তামজিদ হোসেন
প্রকাশ : ২৬ মে ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৬ মে ২০২৫, ০৩:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

আসছে সাড়া জাগানো ৪ অ্যানিমেশন সিনেমা

আসছে সাড়া জাগানো ৪ অ্যানিমেশন সিনেমা

স্বপ্নের মতো জগৎ। যেখানে বাস্তবতার গণ্ডি ভেঙে সৃষ্টি হয় কল্পনার রাজ্য। রং, আলো আর সুরে গাথা সেই দুনিয়ায় যে একবার পা রাখে, সে আর ফিরে আসতে চায় না। অ্যানিমেশন শুধু শিশুদের জন্য নয় বরং এর আবেগ, অনুভূতি ছুঁয়ে যায় বড়দেরও। আর সেই মায়াবী জগতের দরজা আবারও খুলে যাচ্ছে। কালবেলার আজকের বিশেষ আয়োজন শুধুই তাদের জন্য, যারা হৃদয়ের গভীরে লালন করেন অ্যানিমেশন সিনেমা। কারণ আসছে নতুন মাস। আর নতুন মাসে মুক্তি পেতে চলেছে বেশ কিছু অ্যানিমেশন সিনেমা। মুক্তির অপেক্ষায় থাকা সেসব সিনেমা নিয়ে লিখেছেন তামজিদ হোসেন

বুক অব জোশুয়া, ওয়ালস অব জেরিকো

ইসরায়েলিদের বিজয় সেই সময়ে এসেছিল যখন মিশরীয়দের কনানে নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছিল। ‘জেরিকোর পতন’ হলো তিনটি চিত্রনাট্যের প্রথমটি, যেগুলো জোশুয়ার কাহিনি তুলে ধরে, যিনি মূসার মৃত্যুর পর ইসরায়েলিদের নতুন নেতা হন। গোয়েন্দা তথ্য ব্যবহার করে জোশুয়া কনানীয়দের বিরুদ্ধে ইসরায়েলিদের প্রথম সামরিক অভিযান পরিচালনা করেন, যা জনবিরল কেন্দ্রীয় পার্বত্য অঞ্চলে সংঘটিত হয়। প্রথম চিত্রনাট্যে এই অভিযানের প্রাথমিক লক্ষ্যবস্তু প্রাচীন দুর্গ জেরিকোকে ঘিরে কাহিনির শুরু তুলে ধরা হয় এবং এভাবেই ছবিটির কাহিনি এগোতে থাকে।

এ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন টনি গস এবং যাদের কণ্ঠের জাদুতে ছবিটি দ্যুতি ছড়াতে চলেছে তারা হলেন অ্যাডাম বার্চ, জাস্টিন ক্যাব্যান্টিং, জেন্ডার বেইলি, হেদার নিকোলস সহ আরও অনেকে। সিনেমাটি মুক্তি পাবে ৩ জুন।

এলিও

এ সিনেমার গল্প এলিও নামের এক কিশোরকে ঘিরে। যার কল্পনার জগৎ সবসময় ঘুরপাক খায় মহাকাশ নিয়ে। ঘটনাক্রমে একসময় এলিও নিজেকে আবিষ্কার করে মহাজাগতিক এক বিপদের মাঝে, যেখানে তাকে মুখোমুখি হতে হয় ভিনগ্রহের প্রাণীদের সঙ্গে। এরপর এলিওকে দেখা যায় তাদের সঙ্গে বন্ধুত্ব গড়তে এবং একটি আন্তগ্যালাকটিক সংকটের মোকাবিলায় নেতৃত্ব দিতে। এভাবেই এগোতে থাকে সিনেমাটির কাহিনি। ‘এলিও’ শুধু বৈজ্ঞানিক কল্পকাহিনি নয়, এতে রয়েছে পারিবারিক আবেগ, বন্ধুত্ব এবং নিজেকে খুঁজে পাওয়ার এক অনন্য গল্প। অ্যানিমেশনপ্রেমীদের জন্য এ ছবিটি হতে পারে ব্যতিক্রমী এক অভিজ্ঞতা।

এ চলচ্চিত্রে কণ্ঠাভিনয় করেছেন ইয়োনাস কিব্রেব, জোয়ি সালদানা, ব্র্যাড গ্যারেটসহ আরও অনেকে। ছবিটি আগামী ২০ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

প্রিডেটর: কিলার অব কিলারস

অ্যান্থোলজি এ সিনেমার গল্পটি মানব ইতিহাসের তিনজন সবচেয়ে ভয়ংকর যোদ্ধাকে অনুসরণ করে। একজন ভাইকিং রাইডার, যিনি প্রতিশোধের রক্তাক্ত অভিযানে তার তরুণ ছেলেকে পথ দেখাচ্ছেন, অন্যজন ফিউডাল জাপানের নিনজা, যিনি উত্তরাধিকার নিয়ে নির্মম সংঘর্ষে তার সামুরাই ভাইয়ের বিপক্ষে অবস্থান নেন এবং আরেকজন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পাইলট, যিনি মিত্রবাহিনীর জন্য এক ভিনগ্রহের হুমকি তদন্তে আকাশে উড়ে যান। তবে এই যোদ্ধারা প্রত্যেকেই নিজ নিজ দিক থেকে ভয়ংকর ঘাতক হলেও, তারা সবাই এবার এক নতুন শিকারিতে পরিণত হয়।

ছবিটি পরিচালনা করেছেন ড্যান ট্র্যাকটেনবার্গ এবং জোশুয়া ওয়াসাং। এ চলচ্চিত্রটিতে কণ্ঠাভিনয় করেছেন মাইকেল বিন, রিক গঞ্জালেজ, লিন্ডসে লাভাঞ্চিসহ আরও অনেকে। ৬ জুন হুলুতে মুক্তি পাবে এ সিনেমা।

কে পপ ডেমন হান্টার্স

ক্রিস অ্যাপেলহ্যান্স ও ম্যাগি ক্যাংয়ের পরিচালিত নির্মিত এই সিনেমায় দেখা যাবে বিশ্ববিখ্যাত একটি কে-পপ গার্ল গ্রুপকে। যারা মঞ্চের আলো ঝলমলে জীবনের পাশাপাশি গোপনে একদল ডেমন হান্টার বা দৈত্য শিকারি হিসেবে কাজ করে।

সিনেমাটিতে কণ্ঠ দিয়েছেন আরডেন চো, মে হং, জি-ইয়ং ইয়োসহ আরও অনেকে। ছবিটি ২০ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাকবিরোধী ইয়ুথ মার্চ  / তামাক কোম্পানির সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত বাতিল, দ্রুত আইন পাসের আহ্বান

দুই-তৃতীয়াংশের বেশি সিট পেয়ে বিএনপি ক্ষমতায় আসবে : ফজলুর রহমান

নেতাকর্মীদের ধৈর্যশীল আচরণের আহ্বান আমিনুল হকের 

বাংলাদেশ হবে বসবাস ও বিনিয়োগের স্বর্গ: আব্দুল মুক্তাদির

ঢাকায় অ্যাপোলো ক্লিনিকের যাত্রা শুরু

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামকে দেখতে হাসপাতালে ডা. রফিক

একাত্তরের ইস্যুর সমাধান চাইল এনসিপি

রাজধানীতে তামাকের বিরুদ্ধে ‘ইয়ুথ মার্চ’

বুড়িগঙ্গা নদী থেকে নারী-শিশুসহ ৪ জনের মরদেহ উদ্ধার

ত্রিবার্ষিক সম্মেলন / আবারো জামালপুর জেলা বিএনপির নেতৃত্বে শামীম-মামুন

১০

দাবি আদায় ছাড়া ঘরে না ফেরার ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

১১

লিডসের বিরুদ্ধে আর্সেনালের গোল উৎসব

১২

আউটসোর্সিং কর্মচারীদের ন্যায্য দাবি উপেক্ষিত: জোনায়েদ সাকি

১৩

এনসিপির কর্মকাণ্ডে ফিরছেন সারোয়ার তুষার

১৪

যৌথ বাহিনীর অভিযানে পিস্তলসহ যুবক গ্রেপ্তার 

১৫

সাংবাদিকের বাড়িতে চুরি, স্বর্ণালংকারসহ ৫ লাখ টাকার ক্ষতি

১৬

৪৫ বছর ভাত না খেয়েও সুস্থ ও সবল বিপ্লব

১৭

চেতনানাশক খাইয়ে দুধর্ষ ডাকাতি

১৮

রংপুর বিভাগের ৩৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা

১৯

প্রার্থিতা প্রত্যাহার নিয়ে ছাত্রদলের নির্দেশনা, না মানলে ব্যবস্থা

২০
X