

ইডেন মহিলা কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাঁধন’ ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কলেজের অডিটরিয়ামে আয়োজন করা হয় এ অনুষ্ঠানের।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শামিম আরা বেগম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক ড. আফরোজা বেগম, অধ্যাপক সুফিয়া আখতার, অধ্যাপক নাসরীন আক্তারসহ কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকরা।
অনুষ্ঠানে বাঁধন ইউনিটের গত বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করা হয় এবং নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়। বক্তারা স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবিক সমাজ গঠনে বাঁধনের ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের আরও সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবী কাজে যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অধ্যাপক শামিম আরা বেগম বলেন, রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। আমরা প্রয়োজনে রক্ত চাই, কিন্তু আমি কি কখনো কাউকে রক্ত দিয়েছি? তাহলে আমাকে কেন দেবে? তাই আমার মনে হয় এই বোধটা আমাদের মধ্যে নিয়ে আসা উচিত যে, আমরা এক ব্যাগ হলেও রক্ত দেব।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন ইডেন মহিলা কলেজ ইউনিটের সভাপতি সইয়েদা ফিয়িযা।
মন্তব্য করুন