তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৫ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিযোগিতায় তিন নায়ক

প্রতিযোগিতায় তিন নায়ক। ছবি: সংঘৃহীত
প্রতিযোগিতায় তিন নায়ক। ছবি: সংঘৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে সিনেমাটিক ব্যাটেলের জন্য প্রস্তুত হচ্ছেন দেশের নির্মাতারা। গান, ট্রেলার, টিজার ও পোস্টার প্রকাশ করে যার যার অবস্থান থেকে দর্শকদের মুগ্ধ করার চেষ্টা করছেন শিহাব শাহীন, এম রাহিম ও মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালকরা। যেই প্রতিযোগিতায় নির্মাতাদের তুরুপের তাস যার যার হিরো। তাই এবারের ঈদে নিজেদের সিনেমা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের জনপ্রিয় তিন নায়কও। তাদের নিয়েই ‘প্রতিযোগিতায় তিন নায়ক’ শিরোনামে তারাবেলার আজকের এই আয়োজন।

আসছে ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে, এরই মধ্যে তার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজক ও পরিচালকরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে অনেক সিনেমার মধ্যে যথাক্রমে আলোচনায় আছে তিনটি সিনেমা। যার মধ্যে সবার ওপরে আছে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা ‘বরবাদ’। কারণ এটি এই ব্যাটেলের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এবং যার নায়ক শাকিব খান।

অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। প্রিয়তমার পর আবারও জুটি বাঁধছেন তারা। এ ছাড়া ‘তুফান’ সিনেমার পর এ সিনেমাতেও গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও কলকাতার যিশু সেনগুপ্তকে। সিনেমাটির পোস্টার, ট্রেলার ও নতুন গান প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে এর প্রচারণা। এবারের ঈদে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমা নিয়েও আলোচনা তুঙ্গে। যার ট্রেলারে এরই মধ্যে সবাইকে চমকে দিয়েছেন আফরান নিশো। ছোট পর্দার বড় এই তারকার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে সফলতা পেয়েছিলেন তিনি। তবে এবারের চ্যালেঞ্জ তার জন্য অনেকটা কঠিন হবে। কারণ লড়াইটা শুধু শাকিব খানের সঙ্গে নয়। এদিকে সিনেমার ট্রেলারের প্রথম ঝলকেই দর্শককে অনেকটা আগ্রহ বাড়িয়েছে ‘দাগি’। সেই আগ্রহ কতটা ধরে রাখতে পারে এটি এখন সেটাই দেখার অপেক্ষায়। নিশো ছাড়াও এতে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

ঈদের মুক্তির ঘোষণা দেওয়া সিনেমার মধ্যে অন্যতম আকর্ষণ সিয়াম আহমেদের ‘জংলি’। সিনেমার টিজারে অন্যরকম এক সিয়ামকে দেখেছে দর্শক, যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পরনে লুঙ্গি, চোখে-মুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাড়ি আর পুরোদস্তুর অ্যাকশন লুক—জংলির টিজারে দেশি মাসালা হিরোরূপে দেখা মিলেছে এই তারকার। তাই বোঝাই যাচ্ছে নিজের সিনেমা দিয়ে শাকিব খান এবং নিশোকে ভালোই টেক্কা দেবেন এই নায়ক। জংলি ছবি পরিচালনা করেছেন এম রাহিম। এর গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। তাই বোঝাই যাচ্ছে এবারের ঈদে এই তিন নায়ক কেউ কাউকেই ছেড়ে কথা বলবেন না। এখন দেখার অপেক্ষায় দর্শকের ভালোবাসায় সফলতার পাল্লা কার ভারী হয়। এই তিন সিনেমা ছাড়াও মুক্তির তালিকায় আছে সজল নূরের ‘জ্বীন থ্রি’ সিনেমাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপিকে শাপলা প্রতীক দিলে মামলা করব না : মান্না

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে স্বল্পরানে আটকাল বাংলাদেশ

জালে আটকা গন্ধগোকুল উদ্ধার, পরে অবমুক্ত

বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুসহ নিহত ২ 

ক্যাশ বিভাগে লোকবল নেবে ইসলামী ব্যাংক

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের ক্ষমতা ট্রাম্পের নেই : ফিফা

ফ্লোটিলার আটক যাত্রীদের নিয়ে ইসরায়েলের বার্তা

হাতিয়ায় যৌথবাহিনীর সহায়তায় শারদীয় দুর্গাপূজা সম্পন্ন

এনসিপিকে বেগুন-কলা-লাউসহ ৫০ প্রতীকের অপশন দিল ইসি

মোবাইল চুরির পর ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, অতঃপর...

১০

সবার প্রচেষ্টায় দুর্গাপূজা নির্বিঘ্ন হয়েছে : নজরুল ইসলাম আজাদ

১১

‘রক্তস্পন্দন’ ওয়েবপেজের যাত্রা শুরু, উদ্বোধন করলেন ডা. বিটু

১২

মাছ শিকারে যাচ্ছিলেন ইউপি চেয়ারম্যান, পথে মৃত্যু

১৩

কক্সবাজার সৈকতে দেশের সর্ববৃহৎ প্রতিমা বিসর্জন

১৪

গোপালগঞ্জে বিভিন্ন মন্দিরে বিএনপির ৩১ দফার প্রচারণা 

১৫

সপ্তাহে ২ দিন ছুটিসহ নিয়োগ দিচ্ছে ব্র্যাক, পাবেন একাধিক সুবিধা

১৬

চট্টগ্রামে প্রতিমা বিসর্জনের মূল কেন্দ্র পতেঙ্গা, সুযোগ থাকবে অন্য স্থানেও

১৭

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৮

একটি ছাড়া সুমুদ ফ্লোটিলার সব নৌযান ইসরায়েলের দখলে

১৯

কাকে সতর্ক করলেন জিৎ

২০
X