মহিউদ্দীন মাহি
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

সর্বোচ্চ গতিসীমা ১০ কিমি সামনে বাগধারা

সর্বোচ্চ গতিসীমা ১০ কিমি সামনে বাগধারা

‘সর্বোচ্চ গতিসীমা ১০ কিমি, সামনে বাগধারা’, এই ট্যাগ লাইনটি দিয়ে ২০১৩ সালের ডিসেম্বরের ১১ তারিখ দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করে দলটি। এরপর ১০ কিমি বেগে আস্তে আস্তে এগুতে থাকে ইয়াজদানীরা। বর্তমানে দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ডের তালিকায় একটি তারা।

এই ব্যান্ডের প্রথম গান ‘পথশিশু’। যেটি প্রকাশ পায় ২০১৬ সালের ১২ জানুয়ারি। সে বছরের ফেব্রুয়ারির ১৪ তারিখ আসে বাগধারার দ্বিতীয় গান ‘প্রতিচ্ছবি’ যেটি দর্শকশ্রোতাদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। অল্প সময়েই শ্রোতাদের ভালোবাসা নিয়ে চলতে থাকা দলটি তখন সিদ্ধান্ত নেয় প্রথম অ্যালবামের। শুরু হয় গান তৈরির কাজ। এরপর ২০২৪ সালের ৯ ফেব্রুয়ারি আসে তাদের প্রথম অ্যালবাম ‘পঁচিশ বছর’ এবং ২০২৪ জুড়ে এই অ্যালবামটি ব্যাপক শ্রোতাপ্রিয়তা লাভ করে।

এই অ্যালবামে শ্রোতাদের জন্য মোট ৯টি গান রাখা হয়। যার মধ্যে টাইটেল ট্রাক ‘পঁচিশ বছর’ ১০ কিমি বেগ ভুলে হাজার কিমিতে ছুটতে শুরু করে। ডিজিটাল প্ল্যাটফর্মে গানটি এখন পর্যন্ত কোটি বারের বেশি শোনা হয়েছে এবং মরমি শিল্পী আব্দুল আলীমকে ট্রিবিউট করা ‘এই যে দুনিয়া’ গানটি ১ কোটি ৭০ লাখের বেশিবার ইউটিউবে শোনা হয়েছে, যা অন্যান্য স্ট্রিমিং প্ল্যাটফর্ম মিলিয়ে ২ কোটির বেশিবার শুনে ফেলেছেন বাগধারার শ্রোতাবৃন্দ। ব্যান্ডটি এবার নিজেদের প্রথম অ্যালবামের এক বছরপূর্তি উদযাপন করতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। যার সুবাদে ব্যান্ডের শহর চট্টগ্রামে নিজেদের প্রথম সলো কনসার্টের আয়োজন করা হয়েছে। আগামী ৯ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে ‘শৈত্যপ্রবাহ-বাগধারা লাইভ এক্সপেরিয়েন্স’ শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হবে, যা নিয়ে পুরো দল উচ্ছ্বসিত।

নিজেদের প্রথম সলো কনসার্ট নিয়ে বাগধারার ক্রিয়েটিভ ডিজাইনার, ইভেন্ট প্ল্যানার ও ব্যান্ড ম্যানেজার রিদুয়ানুল ইসলাম মারুফ কালবেলাকে বলেন, ‘আমরা খুবই উচ্ছ্বসিত নিজেদের প্রথম সলো কনসার্ট নিয়ে। এমন একটি কনসার্টের জন্য আমরা ব্যান্ডের শুরু থেকে অপেক্ষায় ছিলাম, যেখানে আমরা শুধু নিজেদের গান গাইব। আমাদের ব্যান্ডের বেড়ে ওঠা চট্টগ্রাম শহরে, স্কুলের বন্ধুদের নিয়ে গড়া ব্যান্ডটি আজ ছড়িয়ে পড়েছে দেশের আনাচে-কানাচে। যেহেতু আমরা সবাই চট্টগ্রামে বড় হয়েছি, সেক্ষেত্রে আমাদের প্রথম সলো শোটি চট্টগ্রামে হওয়ায় আমরা আনন্দিত। নিজেদের শহরে, নিজেদের প্রথম সলো কনসার্ট এর চেয়ে ভালো লাগার আর কী হতে পারে। তবে এটাই শেষ নয়, আমাদের পরিকল্পনা আছে দেশের প্রতিটি বিভাগে একটি করে সলো কনসার্ট আয়োজন করা, যা নিয়ে এরই মধ্যে কাজ শুরু হয়েছে। আমাদের পরের একক কনসার্টটি হবে ঢাকায়।

বাগধারা এ পর্যন্ত দেশের ৩০টিরও বেশি জেলায় কনসার্ট করেছে। এর কারণ তাদের গানের জনপ্রিয়তা শহর থেকে শহরে ১০ কিমি বেগে ছড়িয়ে পড়ছে। তাইতো প্রথম অ্যালবামের সফলতার পর নিজেদের দ্বিতীয় অ্যালবাম নিয়ে ভাবছে দলটি, যার মধ্যে একটি গানের কাজ এর মধ্যে শেষ হয়েছে। এই অ্যালবামে ৯ থেকে ১০টির মতো গান থাকবে। তবে এ বছর নয় এটি আসবে ২০২৬ সালের প্রথম দিকে।

যা নিয়ে রিদুয়ানুল ইসলাম মারুফ আরও বলেন, ‘গত এক বছর আমরা দেশের অর্ধেকের বেশি জেলায় কনসার্ট করেছি, যা আমাদের ব্যান্ডের জন্য অবিশ্বাস্য ছিল। শ্রোতাদের এমন ভালোবাসা ধরে রাখতে আমাদের দ্বিতীয় অ্যালবামের কাজ শুরু করেছি। আশা করছি ভালো কিছু হবে এবং আমাদের শ্রোতারা এভাবেই আমাদের সঙ্গে থাকবেন।’ বাগধারার এই আয়োজনে অতিথি ব্যান্ড হিসেবে থাকবে ‘ওনড’।

এ সময় তাদের এমন ট্যাগ লাইন নিয়ে জানতে চাওয়া হলে, এক কথায় জানায়, ‘শ্রোতাদের একটি ভিন্ন ধরনের চিন্তায় নিয়ে যাওয়ার জন্যেই আমাদের এই ট্যাগ লাইন।’ স্কুলের বন্ধুদের নিয়ে যাত্রা শুরু করা এই ব্যান্ডের লাইনআপে মাঝে কিছুটা পরিবর্তন হয়। তাদের বর্তমান লাইনআপ : কাজী জোহাদ ইয়াজদানী (ভোকাল ও গিটার)। তাওকির তাজাম্মুল নিঃশব্দ (গিটারিস্ট ও প্রডিউসার)। জি এম ফারুক জনি (বেজিস্ট)। পান্থ সিংহ (ড্রামার)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিকলীতে যাত্রীবাহী ট্রলারে আগুন 

বিশ্বকাপের একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় রোনালদো

প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে সংকট কেটে গেছে : নুর

বিকেলের নাশতায় সহজেই বানিয়ে ফেলুন মজাদার চিকেন নুডলস

বিএনপিতে যোগ দিলেন ৮ ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য

প্রতিবন্ধী নাজনীনের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

গাজায় ধেয়ে আসছে প্রলয়ংকরী ঝড়, লাখ লাখ বাস্তুচ্যুতের আশঙ্কা

ধানক্ষেতে দাঁড়িয়ে যুবদল নেতার ‘রিভিউ’

রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

দুই চীনা নাগরিক পুলিশ হেফাজতে

১০

সন্ত্রাসী হামলায় আহত ৩ পুলিশ সদস্য

১১

ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে হাতিরঝিলে ম্যারাথন

১২

ঢাবির হলে ছাত্রদল নেতার মানচিত্র বিতরণ

১৩

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আর্জেন্টিনার

১৪

আ.লীগ নেতা আরাফাত গ্রেপ্তার

১৫

বরিশাল-১ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা

১৬

আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি না, জানালেন প্রধান উপদেষ্টা

১৭

প্রশাসনিক জটিলতায় স্থগিত জেমস-আলী আজমতের কনসার্ট

১৮

নুরাল পাগলের দরবারে হামলা : ২ মাস পর পরিবারের মামলা

১৯

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

২০
X