অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। অভিনয়ে প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে দ্য ফ্রিম্যান স্টুডিওতে নিচ্ছেন প্রশিক্ষণ। এরই মধ্যে নিউইয়র্কে নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সেখান থেকেই কাজ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন পারসা ইভানা। লিখেছেন- মহিউদ্দীন মাহি
নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত
আমেরিকায় কেমন সময় কাটছে আপনার?
সময় খুবই ভালো যাচ্ছে। এখানে মা আছেন, বন্ধুদের বড় একটি অংশ এখানে থাকে। সবার সঙ্গে দারুণ সময় কাটছে। এ ছাড়া অভিনয়ের ক্লাস থাকে, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখানো হয়। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটছে।
অভিনয়ের ক্লাস কেমন উপভোগ করছেন?
উপভোগ করার চেয়ে নতুন কিছু শেখাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। অভিনয়কে আরও জীবন্ত করে তুলতে নানা ধরনের ব্যায়াম ও কৌশল শিখছি। শিক্ষক থেকে শুরু করে সহপাঠীরা সবাই খুবই বন্ধুত্বপূর্ণ। তাই ক্লাস করতে ভালোই লাগছে।
নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত
ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কেন মনে হলো অভিনয়ে শিক্ষা নেওয়া জরুরি?
প্রাতিষ্ঠানিকভাবে কখনো অভিনয় শেখা হয়নি। ছোটবেলায় নাচ শিখেছি। এরপর বড় হয়ে যখন মিডিয়ায় কাজ শুরু করলাম, তখন অভিনয় শেখার ইচ্ছা জাগে। যেহেতু আমার মা যুক্তরাষ্ট্রে থাকেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম দ্য ফ্রিম্যান স্টুডিওতে অডিশন দেব। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্কট আমার অডিশন নেন এবং প্রশিক্ষণের সুযোগ পাই। আমি মনে করি, প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি।
আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের পরিকল্পনা আছে?
অবশ্যই আছে। আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত। একজন শিল্পীর জন্য কাজের কোনো সীমানা থাকা উচিত নয়। সে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারে। এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয়। যদি কখনো আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পাই, অবশ্যই করব।
আমেরিকায় পারসা ইভানা। ছবি: সংগৃহীত
এরই মধ্যে অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন, কেমন লাগল?
এটি ছিল অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এবং সেটিও দেশের বাইরে। এর আগে তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়নি। এমন একজন বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। তার প্রতি কৃতজ্ঞতা জানাই।
দেশে কবে ফিরবেন?
ইনশাআল্লাহ আগস্টে দেশে ফিরব।
মন্তব্য করুন