সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২
মহিউদ্দীন মাহি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ
আলাপন

অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।
অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। অভিনয়ে প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে দ্য ফ্রিম্যান স্টুডিওতে নিচ্ছেন প্রশিক্ষণ। এরই মধ্যে নিউইয়র্কে নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সেখান থেকেই কাজ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন পারসা ইভানা। লিখেছেন- মহিউদ্দীন মাহি

নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত

আমেরিকায় কেমন সময় কাটছে আপনার?

সময় খুবই ভালো যাচ্ছে। এখানে মা আছেন, বন্ধুদের বড় একটি অংশ এখানে থাকে। সবার সঙ্গে দারুণ সময় কাটছে। এ ছাড়া অভিনয়ের ক্লাস থাকে, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখানো হয়। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটছে।

অভিনয়ের ক্লাস কেমন উপভোগ করছেন?

উপভোগ করার চেয়ে নতুন কিছু শেখাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। অভিনয়কে আরও জীবন্ত করে তুলতে নানা ধরনের ব্যায়াম ও কৌশল শিখছি। শিক্ষক থেকে শুরু করে সহপাঠীরা সবাই খুবই বন্ধুত্বপূর্ণ। তাই ক্লাস করতে ভালোই লাগছে।

নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কেন মনে হলো অভিনয়ে শিক্ষা নেওয়া জরুরি?

প্রাতিষ্ঠানিকভাবে কখনো অভিনয় শেখা হয়নি। ছোটবেলায় নাচ শিখেছি। এরপর বড় হয়ে যখন মিডিয়ায় কাজ শুরু করলাম, তখন অভিনয় শেখার ইচ্ছা জাগে। যেহেতু আমার মা যুক্তরাষ্ট্রে থাকেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম দ্য ফ্রিম্যান স্টুডিওতে অডিশন দেব। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্কট আমার অডিশন নেন এবং প্রশিক্ষণের সুযোগ পাই। আমি মনে করি, প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি।

আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের পরিকল্পনা আছে?

অবশ্যই আছে। আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত। একজন শিল্পীর জন্য কাজের কোনো সীমানা থাকা উচিত নয়। সে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারে। এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয়। যদি কখনো আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পাই, অবশ্যই করব।

আমেরিকায় পারসা ইভানা। ছবি: সংগৃহীত

এরই মধ্যে অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন, কেমন লাগল?

এটি ছিল অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এবং সেটিও দেশের বাইরে। এর আগে তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়নি। এমন একজন বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

দেশে কবে ফিরবেন?

ইনশাআল্লাহ আগস্টে দেশে ফিরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রিজের ভেতর টয়লেট টিস্যু রাখার উপকারিতা জানলে অবাক হবেন

আন্দোলনে লাল ব্যাচ ধারণ নিয়ে ২ দাবি

ইসরায়েলের সঙ্গে বড়সড় যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ইরান

গোখরা সাপকে পোষ মানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

এরই মধ্যে ‘মধ্যপ্রাচ্যকে বদলে দিয়েছে ইসরায়েল’

মুরাদনগরে হত্যাকাণ্ড / স্বীকারোক্তি দেননি ‘অন্যতম পরিকল্পনাকারী’ বাচ্চু

হবিগঞ্জের বহিষ্কৃত বৈষম্যবিরোধী নেতা সাকিব গ্রেপ্তার

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়বৃষ্টি 

ভারতে রয়টার্সের এক্স অ্যাকাউন্ট বন্ধের পর নাটকীয়তা

১০

আজ যেসব এলাকায় গ্যাস থাকবে না

১১

০৭ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

০৭ জুলাই : আজকের নামাজের সময়সূচি

১৩

সোমবার ঢাকার যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

নেতানিয়াহুর ওপর খেপলেন ইসরায়েলের অর্থমন্ত্রী

১৫

৭ জুলাই / বাংলা ব্লকেডে স্থবির ঢাকা, কোটা বাতিলে এক দফা কর্মসূচি ঘোষণা

১৬

জামায়াত আমিরের শাশুড়ি মারা গেছেন

১৭

৩২ নম্বর ভাঙার ঘটনাকে বীভৎস মববাজি বললেন রুমিন ফারহানা

১৮

শহীদ মুত্তাকিনের অসুস্থ স্ত্রীর খোঁজ নিল বিএনপি

১৯

‘পাগল তত্ত্ব’ ব্যবহার করে বিশ্বকে বদলে দেওয়ার চেষ্টা করছেন ট্রাম্প

২০
X