

অন্তর্বর্তী সরকার লিবিয়ায় রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. হাবীব উল্লাহকে নিয়োগ দিয়েছে।
মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে এবং দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে তা কার্যকর হবে। মেজর জেনারেল হাবীব উল্লাহকে বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত করা হয়েছে। তার লিবিয়ায় যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
লিবিয়া দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটে জর্জরিত। অভ্যন্তরীণ সংঘাত, আন্তর্জাতিক হস্তক্ষেপ এবং অভিবাসন সংকট দেশটির পরিস্থিতিকে জটিল করে তুলেছে। এই প্রেক্ষাপটে একজন সামরিক কর্মকর্তাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে লিবিয়ায় বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন, যাদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় দূতাবাসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন। সর্বশেষ সেনা কল্যাণ সংস্থা ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
মন্তব্য করুন