মহিউদ্দীন মাহি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ
আলাপন

অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।
অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা।

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা। অভিনয়ে প্রাথমিক শিক্ষা নেওয়ার জন্য বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে দ্য ফ্রিম্যান স্টুডিওতে নিচ্ছেন প্রশিক্ষণ। এরই মধ্যে নিউইয়র্কে নির্মাতা অমিতাভ রেজার একটি বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাকে। সেখান থেকেই কাজ নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলেছেন পারসা ইভানা। লিখেছেন- মহিউদ্দীন মাহি

নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত

আমেরিকায় কেমন সময় কাটছে আপনার?

সময় খুবই ভালো যাচ্ছে। এখানে মা আছেন, বন্ধুদের বড় একটি অংশ এখানে থাকে। সবার সঙ্গে দারুণ সময় কাটছে। এ ছাড়া অভিনয়ের ক্লাস থাকে, যেখানে প্রতিদিন নতুন কিছু শেখানো হয়। সব মিলিয়ে বেশ ভালো সময় কাটছে।

অভিনয়ের ক্লাস কেমন উপভোগ করছেন?

উপভোগ করার চেয়ে নতুন কিছু শেখাটাকে বেশি গুরুত্ব দিচ্ছি। অভিনয়কে আরও জীবন্ত করে তুলতে নানা ধরনের ব্যায়াম ও কৌশল শিখছি। শিক্ষক থেকে শুরু করে সহপাঠীরা সবাই খুবই বন্ধুত্বপূর্ণ। তাই ক্লাস করতে ভালোই লাগছে।

নিউ ইয়র্কের রাস্তায় পারসা ইভানা। ছবি : সংগৃহীত

ক্যারিয়ারের এ পর্যায়ে এসে কেন মনে হলো অভিনয়ে শিক্ষা নেওয়া জরুরি?

প্রাতিষ্ঠানিকভাবে কখনো অভিনয় শেখা হয়নি। ছোটবেলায় নাচ শিখেছি। এরপর বড় হয়ে যখন মিডিয়ায় কাজ শুরু করলাম, তখন অভিনয় শেখার ইচ্ছা জাগে। যেহেতু আমার মা যুক্তরাষ্ট্রে থাকেন, সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিলাম দ্য ফ্রিম্যান স্টুডিওতে অডিশন দেব। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্কট আমার অডিশন নেন এবং প্রশিক্ষণের সুযোগ পাই। আমি মনে করি, প্রত্যেক শিল্পীরই অভিনয়ে নিজেকে উন্নত করা জরুরি।

আন্তর্জাতিক অঙ্গনে অভিনয়ের পরিকল্পনা আছে?

অবশ্যই আছে। আমার মনে হয়, প্রত্যেক শিল্পীরই আন্তর্জাতিক পরিসরে কাজ করার পরিকল্পনা থাকা উচিত। একজন শিল্পীর জন্য কাজের কোনো সীমানা থাকা উচিত নয়। সে যে কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারে। এর জন্য নিজেকে ঠিকভাবে গড়ে তুলতে হয়। যদি কখনো আন্তর্জাতিক অঙ্গনে কাজের সুযোগ পাই, অবশ্যই করব।

আমেরিকায় পারসা ইভানা। ছবি: সংগৃহীত

এরই মধ্যে অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনে অভিনয় করেছেন, কেমন লাগল?

এটি ছিল অমিতাভ ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ এবং সেটিও দেশের বাইরে। এর আগে তার নির্দেশনায় কাজ করার সুযোগ হয়নি। এমন একজন বড় মাপের নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে খুব ভালো লেগেছে। তার প্রতি কৃতজ্ঞতা জানাই।

দেশে কবে ফিরবেন?

ইনশাআল্লাহ আগস্টে দেশে ফিরব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত কর্মীকে ছুরিকাঘাতের পর হাতুড়িপেটা

নাজমুলের যে বক্তব্যে উত্তাল হয়ে ওঠে ক্রীড়াঙ্গন

রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব বাড়ছে : বদিউল আলম

জুলাই-আগস্টের ফৌজদারি মামলা প্রত্যাহার করবে সরকার

শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর দ্বিশততম জন্মবার্ষিকীতে মোড়ক উন্মোচন

চট্টগ্রামে বিভাগীয় ইমাম সম্মেলন / জুলাই সনদে ’৭১ মুছে দেওয়ার অভিযোগ সঠিক নয় : আলী রীয়াজ

বায়রার নির্বাচন স্থগিত ঘোষণা

চবিতে ছাত্রদলের অবস্থান কর্মসূচি, ভিন্ন পথে কার্যালয়ে গেলেন উপ-উপাচার্য

মানুষ নয়, গ্যালারিতে বসে খেলা দেখছে বানর

মিনিস্টার ‘নির্বাচনী উৎসবে’ টিভি-ফ্রিজে ৫৩ শতাংশ পর্যন্ত ছাড়

১০

নাজমুলকে অব্যাহতি, বিসিবির অর্থ কমিটির দায়িত্ব পেলেন যিনি

১১

মার্কিন অভিবাসী ভিসা স্থগিত, যে কৌশল নিচ্ছে সরকার

১২

ওরসের দোহাই দিয়ে ৫ দিন স্কুল বন্ধ রাখে প্রধান শিক্ষক

১৩

লন্ডনের হোটেলে মারা যাওয়া ইরানি প্রিন্সেস পাহলভির করুণ জীবন কাহিনি

১৪

বিপিএল নিয়ে বিসিবির কড়া হুঁশিয়ারি

১৫

জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি অধ্যাদেশ অনুমোদন

১৬

প্রার্থিতা ফিরে পেলেন গণঅধিকার পরিষদের আবুল কালাম 

১৭

ভারত যেন ‘অসহায়’, বড় ব্যবধানে হারল বাংলাদেশের কাছে

১৮

জানা গেল পবিত্র রোজা শুরুর সম্ভাব্য তারিখ

১৯

জাতীয় সংগীত আমাদের স্বাধীনতার স্পন্দন : নুরুদ্দিন অপু

২০
X