মডেল, অভিনেত্রী আজমেরী হক বাঁধন। অভিনয় ক্যারিয়ারে ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন তিনি। অভিনয়ের পাশাপাশি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডেও দেখা গেছে তাকে। এবার তিনি ১৫তম বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা কম্পিটিশন বিভাগের প্রধান বিচারক হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। নিজের কর্মব্যস্ততা ও জুরি বোর্ডের দায়িত্ব পালনের অনুভূতি নিয়ে কথা বলেছেন কালবেলার সঙ্গে। সাক্ষাৎকার মহিউদ্দীন মাহি—
শুরুতেই আপনাকে অভিনন্দন। নতুন বছরে সুসংবাদ পেলেন...
বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান জুরি করায় সত্যিই ভালো লাগছে। এমন অর্জনগুলো সবসময়ই আমাকে আনন্দ দেয়। এ ছাড়া এই দায়িত্বগুলো আমার জন্য যেমন আনন্দের, ঠিক তেমনি সম্মানেরও। আমি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি।
এমন দায়িত্বে বাড়তি কোনো চাপ অনুভব করেন?
শুধু বাড়তি চাপ নয়। এটা আসলে ভয়ংকর ধরনের চাপ অনুভব হয়। সবকিছু আমার ওপর হঠাৎ করেই চলে আসে। যার জন্য আমি রেডি থাকি না। আমি কখনো আগে বুঝতে পারি না যে, আমার সঙ্গে এমন কিছু ঘটবে। এটিও এরকম একটি ঘটনা। আমি কখনোই আশা করিনি যে, এত বড় একটি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডের সদস্য আমি হবো এবং এত বড় গুণীদের সঙ্গে। সবকিছু আমার কাছে আচমকা হয়ে গেছে বলেই মনে হচ্ছে। এর আগে ব্রাসেলসের একটি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে আমি ছিলাম। তবে সেটি অনলাইনে হয়েছিল। আমি শুধু সিনেমা দেখে অনলাইনে আমার সিদ্ধান্ত জানিয়েছি। এখানে আমার উপস্থিত হয়ে বিভিন্ন দেশের নির্মাতা, অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে সিনেমাগুলো দেখতে হবে। চাপ তো অবশ্যই থাকবে। তবে আমি একজন সাধারণ মানুষ। কীভাবে আরেকজনকে জাজ করব বা তাদের কাজকে জাজ করব। এর পরও যেহেতু দায়িত্বে আমাকে রাখা হয়েছে। আমি আমার বিবেচনার মাধ্যমে সেরা সিদ্ধান্তটিই দেব বলে আশাবাদী।
আপনার আশপাশে অনেক হৈচৈ শোনা যাচ্ছে। মধ্যরাতে এমন হৈচৈ...
আমি বর্তমানে জামালপুর আছি। এখানে আমি পরিচালক সানি সানোয়ারের ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমার শুটিং করছি। প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে, এখন চলছে দ্বিতীয় লটের কাজ। সিনেমায় আমাকে পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে। শুটিং শেষ করে ভারত যাব। আরও একটি কাজের কথা চলছে। ভারত থেকে এসে নতুন কাজের বিষয়ে বিস্তারিত জানাব।
গত বছর বলিউড ও নেটফ্লিক্সে অভিষেক হয়। দর্শকমহলে ব্যাপক প্রশংসিত হয়। এ বছর দর্শকদের জন্য নতুন কোনো চমক থাকবে?
আমি আসলে চমক দেওয়ার জন্য কাজ করি না। সবকিছু আমি একটু ভেবে-বুঝে করার চেষ্টা করি। সেই ধারা থেকে দর্শকদের নতুন কোনো চমকের সংবাদ দিতে পারছি না। তবে নতুন একটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। এর বেশি এখন নতুন খবর দেওয়ার তেমন কিছু নেই।
ঈদ নিয়ে কাজের ব্যস্ততা কেমন?
ঈদ নিয়ে তেমন কাজের ব্যস্ততা নেই। তবে আমাদের ‘এশা মার্ডার: কর্মফল’ আগামী ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে। তাই কাজটি নিয়েই ব্যস্ত আছি। এ ছাড়া এখন তেমন কোনো ব্যস্ততা নেই।
ব্যস্ততার মাঝেও কালবেলাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ...
আপনাকে ও কালবেলাকে ধন্যবাদ।