সোনার ধাতব চেইনের একটি সাদা স্লিং ব্যাগ কাঁধে ঝুলিয়েছেন অভিনেত্রী। পায়ে পরেছেন সাদা স্নিকার্স। বরাবরই বিমানবন্দরে নো মেকআপ লুকে দেখা মেলে নায়িকার, এদিনও তার ব্যতিক্রম হয়নি। সেদিন তিনি গিয়েছেন ব্রাজিলে। সেখানে বসেছে এ বছরের নেটফ্লিক্স টুডুম আসর। হিন্দুস্তান টাইমস জানাচ্ছে, হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’-এর প্রিমিয়ার হবে এ আয়োজনে। গাল গ্যাডটের পাশাপাশি প্রিমিয়ারে যোগদান করছেন আলিয়াও।
বলিউডে এই মুহূর্তে অন্যতম সফল অভিনেত্রী আলিয়া ভাট। যদিও ক্যারিয়ারে সাফল্যের শীর্ষে থাকাকালেই হঠাৎ বিয়ে করে ও সন্তানের মা হয়ে ভক্তদের অবাক করেছেন তিনি। মা হওয়ার তিন মাসের মধ্যেই কাজে ফিরেছেন, এ বছর মেট গালাতেও অভিষেক করেছেন। এমনকি অন্তঃসত্ত্বার সময়ই হলিউডের এ ছবির শুটিং করেছেন রণবীর ঘরণি।
চলতি বছর ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘হার্ট অব স্টোন’। এটি পরিচালনা করেছেন টম হারপার। আলিয়া-গ্যাডট ছাড়াও এ সিনেমায় অভিনয় করেছেন জেমি ডরমান, সোফি ওকোনেডো, ম্যাথিয়াস শোয়েইফার, জিং লুসিসহ অনেকে।
মন্তব্য করুন