তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০২:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
মুখ খুলছেন না কেউ

রাজ-পরীদের আবার কী হলো

রাজ-পরীদের আবার কী হলো

কদিন আগেই ঘটা করে উদযাপিত হয়েছে ছেলে রাজ্যর জন্মদিন। এ উপলক্ষে ১৬ আগস্ট রাতে এক ছাদের নিচে সন্তানসহ সুন্দর একটি মুহূর্ত কেটেছে শরিফুল রাজ-পরী মণির। টেলিভিশন চ্যানেল গান বাংলার দুই কর্ণধার কৌশিক হোসেন তাপস-ফারজানা মুন্নী দম্পতির উদ্যোগে এই আয়োজন অনুষ্ঠিত হয়। ভক্তরাও এতে বেশ আপ্লুত হন। কারণ, প্রায় তিন মাস পর বিভেদ ভুলে এক হয়েছেন রাজ-পরী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একে-অন্যের বাহুডোরে আবদ্ধ ছবিও, বেশ হাসিখুশিই দেখা গেছে তাদের। সবাই ভেবে নিয়েছিলেন, অভিমান ভুলে আবারও এক হচ্ছেন এই তারকা দম্পতি। বিভিন্ন সংবাদমাধ্যমেও তুমুলভাবে প্রচার হয় এই সুখবর। তবে এই আনন্দ স্থায়ী হলো না রাজ-পরীর সংসারে! শুক্রবার রাতে আবারও ঝগড়া হয় এই দম্পতির মধ্যে। এ ঘটনার পরই তারাবেলার হাতে এসেছে রাজের একটি রক্তাক্ত ছবি। যেখানে দেখা যায় মাথায় আঘাতপ্রাপ্ত তিনি। এদিকে আবার শুক্রবার রাতে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন পরীমণি। জ্বরে আক্রান্ত হয়েছেন বলে গণমাধ্যমে জানান তিনি। তবে বিষয়টি নিয়ে দানা বেঁধেছে রহস্য। সূত্র বলছে, কথা-কাটাকাটির একপর্যায়ে রাজের মাথায় আঘাত করেছেন পরীমণি।

মাথায় জখম নিয়ে হাসপাতালে ভর্তি হন শরিফুল রাজ। কোথায়, কীভাবে, কখন এই জখম হয়েছে—তা জানতে চেয়ে অভিনেতার মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া দেননি তিনি। তবে জানা গেছে, তিনিও এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রাজের মাথায় চারটি সেলাই লেগেছে। চিকিৎসা নেওয়ার পর বাসায় ফিরে গেছেন তিনি। রাজের ঘনিষ্ঠরা জানিয়েছেন, এটি নিছক দুর্ঘটনা মাত্র। তেমনই একজনের দাবি, এটা বাইক দুর্ঘটনা! অন্যদিকে, দু-একজন বলছেন, বাসায় নয়, ঘটনা ঘটেছে গত ঈদে মুক্তি পাওয়া এক চলচ্চিত্র পরিচালকের অফিসে। সেখানেই চরম কলহে পৌঁছেন রাজ-পরী। রাজই উল্টো মারধর করেন পরীকে। তবে এর সত্যতা কেউ উপস্থাপন করতে পারেননি।

এদিকে ফেসবুকে একটি ছবি প্রকাশ করেছেন পরীমণি। সেখানে দেখা গেছে, ক্যানোলা লাগানো তার দুই হাতে। ক্যাপশনে লিখেছেন, ‘আমরা পরীতমা।’ কারণ একই সময়ে একই হাসপাতালে ভর্তি হয়েছেন তমা মির্জাও। সূত্র বলছে, রাজ-পরীর ওই ঘটনার সময় তমা মির্জাও উপস্থিত ছিলেন! তাই প্রকৃত ঘটনা জানতে তার সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়; কিন্তু তিনিও কোনো সাড়া দেননি। তবে এভারকেয়ার হাসপাতাল সূত্র বলছে, জ্বর নয়; শুক্রবার রাতে কাটা হাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পরীমণি।

প্রসঙ্গত, ২০ মে পরীমণিকে রেখে নিজের সব জিনিসপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে আসেন রাজ। এরপর ২৯ মে রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজসহ তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। এরপর থেকে দুজনের সম্পর্ক আরও খারাপ হয়। এমনকি পরীমণির উদ্যোগে ছেলের প্রথম জন্মদিনের (১০ আগস্ট) আয়োজনেও উপস্থিত ছিলেন না রাজ। যদিও এর এক দিন আগে পরীর বাসায় উপস্থিত হয়েছিলেন তিনি। কলকাতা থেকে আনা উপহারসামগ্রী তুলে দিয়েছেন ছেলের হাতে। এরপর তাপস-মুন্নীর উদ্যোগে ছেলের জন্মদিন উপযাপনে অংশ নেন রাজ-পরী দুজনেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় সিআইডির অনুসন্ধান শুরু

হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলন ৬ সেপ্টেম্বর

ডাকসুর ভিপি প্রার্থী জালালের বিরুদ্ধে ছুরিকাঘাতের অভিযোগ

ডাকসু নির্বাচন / ছাত্রলীগ সম্পৃক্ততার দায়ে বাদ জুলিয়াস সিজার

ধর্ষণসহ হত্যায় ফুফাতো ভাইয়ের যাবজ্জীবন

কাজী নজরুলের কবিতা দেশের মুক্তিকামী মানুষকে সাহস যুগিয়েছে : তারেক রহমান

‘রোহিতকে সরানোর জন্যই ব্রঙ্কো টেস্ট এনেছে বিসিসিআই’

অভিনেত্রী হিমুর আত্মহত্যা, প্রেমিক রাফির বিচার শুরু

ভারতে প্রয়াত ক্রিকেটারদের স্ত্রীরা পাবে অনুদান

রাজধানীতে একক ব্যবস্থায় বাস চলবে : প্রেস উইং

১০

ভিনিকে বিক্রি করে দিতে বললেন রিয়াল কিংবদন্তি

১১

নতুন বিচারপতিদের মধ্যে সংখ্যালঘু নেই, ঐক্য পরিষদের ক্ষোভ

১২

বিসিবির হাতে বিপিএলের স্পট ফিক্সিং তদন্ত প্রতিবেদন

১৩

ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন মাওলানা মামুনুল হক

১৪

চুল পড়া রোধ করবে যে জিনিস

১৫

ডাকসু নির্বাচনে সাত সদস্যের টাস্কফোর্স গঠন

১৬

সাদাপাথরকাণ্ডে এবার পুলিশে বড় রদবদল

১৭

৪৫ বছর ধরে ঝুপড়ি ঘরে থাকা সেই দম্পতির পাশে ইউএনও

১৮

শুনানিতে বিএনপি-এনসিপির মারামারির ঘটনায় ইসির জিডি

১৯

পাঁচ মাসে ১২ হাজার ২০০ কোটি টাকার প্রস্তাব পেল বিডা

২০
X