

দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন। নতুন গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ততা যাচ্ছে তাদের। এরই মধ্যে জানা গেল স্পেশাল একটি কনসার্ট করতে কানাডা যাবেন জিয়া-ইশতিয়াকরা। দেশটিতে এটি তাদের প্রথম সফর।
এ বিষয়ে ব্যান্ডের মুখপাত্র ইনফিতার দানিয়াল জানান, কানাডায় শিরোনামহীনের কয়েকটি কনসার্ট করার কথা ছিল; কিন্তু ব্যস্তার কারণে একটি শো করেই দেশে চলে আসবে দলটি। তবে এটি স্পেশাল কনসার্ট হবে। এর কারণ শিরোনামহীন সবসময় স্টেজে ৭ থেকে ১০টি গান করে। কিন্তু এবার টরন্টোতে তারা ২০টির বেশি গান গাইবে।
স্বল্প সময়ের এ ট্যুরের জন্য সোমবার কানাডার উদ্দেশে রওনা দেয় শিরোনামহীন। ১ নভেম্বর টরন্টোতে কনসার্ট করবে দলটি। এটি আয়োজন করেছে সিক্স বিল্ডার্স। এই শো শেষে নভেম্বরের ৬ তারিখে দেশে ফিরবে তারা। যাওয়ার আগে ভক্তদের আরও একটি সুখবর দিয়েছে দলটি।
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ঘোষণা করেছে তাদের বহুল আলোচিত গান ‘এই অবেলায়’-এর সিকুয়েল ‘এই অবেলায় ২’-এর। ব্যান্ডের সর্বশেষ অ্যালবাম ‘বাতিঘর’-এর শেষ গান হিসেবে প্রকাশ পাবে এটি।
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয়েছে থাইল্যান্ডের মনোরম বিভিন্ন লোকেশনে। ভিডিওটির প্রযোজনায় সহযোগিতা করেছে খ্যাতনামা স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান দ্য প্রিমিয়াম হোমস লিমিটেড। গানটি একই দিনে বাংলা ও ইংরেজি—দুই ভার্সনেই প্রকাশ পাবে।
‘এই অবেলায় ২’-এর কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। ভিডিওটিতে মডেল হিসেবে থাকছেন জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী নীল হুরেরজাহান। এ ছাড়া কিছু দৃশ্যে অভিনেতা তৌসিফ মাহবুবকে স্থিরচিত্রে দেখা যাবে।
গানটির অফিসিয়াল টিজার এরই মধ্যে প্রকাশিত হয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
মন্তব্য করুন