

অবশেষে ঘোষণা এলো ‘দেলুপি’ সিনেমার মুক্তির তারিখের! মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত এ প্রতীক্ষিত চলচ্চিত্রটি আগামী ৭ নভেম্বর খুলনায় মুক্তি পেতে যাচ্ছে। আর এর ঠিক এক সপ্তাহ পর ১৪ নভেম্বর থেকে সারা দেশে দেখা যাবে সিনেমাটি।
গত সোমবার সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া থেকে বেলা ১১টায় একটি পোস্ট করা হয়। সেখানেই মূলত সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দেওয়া হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়—‘নভেম্বরের ০৭ তারিখে, আসছে দেলুপি খুলনাতে, সারাদেশের মানুষ দেখবে, পরের সপ্তাহ ১৪-তে। টিকিট কাটো, ফুর্তি বাটো, ভাই-ভাতিজা-ফুপুরা, দেলুপিতে লাগবে যে ধুম, মন হবে সব ফুরফুরা।’
সিনেমাটা খুলনায় কেন আগে মুক্তি দেওয়া হচ্ছে তার কারণ জানিয়ে পরিচালক তাওকীর ইসলাম বলেন, ‘আমরা আসলে চেয়েছি, যে অঞ্চলের সিনেমা সেখানের মানুষ আগে এটা দেখুক। আর খুলনায় শুধু সিনেমা হলেই নয়, আমরা দর্শকের সুবিধার্থে বেশ কিছু ইউনিয়ন ও গ্রামে সিনেমাটি প্রদর্শনের ব্যবস্থাও করব। এখন অপেক্ষা সিনেমাটা দর্শকের কাছে পৌঁছানোর।’
মন্তব্য করুন