রাহিদা লগ্না। এ প্রজন্মের একজন প্রতিভাবান কণ্ঠশিল্পী। গান গেয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন অনেক আগেই। সংগীত অঙ্গনে সরব উপস্থিতি তার। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও লগ্নার গান প্রশংসিত হয়ে আসছে। বিভিন্ন টেলিভিশন, রেডিও ও মঞ্চে নিয়মিত গান গাইছেন এ সংগীতশিল্পী। বর্তমানে লগ্না গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় এখনো সেভাবে ব্যস্ততা বাড়েনি স্টেজ শোয়ের। তাই দেশের বেসরকারি টেলিভিশনগুলোতে নিয়মিত গানের অনুষ্ঠানে দেখা যাচ্ছে তাকে। দেশের সার্বিক পরিস্থিতি আবারও স্বাভাবিক হলে স্টেজে ফেরার আশা ব্যক্ত করেন লগ্না।
এদিকে লগ্নার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফেক আইডি ঘুরে বেড়াচ্ছে, যা নিয়ে বিব্রত এ শিল্পী। বলেন, ‘প্রায় একযুগ থেকে কিছু অসাধু মহল আমার ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি খুলে অসৎ কাজ করে বেড়াচ্ছে।
যার দায়ভার আমি নেব না। এ ব্যাপারটা এতই বেশি করে ফেলেছে, যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি আমার দর্শকদের বলব, এসব ফেক আইডি থেকে দূরে থাকুন; না হলে সমস্যা আপনারই হবে এবং যারা এসব করছে, আমি ভবিষ্যতে আরও কঠোরভাবে আইনগত পদক্ষেপ
নেব ইনশাআল্লাহ।’