দেশের অন্যতম জনপ্রিয় রক ব্যান্ড অ্যাশেজ। তাদের একাধিক গান পেয়েছে তুমুল শ্রোতাপ্রিয়তা। বিশেষ করে তরুণদের মধ্যে গানগুলো বেশি জনপ্রিয়। যে কোনো কনসার্টে তাদের গান শুনতে জমে দর্শকের উত্তাল ভিড়। দেশের বাইরেও তাদের গানের ভক্ত রয়েছে। যাদের জন্য প্রতিনিয়ত কনসার্টের ডাক পান জুনায়েদ ইভানরা। সম্প্রতি কলকাতায় কনসার্ট করার জন্য তাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
অ্যাশেজ আগামী ২৪ মার্চ কলকাতার কোচবিহারে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় কনসার্ট করবে। বিষয়টি কালবেলাকে ব্যান্ডের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।
ব্যান্ডের ড্রামার তৌহিদ আহমেদ বিজয় কালবেলাকে জানান, ‘এর আগেও আমরা কলকাতায় কনসার্ট করেছি। সেখানের শ্রোতা ও বাংলাদেশের শ্রোতাদের মধ্যে কোনো পার্থক্য নেই। কলকাতায় কনসার্ট করতে গেলে মনে হয় দেশেই কনসার্ট করছি। তাই এখানে আসতে পারা আমাদের জন্য সবসময়ই আনন্দের। এ ছাড়া ঈদের পর দেশেও আমাদের কনসার্টের ব্যস্ততা রয়েছে। তার মধ্যে আগামী ১৮ এপ্রিল আমরা কুমিল্লায় কনসার্ট করব।’
২০২৩ সালের ২৭ নভেম্বর দেশের ব্যান্ড ইন্ডাস্ট্রিতে অ্যাশেজ তাদের ১৫ বছর পূর্ণ করেছে।
অ্যাশেজ তাদের যাত্রা শুরু করে ২৭ নভেম্বর, ২০০৮ সালে। যদিও এর অনেক আগে থেকে তারা নিজেরা প্র্যাকটিস করে এসেছিল বিভিন্ন নামে। তারা প্রথম কনসার্ট করে ২০০৮ সালে ধানমন্ডিতে।
অ্যাশেজ ব্যান্ডের বর্তমান লাইনআপ: জুনায়েদ ইভান (ভোকাল), সুলতান রাফসান খান (লিড গিটার), তৌহিদ আহমেদ বিজয় (ড্রামস), আদনান বিন জামান (কি-বোর্ড) ও ওয়াহিদুজ্জামান তূর্য (বেজ গিটার)।
অ্যাশেজের প্রথম একক অ্যালবাম ‘ছারপোকা’ প্রকাশ পায় ২০১৪ সালে। এর প্রায় ৯ বছর পর তাদের দ্বিতীয় অ্যালবাম ‘অন্তঃসারশূন্য’ ২০২৩ সালে প্রকাশ পায়।