তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০১:০১ পিএম
প্রিন্ট সংস্করণ

নজর কাড়লেন ব্লেক লাইভলি

নজর কাড়লেন ব্লেক লাইভলি

নিউইয়র্ক সিটির ‘জ্যাজ অ্যাট লিঙ্কন সেন্টার’-এ গত ২৭ এপ্রিল অনুষ্ঠিত হলো অ্যানাদার সিম্পল ফেভার ছবির প্রিমিয়ার। ২০১৮ সালের জনপ্রিয় সিনেমা অ্যা সিম্পল ফেভারের সিক্যুয়েল উপলক্ষে আয়োজিত এ জমকালো অনুষ্ঠানে আলো ছড়ালেন অভিনেত্রী ব্লেক লাইভলি। সে সময় তার সঙ্গে ছিলেন অভিনেত্রীর স্বামী রায়ান রেনল্ডস, ছবির পরিচালক পল ফিগ ও সহ-অভিনেত্রী আনা কেনড্রিক।

প্রিমিয়ারে লাইভলি হাজির হন হালকা মিষ্টি রঙের একটি ড্রেপড গাউনে, যার বডিজুড়ে ছিল জটিল জ্যামিতিক কাট-আউটের নকশা। বড় কানের দুল ও রঙিন আংটি-ব্রেসলেটের সমন্বয়ে তিনি তার সাজ সম্পূর্ণ করেন। খোলা চুলে এবং উজ্জ্বল উপস্থিতিতে তিনি ছিলেন দারুণ আকর্ষণীয়।

পিপল ম্যাগাজিনের সূত্রে জানা যায়, লাইভলির সৌন্দর্য আর স্টাইলের মিশ্রণ অনুষ্ঠানে বাড়তি মাত্রা যোগ করে। সে সময় লাইভলির পাশে ছিলেন তার স্বামী, অভিনেতা রায়ান রেনল্ডস, যিনি পরেছিলেন ধূসর প্ল্যাড স্যুট। এই দম্পতিকে একসঙ্গে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিতে দেখা যায়।

অনুষ্ঠানের পরদিন পিপল ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে রেনল্ডস লাইভলির প্রতি তার গভীর মুগ্ধতার কথা তুলে ধরে বলেন, ‘আমি আমার স্ত্রীর প্রতি নানা দিক থেকেই অবাক হয়ে যাই।’

মজা করে তিনি আরও যোগ করেন, ‘লাইভলির কাজের শক্তির রহস্য হলো কফি, যা আমার কাছে এক বিস্ময়ের বিষয়, কারণ আমি নিজে এমন চাপ সামলাতে পারি না।’

এদিকে সিনেমাটির প্রিমিয়ারটি আসে লাইভলির জন্য এক কঠিন সময়ে। কারণ ২০২৪ সালের ডিসেম্বরে, তিনি ‘ইট এন্ডস উইথ আস’ ছবির পরিচালক ও সহ-অভিনেতা জাস্টিন বালডোনির বিরুদ্ধে যৌন হয়রানি এবং প্রতিশোধমূলক স্মিয়ার প্রচারণার অভিযোগে মামলা করেন এবং বালডোনির প্রযোজনা সংস্থা ‘ওয়ে ফেরার স্টুডিওস’ও এ মামলায় যুক্ত রয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে, বালডোনি লাইভলি, রেনল্ডস এবং তাদের জনসংযোগ প্রতিনিধি লেসলি স্লোনের বিরুদ্ধে ৪০০ মিলিয়ন ডলারের মানহানি এবং অসৎ চাপ প্রয়োগের অভিযোগে মামলা করেন। মামলার শুনানি নির্ধারিত হয়েছে ২০২৬ সালের মার্চে।

এ ছাড়া সম্প্রতি ব্লেক লাইভলি টাইম ম্যাগাজিনের ‘২০২৫ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তি’র তালিকায় স্থান করে নিয়েছেন। ২৪ এপ্রিল টাইম হান্ড্রেড গালাতে তিনি সংক্ষিপ্ত এবং অনুপ্রেরণাদায়ক একটি বক্তৃতা দেন।

এ সময় সরাসরি আইনি লড়াইয়ের প্রসঙ্গ এড়িয়ে লাইভলি বলেন, ‘গত দুই বছরে আমার জীবনে যা ঘটেছে, তা নিয়ে বলার অনেক কিছু আছে, তবে আজকের রাত তার জন্য নয়।’

তিনি আরও যোগ করেন, ‘আমি আজ যে নারী, যার একটি কণ্ঠ আছে, তা সম্ভব হয়েছে সেসব নারীর সংগ্রাম আর যন্ত্রণার কারণে, যারা আমাদের জন্য পথ তৈরি করেছিলেন এবং সেসব পুরুষের কারণে, যারা তাদের পাশে দাঁড়িয়েছিলেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের কোচ হওয়া হচ্ছে না আনচেলত্তির

ধানের ট্রাকে চাঁদাবাজি, বিএনপি-যুবদলের ৩ নেতা আটক

হাজিদের সুবিধা দেওয়ার নামে প্রতারণা, সতর্ক করল মক্কা পুলিশ

পলিথিনে মোড়ানো অ্যাম্বুলেন্স রিকশাভ্যানই রোগীদের ভরসা

দোকানের বারান্দায় পড়ে ছিল যুবকের মরদেহ

বিএনপি নেতা আমান উল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল

রোমে বৈশাখী উৎসব উদযাপন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের

আরও একটি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান সেনাবাহিনী

ছুটির ৩ দিনে ঢাকায় টানা সমাবেশ

ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

১০

পাকিস্তানে হামলার শঙ্কা, দুই দেশের নেতাদের ফোন করলেন জাতিসংঘ মহাসচিব

১১

কুতুবদিয়ায় কাফনের কাপড় পরে টেকসই বেড়িবাঁধের দাবি

১২

আবারও ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি, তীব্র উত্তেজনা

১৩

মাটি কাটার দায়ে ৮ জনের কারাদণ্ড

১৪

ঢাকায় আজও বইছে ‘অস্বাস্থ্যকর’ বাতাস

১৫

কলকাতার হোটেল ভয়াবহ আগুন, নিহত ১৪

১৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মধ্যস্থতা থেকে সরে আসার হুমকি যুক্তরাষ্ট্রের

১৭

নাতনিকে ইভটিজিং, প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

১৮

বাড়িতে ঢুকে মা-বাবাকে মারধর করে মেয়েকে অপহরণ, গ্রেপ্তার ১

১৯

গাজায় আরও অর্ধশতাধিক নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা অনেকে

২০
X