইয়ার্ড’ সিনেমার মাধ্যমে স্ক্রিন শেয়ার করেছেন মেল গিবসনের মতো বিখ্যাত অভিনেতার সঙ্গে। সিনেমাটি ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। হলিউড জার্নি ও সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতার গল্প শোনালেন কালবেলার কার্যালয়ে। লিখেছেন- মহিউদ্দিন মাহি

দীর্ঘদিন ধরে আপনি আমেরিকায় অবস্থান করছেন। এখন সেখানকার সিনেমায় কাজ করছেন। এমআর নাইন সিনেমা দিয়ে হলিউডে অভিষেক। এবার ‘বনইয়ার্ড’। অভিজ্ঞতা কেমন?

দারুণ অভিজ্ঞতা। হলিউডে এটি আমার দ্বিতীয় সিনেমা। প্রথম কাজটি করার সময় আমি একটু নার্ভাস ছিলাম। তবে এবারের কাজটি আমাকে অনেক বেশি পরিণত করেছে। একটি বিষয় বলি। আপনি হলিউড ইন্ডাস্ট্রিতে যখন কাজ করবেন। তখন আপনি আপনার সেরাটি দিতে বাধ্য। এর কারণ হচ্ছে হলিউডের কাজের স্বাধীনতা আপনাকে দায়িত্বশীল হতে বাধ্য করবে। সেখানে শুটিং সেটে আপনাকে কোনও ধরনের প্রেশার নিতে হবে না। আপনার কখন কী প্রয়োজন। সেটি তারাই লক্ষ্য রাখবে। কোন কস্টিউম আপনাকে মানাবে, কী খাবার খেলে আপনি সতেজ থাকবেন। এমন বিষয়গুলোতেও তাদের শতভাগ নজর থাকবে। তাই আপনি শুটিং সেটে অভিনয় ছাড়া অন্য কিছু ভাবতেই পারবেন না।

সিনেমায় আপনার চরিত্র?

‘বনইয়ার্ড’-এ আমি ছোট একটি চরিত্রে অভিনয় করেছি। তবে একটি বিষয় জানিয়ে রাখা ভালো। সেটি হচ্ছে সেখানে কোনও চরিত্রই ছোট চরিত্র না। প্রতিটি চরিত্রই সেখানে গুরুত্বপূর্ণ। এখানে অনেকগুলো চরিত্র আছে যাদের কোনও সংলাপও নেই। কিন্তু সিনেমায় তারাও গুরুত্বপূর্ণ।

হলিউড ইন্ডাস্ট্রিতে নিয়মিত হবার ইচ্ছা আছে?

অবশ্যই আছে। সেখান সবাইতো কাজ করতে চায়। আমি একজন অভিনেতা আমিও চাই। হলিউডে নিয়মিত হবার জন্য আমি ইতোমধ্যেই ফিল্ম অ্যান্ড সিনেমা স্ট্যাডিসের ওপর পড়াশোনা শুরু করেছি। তবে সেখানে টিকে থাকতে আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে। নিজেকে প্রমাণ না করতে পারলে কেউ আপনাকে ডাকবে না।

হলিউডের কিংবদন্তি অভিনেতা ও পরিচালক মেল গিবসন। তার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ... তখনকার অনুভূতি?

এই অনুভূতি প্রকাশ করা আসলেই কঠিন। আমি আগেই বলেছি। আমার চরিত্র খুবই ছোট। কিন্তু তাতে আমি একটুও হতাশ নই। কারণ সিকোয়েন্সটা ছিলো কিংবিদন্তির সঙ্গে। সেই সুযোগটা আমি কোনোভাবেই হারাতে চাইনি। আমি শুধু এটুকুই ভেবেছি। তার সঙ্গে স্ক্রিন শেয়ারের সুযোগ জীবদ্দশায় আর কোনোদিন পাবো না।

সিনেমা নির্মাণের ক্ষেত্রে তারা যে বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়?

প্রফেশনালিজম। এখানে তারা একটুও কম্প্রোমাইজ করে না। সেখানে যার যার কাজ তার তার। একজনের কাজ নিয়ে আরেকজনের কোনও মাথা ব্যথা নেই, সমালোচনা নেই। সবাই নিজের সেরাটি দেওয়ার জন্য ব্যস্ত। যার জন্য হলিউডের কাজগুলো যেমন পরিচ্ছন্ন, তেমনই দর্শকপ্রিয়।

এখন তো আমেরিকাতেই আপনি নিয়মিত বসবাস করছেন। দেশের সিনেমা নিয়ে সেখানে কিছু করার ইচ্ছা আছে?

অবশ্যই আছে। এরই মধ্যে কিছু পদক্ষেপ নিয়েছি। বাংলাদেশের সিনেমা নিয়ে আমার বিশ্ব মঞ্চে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। যার জন্য আপাতত নেটওয়ার্কিং নিয়ে কাজ করছি। আশা করছি ২ বছরের মধ্যে একটা স্থান তৈরি করতে পারবো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই অর্ধলাখের বেশি বেতনে চাকরির সুযোগ

ডিএমপির বোম ডিসপোজাল ইউনিটের উচ্চতর প্রশিক্ষণ সম্পন্ন

হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা

চ্যাটজিপিটির ভুল তথ্যে বিপাকে পড়লেন তরুণী

ইসলামী আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

ইউরোপ জাপান কোরিয়ায় শ্রমিক পাঠানো নিয়ে ‘সুখবর’ দিলেন আসিফ নজরুল

জুলাই সনদের মতামত জমাদানের সময় বাড়ল

অসুস্থ মেয়ের জন্য ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন গাজার সাবেক খেলোয়াড়

দিল্লিতে মাথায় চুল গজানোর চেষ্টায় ঢাকার সাবেক পলাতক এমপি

কালিগঞ্জে হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ, পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ

১০

রাকসুর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, মনোনয়ন বিতরণ ২৪ আগস্ট

১১

টয়লেটে বসে দীর্ঘ সময় কাটান? যে ভয়াবহ রোগের ঝুঁকির কথা বলছেন বিশেষজ্ঞরা

১২

শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে স্মৃতিচারণ করলেন বাঁধন 

১৩

বেতন বৃদ্ধির দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের মেহেরপুরে পৌরসভা ঘেরাও

১৪

বিশ্ব মশা দিবস / মশা দমনে সচেতনতাই আনবে কাঙ্ক্ষিত সফলতা

১৫

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

চার্টার্ড সেক্রেটারি : ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী এক পেশা 

১৭

সিজিএসের সংলাপে বক্তারা / রাজউক দুর্নীতিমুক্ত না হলে ঢাকা বাঁচবে না

১৮

যাদের নিয়ে উমামার প্যানেল ঘোষণা

১৯

বিয়ের পর স্বাস্থ্য ও ভুঁড়ি বাড়ে কেন? যা বলছেন পুষ্টিবিদ

২০
X