মহিউদ্দীন মাহি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ
আলাপন

অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।
অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। অভিনয়ে প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে দ্য ফ্রিম্যান স্টুডিওতে নিচ্ছেন প্রশিক্ষণ। এরই মধ্যে নিউইয়র্কে নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সেখান থেকেই কাজ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন পারসা ইভানা। লিখেছেন- মহিউদ্দীন মাহি

নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত

আমেরিকায় কেমন সময় কাটছে আপনার?

সময় খুবই ভালো যাচ্ছে। এখানে মা আছেন, বন্ধুদের বড় একটি অংশ এখানে থাকে। সবার সঙ্গে দারুণ সময় কাটছে। এ ছাড়া অভিনয়ের ক্লাস থাকে, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখানো হয়। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটছে।

অভিনয়ের ক্লাস কেমন উপভোগ করছেন?

উপভোগ করার চেয়ে নতুন কিছু শেখাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। অভিনয়কে আরও জীবন্ত করে তুলতে নানা ধরনের ব্যায়াম ও কৌশল শিখছি। শিক্ষক থেকে শুরু করে সহপাঠীরা সবাই খুবই বন্ধুত্বপূর্ণ। তাই ক্লাস করতে ভালোই লাগছে।

নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কেন মনে হলো অভিনয়ে শিক্ষা নেওয়া জরুরি?

প্রাতিষ্ঠানিকভাবে কখনো অভিনয় শেখা হয়নি। ছোটবেলায় নাচ শিখেছি। এরপর বড় হয়ে যখন মিডিয়ায় কাজ শুরু করলাম, তখন অভিনয় শেখার ইচ্ছা জাগে। যেহেতু আমার মা যুক্তরাষ্ট্রে থাকেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম দ্য ফ্রিম্যান স্টুডিওতে অডিশন দেব। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্কট আমার অডিশন নেন এবং প্রশিক্ষণের সুযোগ পাই। আমি মনে করি, প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি।

আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের পরিকল্পনা আছে?

অবশ্যই আছে। আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত। একজন শিল্পীর জন্য কাজের কোনো সীমানা থাকা উচিত নয়। সে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারে। এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয়। যদি কখনো আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পাই, অবশ্যই করব।

আমেরিকায় পারসা ইভানা। ছবি: সংগৃহীত

এরই মধ্যে অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন, কেমন লাগল?

এটি ছিল অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এবং সেটিও দেশের বাইরে। এর আগে তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়নি। এমন একজন বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

দেশে কবে ফিরবেন?

ইনশাআল্লাহ আগস্টে দেশে ফিরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন ১৪৭০৭ কোটির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মেসি?

প্রার্থিতা পাননি মাহমুদা মিতু, যা বললেন নাহিদ ইসলাম

জাতীয় নির্বাচন / ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ, তদারকিতে কমিটি

খালেদা জিয়ার আদর্শ ধারণ করেই আগামীর রাষ্ট্র বিনির্মাণ করবে বিএনপি : রবিন

প্রার্থী নিয়ে বিভ্রান্তি, যা জানাল বাংলাদেশ খেলাফত মজলিস

ঢাকায় শিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের লাশ উদ্ধার

যেসব আসন পেয়েছে এনসিপি 

শুক্রবার থেকেই মাঠে ফিরছে বিপিএল

মুঠোফোনে হুমকি পাওয়ার অভিযোগ কোয়াব সভাপতি মিঠুনের

জাইমা রহমানের ফেসবুক-ইনস্টাগ্রাম আইডির তথ্য জানাল বিএনপি

১০

যে ২০ আসন পেল বাংলাদেশ খেলাফত মজলিস

১১

ভিসা নিয়ে মার্কিন সিদ্ধান্তের বিষয়ে কী করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা

১২

ঢাকার রামপুরা ও ময়মনসিংহে মি. ডিআইওয়াইয়ের দুটি স্টোর উদ্বোধন

১৩

রূপায়ণ গ্রুপের অ্যানুয়াল বিজনেস প্ল্যান (এবিপি) ২০২৬ হস্তান্তর

১৪

রমজানের আগেই এলপিজি সরবরাহ স্বাভাবিকের আশ্বাস

১৫

বিইউবিটিতে স্প্রিং সেশনের নবীনবরণ অনুষ্ঠান

১৬

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও আরএসএ অ্যাডভাইজরির মধ্যে চুক্তি স্বাক্ষর

১৭

প্রবাসীর বাসায় পোস্টাল ব্যালট গণনার বিষয়টি সন্দেহের সৃষ্টি হয়েছে : নুরুদ্দিন অপু ‎ ‎

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি

১৯

ক্যারিবীয়ান সাগরে আবারও ট্যাংকার জব্দ

২০
X