তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ০৩:৩৫ এএম
আপডেট : ১৭ মার্চ ২০২৫, ০৯:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

প্রতিযোগিতায় তিন নায়ক

প্রতিযোগিতায় তিন নায়ক। ছবি: সংঘৃহীত
প্রতিযোগিতায় তিন নায়ক। ছবি: সংঘৃহীত

ঈদুল ফিতর সামনে রেখে সিনেমাটিক ব্যাটেলের জন্য প্রস্তুত হচ্ছেন দেশের নির্মাতারা। গান, ট্রেলার, টিজার ও পোস্টার প্রকাশ করে যার যার অবস্থান থেকে দর্শকদের মুগ্ধ করার চেষ্টা করছেন শিহাব শাহীন, এম রাহিম ও মেহেদী হাসান হৃদয়ের মতো পরিচালকরা। যেই প্রতিযোগিতায় নির্মাতাদের তুরুপের তাস যার যার হিরো। তাই এবারের ঈদে নিজেদের সিনেমা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেবেন দেশের জনপ্রিয় তিন নায়কও। তাদের নিয়েই ‘প্রতিযোগিতায় তিন নায়ক’ শিরোনামে তারাবেলার আজকের এই আয়োজন।

আসছে ঈদে কোন কোন সিনেমা মুক্তি পাবে, এরই মধ্যে তার একটা তোড়জোড় শুরু হয়ে গেছে। প্রযোজক ও পরিচালকরা প্রস্তুতি নিতে শুরু করেছেন। তবে অনেক সিনেমার মধ্যে যথাক্রমে আলোচনায় আছে তিনটি সিনেমা। যার মধ্যে সবার ওপরে আছে মেহেদী হাসান হৃদয়ের সিনেমা ‘বরবাদ’। কারণ এটি এই ব্যাটেলের সবচেয়ে বিগ বাজেটের সিনেমা এবং যার নায়ক শাকিব খান।

অ্যাকশন ও রোমান্টিক ঘরানার এ সিনেমায় শাকিবের বিপরীতে রয়েছেন কলকাতার ইধিকা পাল। প্রিয়তমার পর আবারও জুটি বাঁধছেন তারা। এ ছাড়া ‘তুফান’ সিনেমার পর এ সিনেমাতেও গ্যাংস্টার রূপে ধরা দিয়েছেন শাকিব। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিশা সওদাগর ও কলকাতার যিশু সেনগুপ্তকে। সিনেমাটির পোস্টার, ট্রেলার ও নতুন গান প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে এর প্রচারণা। এবারের ঈদে শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমা নিয়েও আলোচনা তুঙ্গে। যার ট্রেলারে এরই মধ্যে সবাইকে চমকে দিয়েছেন আফরান নিশো। ছোট পর্দার বড় এই তারকার এটি দ্বিতীয় সিনেমা। এর আগে ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে সফলতা পেয়েছিলেন তিনি। তবে এবারের চ্যালেঞ্জ তার জন্য অনেকটা কঠিন হবে। কারণ লড়াইটা শুধু শাকিব খানের সঙ্গে নয়। এদিকে সিনেমার ট্রেলারের প্রথম ঝলকেই দর্শককে অনেকটা আগ্রহ বাড়িয়েছে ‘দাগি’। সেই আগ্রহ কতটা ধরে রাখতে পারে এটি এখন সেটাই দেখার অপেক্ষায়। নিশো ছাড়াও এতে অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিমসহ আরও অনেকে।

ঈদের মুক্তির ঘোষণা দেওয়া সিনেমার মধ্যে অন্যতম আকর্ষণ সিয়াম আহমেদের ‘জংলি’। সিনেমার টিজারে অন্যরকম এক সিয়ামকে দেখেছে দর্শক, যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। পরনে লুঙ্গি, চোখে-মুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাড়ি আর পুরোদস্তুর অ্যাকশন লুক—জংলির টিজারে দেশি মাসালা হিরোরূপে দেখা মিলেছে এই তারকার। তাই বোঝাই যাচ্ছে নিজের সিনেমা দিয়ে শাকিব খান এবং নিশোকে ভালোই টেক্কা দেবেন এই নায়ক। জংলি ছবি পরিচালনা করেছেন এম রাহিম। এর গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ। তাই বোঝাই যাচ্ছে এবারের ঈদে এই তিন নায়ক কেউ কাউকেই ছেড়ে কথা বলবেন না। এখন দেখার অপেক্ষায় দর্শকের ভালোবাসায় সফলতার পাল্লা কার ভারী হয়। এই তিন সিনেমা ছাড়াও মুক্তির তালিকায় আছে সজল নূরের ‘জ্বীন থ্রি’ সিনেমাও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরাজ ঝড়ে চট্টগ্রামে জিম্বাবুয়ে বধ টাইগারদের  

বিএনপি নেতাকর্মীদের আরও ধৈর্য ধরতে হবে : এ্যানি

প্রাইজবন্ড ড্র, এবার পুরস্কার বিজয়ী যারা

পরবর্তী পোপ হিসেবে নিজেকেই দেখতে চান ট্রাম্প!

‘বাংলাদেশ-মিয়ানমার একমত হলে করিডোর চালু করতে পারে জাতিসংঘ’

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েশন ডে উদযাপন

ব্র্যাক ইউনিভার্সিটি ও বিএসআরএম যৌথভাবে উদ্বোধন করল বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং

নোয়াখালীতে হত্যা মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেপ্তার

যুদ্ধজাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ কিমের

চিন্ময় দাসের জামিন স্থগিত

১০

সর্বোচ্চ সতর্কতা পাকিস্তানের সব বিমানবন্দরে, কী হতে চলেছে

১১

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

১২

১১ বছর ধরে ভাত না খাওয়া সেই নিজাম উদ্দিনের পাশে তারেক রহমান

১৩

বগুড়ায় হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

১৪

অপ্রয়োজনীয় ব্যয় কমাতে কাজ করছে সরকার : বাণিজ্য উপদেষ্টা

১৫

কুয়েটে প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা বাস্তবায়নের দাবি

১৬

শেখ হাসিনা পরিবারের বাড়ি-জমি জব্দ

১৭

সমাবেশের ঘোষণা শ্রমিক দলের

১৮

সহস্রাধিক প্রকৌশলী বেকার হওয়ার আশঙ্কা এআইওবির

১৯

ভিন্নমতের মুখ বন্ধে ভারতের তথ্য যুদ্ধ

২০
X