রাজু আহমেদ
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৩:৩৮ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

অখুশি নন তমা

অখুশি নন তমা

ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা। ‘সুড়ঙ্গ’ সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে। একসময়ের বাণিজ্যিক ফর্মুলার এই নায়িকা ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে হয়েছেন আলোচিত। ব্যক্তিজীবনে তমা ঘুরতে ভীষণ পছন্দ করেন। সুযোগ পেলেই পরিবারসহ বিশ্বের বিভিন্ন দেশে ঘুরতে যেতে চান তিনি। তবে অভিনেত্রী বেশি পছন্দ করেন সিলেটের চা বাগান ও কক্সবাজারের সমুদ্রসৈকত।

তবে ব্যক্তিজীবনে বেশ অগোছালো তিনি। সে কারণেই নানা সময়ে মায়ের শাসন ও বকা খেতে হয় তাকে। তিনি এ নিয়ে কখনোই অখুশি নন। এ তারকা মনে করেন, সন্তান যত বড়ই হয়ে যাক না কেন, পারিবারিক শাসন সব বয়সেই প্রয়োজন। নিজের কাজ ও ব্যক্তি জীবন নিয়ে কালবেলার সাপ্তাহিক আয়োজন তারাবেলায় কথা বলেন এই নায়িকা।

অভিনয়ের বাইরে তমার সময় কাটে হানির (পোষ্য বেড়াল) সঙ্গে। তিনি মনে করেন, এই একটা বিষয় তাকে অনেক শান্তি দেয়। তবে এর বাইরে অভিনেত্রী লুডু খেলতেও পছন্দ করেন। সামাজিক মাধ্যমে সময় না দিয়ে লুডু বা এ ধরনের খেলার মধ্যে এক ধরনের প্রশান্তি কাজ করে তার।

সিনেমা ও কাজ নিয়ে কথা বলতে গিয়ে নায়িকা তার পরিবার নিয়ে কথা বলেন। জানান, তার মা এখনো তাকে শাসন করেন। ছোটবেলায় পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য যেমন মায়ের মার ও বকা খেয়েছেন, তেমনি এখনো অগোছালো জীবনের জন্য কড়া শাসনের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। অভিনেত্রী বলেন, ‘হয়তো বিয়ের পর আমি যখন মা হবো, তখনো আমার মায়ের শাসন এমনই থাকবে।’ প্রতিটি পরিবারেই বাবা-মায়ের শাসন থাকা জরুরি। এতে করে সন্তানরাও ভালো থাকে বলেও মনে করেন এই অভিনেত্রী।

এদিকে পরিচালক রায়হান রাফীর সঙ্গে তার প্রেমের গুঞ্জনও

আলোচনায় রাখে এই পরিচালক-নায়িকা জুটিকে। পর্দার আড়ালে

প্রেমের খবর ডালপালা মেলেছিল তাদের সোশ্যাল মিডিয়ায় করা

পোস্ট ক্যাপশন ও মন্তব্য দেখেই। তবে এই অভিনেত্রী প্রথম প্রেমপত্র পান ষষ্ঠ শ্রেণিতে পড়াকালীন। কোনো এক ছেলে অভিনেত্রীর বাবার হাতে প্রেমপত্র পাঠিয়েছিলেন।

সে চিঠির জবাবে কিছুই বলেননি নায়িকা। এরপর আবারও কেউ

একজন তাকে জনপ্রিয় একটি গান ‘আমারও পরাণও যাহা চায়’ লিখে পাঠান।

তমা মজা করেই সে চিঠি নিয়ে বলেন, ‘আমাকে এ গান কেন লিখে পাঠালেন?

বললে আমি নিজেই গেয়ে শোনাতে পারতাম।’

প্রেম নিয়ে কথা বলতে গিয়ে উঠে আসে তার বর্তমান প্রেম ও বিয়ের কথা।

তমা জানান, রাফীর সঙ্গে তার প্রেম বা এমন কিছুই নেই। তারা বন্ধুত্বের

সম্পর্কটাকেই উপভোগ করছেন। প্রেম বা বিয়ে নিয়ে দুজনের কেউই

ভাবছেন না। তমা তার ক্যারিয়ারে একাধিক কাজ করলেও পছন্দের তালিকায় রয়েছে

রায়হান রাফী পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’।

এরপর আরও কাজ করলেও ‘সুড়ঙ্গ’ সিনেমা তাকে পৌঁছে দেয় ক্যারিয়ারের

সাফল্যের চূড়ায়। কাজ নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘এমনিতে আমি

হাসিখুশি থাকলেও শুটিং সেটে বসে খুব সিরিয়াস থাকতে চেষ্টা করি।

আমার কারণে কারও সমস্যা না হয় বা কেউ কাজের মনোযোগ হারাক, সেটাও

চাই না একেবারেই।’

ফের রায়হান রাফীর একটি সিনেমায় আফরান নিশোর বিপরীতে

দেখা যাবে তমাকে।

এমন একটি গুঞ্জন চাউর হলেও অফিশিয়াল বক্তব্য দেননি তারা কেউই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়কে ঝরল কোরআনে হাফেজের প্রাণ

অল্পের জন্য প্রাণে বাঁচলেন তরুণ-তরুণী

যমুনা ফিউচার পার্কের সামনে মোবাইল ব্যবসায়ীদের অবরোধে তীব্র যানজট

প্রক্সি দিয়ে চাকরি, যোগদানের সময় আটক রবিউল

বগুড়ায় এনসিপির ১১০ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

দলের নির্ধারিত ব্যক্তি ছাড়া কারও কথায় কান দেবেন না : ডা. জাহেদ

আবাসিক এলাকায় শুঁটকি উৎপাদন, স্থানীয়দের ভোগান্তি

চবিতে ফের ভুয়া শিক্ষার্থী শনাক্ত

আয়ারল্যান্ড ম্যাচে বিশ্ব রেকর্ড গড়লেন তানজিদ তামিম

কলেজের ভবন দখল করে থাকছেন শিক্ষকরা, শ্রেণিকক্ষেই কোচিং বাণিজ্য

১০

খালেদা জিয়ার চিকিৎসায় চীনের পর এবার যুক্তরাজ্য থেকে আসছে বিশেষজ্ঞরা

১১

অস্ত্র হাতে গুলি ছোড়া সেই জামায়াত কর্মী গ্রেপ্তার

১২

মুস্তাফিজ-রিশাদের বোলিং তোপে ১১৭-তে অলআউট আয়ারল্যান্ড

১৩

ঘরোয়া উপায়ে বিদায় করুন ছারপোকা

১৪

সিংহের খাঁচায় ঢুকে করুণ পরিণতি যুবকের

১৫

দাম বাড়ল এলপিজির 

১৬

পাইপ ফেটে হু হু করে বের হচ্ছে তেল, তুলতে হুড়োহুড়ি

১৭

এবার লটারিতে দেশের ৫২৭ থানার ওসি পদায়ন

১৮

খালেদা জিয়ার নিরাপত্তায় এভারকেয়ারে এসএসএফ সদস্যরা

১৯

আইপিএল বাদ দিয়ে পিএসএল খেলার সিদ্ধান্ত তারকা ক্রিকেটারের

২০
X