রাজু আহমেদ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৩:২১ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

নাটকে কাজ করতে বেশি ভালো লাগে : শশী আফরোজা

অভিনেত্রী শশী আফরোজা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী শশী আফরোজা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী শশী আফরোজা। দীর্ঘ সময় ধরে নাটক ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করছেন তিনি। তার অভিনীত নাটকের সংখ্যা ৪০০-এর বেশি। কাজ করেছেন চলচ্চিত্রেও। আছে বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতাও। তবে নাটকে কাজ করতেই বেশি ভালো লাগে তার।

এ নিয়ে শশী বলেন, ‘নাটকের মাধ্যমে আমার অভিনয় ক্যারিয়ার শুরু। এরপর বিজ্ঞাপন, তারপর সিনেমায় কাজের অভিজ্ঞতা হয়েছে। তবে আমার কাছে নাটকে কাজ করতে বেশি ভালো লাগে। এর কারণ হচ্ছে, নাটকে অভিনয়ের জায়গা বেশি পাচ্ছি। এখানে নিজেকে প্রমাণের সুযোগ থাকে। যেটি বিজ্ঞাপনে কম আর সিনেমা তো মাত্র শুরু করলাম, এখনো সেভাবে চরিত্র পাইনি। সামনে ভালো চরিত্র পেলে তখন হয়তো ভালোভাবে বলতে পারব বড় পর্দায় কাজের ভালো লাগার কথা। এখন যেহেতু নাটক নিয়েই ব্যস্ত আছি, তাই এখানে কাজ করতেই ভালো লাগছে।’

অভিনয় নিয়ে শশীর পরিকল্পনা রয়েছে। তিনি পার্শ্বচরিত্রে নিজেকে আরও পরিপক্বভাবে গড়ে তুলতে চান এবং একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে বেঁচে থাকতে চান। নিয়মতি কাজ করতে চান ওটিটি প্ল্যাটফর্মেও।

এ বিষয়ে শশী বলেন, ‘যেহেতু অভিনয় আমি পেশা হিসেবে নিয়েছি, সেহেতু মন দিয়েই কাজটি করতে চাই। যে কারণে ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। কারণ ভালো গল্প ছাড়া ভালো অভিনয় হয় না। আর এখন যেহেতু ওটিটি প্ল্যাটফর্মেও কাজের সুযোগে আছে, তাই নিজেকে অভিনয়ের জন্য ভালোভাবে গড়তে পারলে, ভালো চরিত্রে কাজের সুযোগ এমনিই আপনার কাছে চলে আসবে। এরই মধ্যে আমি ওটিটিতেও কাজ করেছি। সামনে আরও কাজ

করতে চাই।’

শশী অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘আসেন ছ্যাঁকা খাই’, ‘রূপকথা’, ‘তোমায় আমায় মিলে’, ‘তোমার অপেক্ষায়’ ও ‘বিউটি কুইন’, ‘জীবনের চুক্তিনামা’সহ আরও অনেক। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ‘হাইড অ্যান্ড সিক’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘খোদাহাফেজ’ সিনেমা। এটি পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। তা ছাড়া তিনি ‘নবাব এলএলবি’, ‘কসাই’, ‘কাগজ: দ্য পেপার’ ও ‘রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা থেকে আ.লীগের ৭ নেতা-কর্মী গ্রেপ্তার 

মোটরসাইকেল চুরির ২০ দিন পর পাম্পে তেল নিতে এসে ধরা!

ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ দিচ্ছে প্রাণ গ্রুপ

সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বাছাই করলেন সিকান্দার রাজা

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 

সড়ক দুর্ঘটনায় কাতারের ৩ কূটনীতিক নিহত

যেভাবে ধরা পড়লেন প্রেমিকাকে ‘ধর্ষণ’ করা সেই ২ যুবক

জামায়াতে নামাজ পড়ে বাইসাইকেল উপহার পেল ২৬ শিক্ষার্থী

সেনাবাহিনীকে নিয়ে যা বললেন জামায়াত আমির

যমুনা গ্রুপে বড় নিয়োগ

১০

বিশ্বকাপের সময় পরিবর্তনের ইঙ্গিত

১১

মসজিদে গিয়ে বিপাকে সোনাক্ষী 

১২

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী ডায়ান কিটন

১৩

বিয়ে কবে হতে পারে জানালেন ইশরাকের হবু স্ত্রী

১৪

পাকিস্তান-আফগানিস্তান কার সামরিক শক্তি কেমন

১৫

চট্টগ্রাম-৭ আসনে জামায়াতের নতুন প্রার্থীর নাম ঘোষণা

১৬

পাচারকালে ৩৮০ বস্তা সরকারি চাল জব্দ

১৭

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে নিয়ে বড় দুঃসংবাদ

১৮

রোমের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা

১৯

জিসানের মাটিচাপা মরদেহ মিলল প্রতিবেশীর উঠানে

২০
X