রাজু আহমেদ
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৩:২১ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

নাটকে কাজ করতে বেশি ভালো লাগে : শশী আফরোজা

অভিনেত্রী শশী আফরোজা। ছবি: সংগৃহীত
অভিনেত্রী শশী আফরোজা। ছবি: সংগৃহীত

অভিনেত্রী শশী আফরোজা। দীর্ঘ সময় ধরে নাটক ইন্ডাস্ট্রিতে নিয়মিত কাজ করছেন তিনি। তার অভিনীত নাটকের সংখ্যা ৪০০-এর বেশি। কাজ করেছেন চলচ্চিত্রেও। আছে বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতাও। তবে নাটকে কাজ করতেই বেশি ভালো লাগে তার।

এ নিয়ে শশী বলেন, ‘নাটকের মাধ্যমে আমার অভিনয় ক্যারিয়ার শুরু। এরপর বিজ্ঞাপন, তারপর সিনেমায় কাজের অভিজ্ঞতা হয়েছে। তবে আমার কাছে নাটকে কাজ করতে বেশি ভালো লাগে। এর কারণ হচ্ছে, নাটকে অভিনয়ের জায়গা বেশি পাচ্ছি। এখানে নিজেকে প্রমাণের সুযোগ থাকে। যেটি বিজ্ঞাপনে কম আর সিনেমা তো মাত্র শুরু করলাম, এখনো সেভাবে চরিত্র পাইনি। সামনে ভালো চরিত্র পেলে তখন হয়তো ভালোভাবে বলতে পারব বড় পর্দায় কাজের ভালো লাগার কথা। এখন যেহেতু নাটক নিয়েই ব্যস্ত আছি, তাই এখানে কাজ করতেই ভালো লাগছে।’

অভিনয় নিয়ে শশীর পরিকল্পনা রয়েছে। তিনি পার্শ্বচরিত্রে নিজেকে আরও পরিপক্বভাবে গড়ে তুলতে চান এবং একজন প্রতিষ্ঠিত অভিনেত্রী হিসেবে দর্শকদের হৃদয়ে বেঁচে থাকতে চান। নিয়মতি কাজ করতে চান ওটিটি প্ল্যাটফর্মেও।

এ বিষয়ে শশী বলেন, ‘যেহেতু অভিনয় আমি পেশা হিসেবে নিয়েছি, সেহেতু মন দিয়েই কাজটি করতে চাই। যে কারণে ভিন্ন ভিন্ন গল্প ও চরিত্রে নিজেকে দর্শকের সামনে উপস্থাপন করতে চাই। কারণ ভালো গল্প ছাড়া ভালো অভিনয় হয় না। আর এখন যেহেতু ওটিটি প্ল্যাটফর্মেও কাজের সুযোগে আছে, তাই নিজেকে অভিনয়ের জন্য ভালোভাবে গড়তে পারলে, ভালো চরিত্রে কাজের সুযোগ এমনিই আপনার কাছে চলে আসবে। এরই মধ্যে আমি ওটিটিতেও কাজ করেছি। সামনে আরও কাজ

করতে চাই।’

শশী অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘আসেন ছ্যাঁকা খাই’, ‘রূপকথা’, ‘তোমায় আমায় মিলে’, ‘তোমার অপেক্ষায়’ ও ‘বিউটি কুইন’, ‘জীবনের চুক্তিনামা’সহ আরও অনেক। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মে ‘হাইড অ্যান্ড সিক’ ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘খোদাহাফেজ’ সিনেমা। এটি পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। তা ছাড়া তিনি ‘নবাব এলএলবি’, ‘কসাই’, ‘কাগজ: দ্য পেপার’ ও ‘রিভেঞ্জ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চা খেয়ে ফিরছিলেন চার বন্ধু, একে একে প্রাণ গেল তিনজনের

বিশাল এক ইলিশ ১৪ হাজারে বিক্রি

পিকনিকের কথা বলে ডেকে নিয়ে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪

রাফিনিয়ার ফেরায় বদলে গেছে বার্সা—ফ্লিকের ভাগ্যও!

খালেদা জিয়ার আরোগ্য কামনায় রমনা কালী মন্দিরে বিশেষ প্রার্থনা

খালেদা জিয়ার সুস্থতার জন্য কোরআন খতম ও দোয়া

উইন্ডোজ হালনাগাদ করে বিপাকে ব্যবহারকারীরা, যা করণীয়

সময় কাটছে আনন্দে

এবার ৮ ডাক্তারকে সুখবর দিল বিএনপি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনার আহ্বান আমিনুল হকের

১০

সীমান্তে হত্যা বন্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার আহ্বান চাকসুর

১১

বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসার রাজনীতি করেননি : মঈন খান

১২

গহরপুর জামিয়ার ‘পথিকৃৎ শিক্ষক সম্মাননা’ বৃহস্পতিবার

১৩

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ বাড়াতে যে পরামর্শ দিলেন তথ্যসচিব

১৪

মুক্তিযুদ্ধ নিয়ে ডাকসু নেত্রীর পোস্ট, ছাত্রদলের প্রতিক্রিয়া

১৫

বিশ্বকাপ ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী আর্জেন্টিনার ‘বাজপাখি’

১৬

ময়মনসিংহে ৮ দলের সমাবেশ ঘিরে তৎপর প্রশাসন

১৭

অনুমতি ছাড়া স্টেডিয়ামে হেলিকপ্টারের অবতরণ, সমালোচনার ঝড়

১৮

সাপ দেখে ভয়ে টেবিলে উঠে পড়লেন ব্যাংক কর্মীরা

১৯

গোলাপ শাহ্ মাজারের দান বাক্সে মিলল সাড়ে ৫৬ লাখ টাকা

২০
X