বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো থেকে সেরা সিনেমা বাছাই করে ২১টি ক্যাটাগরিতে পুরস্কার দেবে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার সঙ্গে যৌথ আয়োজনে এ পুরস্কার দেওয়া হবে। ‘চলচ্চিত্রের সম্ভাব্য সুদিনে আসুন মিলনের বন্ধনে এক হই’—এ প্রতিপাদ্যে প্রথমবারের মতো সমিতির সদস্য ও ওয়েব ফিল্ম পরিচালকদের উৎসাহ দিতেই এ পুরস্কারের আয়োজন।
শনিবার এফডিসিতে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ, সাধারণ সম্পাদক শাহীন সুমন ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন। পুরস্কার আয়োজনটির আহ্বায়কের দায়িত্বে থাকবেন পরিচালক সমিতির সাংগঠনিক সচিব শাহীন কবির টুটুল।
কাজী হায়াৎ বললেন, ‘পরিচালক সমিতি ও এটিএন বাংলা মিলে আমরা দারুণ একটি উদ্যোগ নিয়েছি। আশা করি আমরা সফল হব।’
ড. মাহফুজুর রহমানের ভাষ্য, ‘এটিএন-বিএফডিএ অ্যাওয়ার্ড শুরু হলো। এটি যুগ যুগ ধরে চলবে। এ পুরস্কার আর কোনো দিন থামবে না। আপনাদের দায়িত্ব হলো—আপনারা শুধু ভালো ছবি বাছাই করে আমাদের দেবেন। আমরা যাচাই করে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব।’
এ আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, মাসুদ পারভেজ সোহেল রানা, অরুণা বিশ্বাস, রোজিনা, নিরব, পরিচালক শাহ আলম কিরণ, জাকির হোসেন রাজু, মমতাজুর রহমান আকবরসহ অনেকেই। পুরো আয়োজনটি উপস্থাপনা করেন চিত্রনায়ক সাইমন সাদিক।
যে ২১টি ক্যাটাগরিতে দেওয়া হবে এই পুরস্কার—আজীবন সম্মাননা (পুরুষ), আজীবন সম্মাননা (নারী), শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খলঅভিনেতা, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ সংগীত পরিচালক, শ্রেষ্ঠ নৃত্য পরিচালক, শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (পুরুষ), শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) ও শ্রেষ্ঠ গীতিকার। ওয়েব ফিল্ম ক্যাটাগরিতে দেওয়া হবে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম, শ্রেষ্ঠ কাহিনিকার, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী।
মন্তব্য করুন