বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ পিএম
প্রিন্ট সংস্করণ

এখানে নিজেই অ্যাকশন করেছি: মালবিকা

মালবিকা মোহানন I ছবি: সংগৃহীত
মালবিকা মোহানন I ছবি: সংগৃহীত

এতদিন দর্শক তাকে দেখেছে গভীর, সংযত আর গুরুগম্ভীর চরিত্রে। সেই পরিচিত ছক এবার ভেঙে ফেললেন অভিনেত্রী মালবিকা মোহানন। নতুন ছবি ‘দ্য রাজাসাব’-এ তিনি হাজির হয়েছেন সম্পূর্ণ ভিন্ন এক রূপে। হরর-কমেডি ঘরানার এ বাণিজ্যিক ছবিতে তার চরিত্র, অভিনয়ের ধরন—সবকিছুই আগের চেনা মালবিকার থেকে আলাদা। মারুতি পরিচালিত ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত ঝড় তুলতে না পারলেও, মালবিকার সাবলীল অভিনয় ও শক্তিশালী পর্দা-উপস্থিতি দর্শকের নজর এড়ায়নি। সম্প্রতি ছবিটি ঘিরে নিজের অভিজ্ঞতা, চরিত্রের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত ভাবনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

বাণিজ্যিক ছবিটির প্রস্তাব পাওয়াটা মালবিকার কাছে ছিল বিশেষ মুহূর্ত। তিনি জানান, অনেকদিন ধরেই প্রভাসের সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল তার, তাই প্রস্তাবটা আসতেই আগ্রহ তৈরি হয়। তবে শুধু প্রভাস নন, চরিত্রটিও তাকে টেনেছিল। ‘ভৈরবী’ নামের এ চরিত্রে অভিনয়ের সুযোগ নিয়ে মালবিকা বলেন, ‘এ চরিত্রে করার মতো অনেক কিছু ছিল। বড় তারকার ছবিতে অনেক সময় নারী চরিত্র অ্যাকশন বা আলাদা করে কিছু করার সুযোগ পায় না। কিন্তু এখানে আমি নিজেই অ্যাকশন করেছি, এটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ।’ বাণিজ্যিক ছবির দর্শকের কথা মাথায় রেখে অভিনয়ের ধরনেও তাকে আলাদা প্রস্তুতি নিতে হয়েছিল। অ্যাকশন দৃশ্যের জন্য প্রায় ১০ দিনের বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন তিনি। লাফ দেওয়া, দড়ি ব্যবহার করে আঘাত করার মতো জটিল স্টান্টের জন্য নিজেকে তৈরি করেছেন।

প্রভাসের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী। তার মতে, এ ছবিতে প্রভাসকে দর্শক একেবারে অন্যভাবে দেখবে। সাধারণত তাকে গম্ভীর চরিত্রে দেখা গেলেও, এখানে তিনি বেশ হাস্যরস করেছেন, যা খুব উপভোগ্য। মালয়ালম ছবিতে মোহনলালের সঙ্গে কাজ করা যেমন তার স্বপ্নপূরণ ছিল, তেমনি প্রভাসের সঙ্গে কাজ করাটাও তার জন্য একেবারে আলাদা অভিজ্ঞতা। মালবিকা মনে করেন, এখন ভাষার সীমারেখা অনেকটাই মুছে গেছে; ভালো ছবি হলে দর্শক নিজেরাই তা খুঁজে নেয়।

শোবিজে সমালোচনা আর চাপ সামলানো যে সহজ নয়, তা অকপটে স্বীকার করেছেন মালবিকা। তিনি বলেন, ‘এ পেশায় চেহারা থেকে হাঁটার ভঙ্গি—সবকিছু নিয়েই মন্তব্য আসে। শুরুতে খুব কঠিন লাগত।’ তবে এখন তিনি জানেন কোন মতামত গুরুত্ব দেওয়া দরকার আর কোনটা উপেক্ষা করতে হয়। কাজের বাইরে পরিবার, ঘনিষ্ঠ বন্ধু, ভ্রমণ আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফিই তার মানসিক প্রশান্তির উৎস। সবশেষে নিজের চরিত্র নিয়ে মালবিকা বলেন, ভৈরবী শক্ত কিন্তু মাটির সঙ্গে মিশে থাকা একজন নারী; যে ভালোবাসার মানুষের জন্য লড়াই করতে জানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্কটিক ঠান্ডায় চ্যাম্পিয়ন্স লিগে ধরাশায়ী ম্যানসিটি

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ঢাকায় গ্রেপ্তার

নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ থেকে কূটনীতিকদের পরিবারকে ফিরিয়ে নিয়েছে ভারত

অঝোরে কাঁদলেন রুমিন ফারহানা, যা বললেন

মধ্যরাতে ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের পোস্ট

চরমোনাই পীরের জন্য ভোট চেয়ে মনোনয়ন প্রত্যাহার করলেন জামায়াত প্রার্থী

ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি

স্টার নিউজের আনুষ্ঠানিক সম্প্রচার শুরু

সিলেটে লাল-সবুজের বাসে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান

ডিজিটাল মিডিয়া ফোরামের নতুন কমিটি ঘোষণা

১০

আমি কোনো সাংবাদিককে থ্রেট দিতে চাই না : রাশেদ খান

১১

ভোটারদের ‘ব্রেইন হ্যাক’ করার ডিজিটাল স্ট্র্যাটেজি

১২

ইতালিতে ইসলামের পরিচিতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে ‘ওপেন ডে’ পালন

১৩

কত আসনে নির্বাচন করবে জানাল ইসলামী আন্দোলন

১৪

তারেক রহমানের সিলেট সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি বিএনপির

১৫

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করল বাংলাদেশ

১৬

নির্বাচিত সরকারই স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চাবিকাঠি : রবিউল

১৭

প্রতারক শামীম ওসমান গ্রেপ্তার

১৮

রাজশাহীকে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম

১৯

তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় দেশের মানুষ : সালাউদ্দিন বাবু

২০
X