তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০২:১৬ এএম
আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০১:১২ পিএম
প্রিন্ট সংস্করণ

‘আব্বাস’ অমিতাভের চ্যালেঞ্জিং প্রোজেক্ট

‘আব্বাস’ অমিতাভের চ্যালেঞ্জিং প্রোজেক্ট

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। সম্প্রতি তারা ছয়টি সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন। যেখানে বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় সব অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন। নির্মাণের দায়িত্বে থাকবেন বাংলাদেশের নির্মাতারা। ছয়টির মধ্যে একটি সিরিজে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। তিনি ‘আয়নাবাজি’ ও ‘ঢাকা মেট্রো’ খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরীর ‘বোহেমিয়ান ঘোড়া’ সিরিজে অভিনয় করবেন। ট্রাকচালক আব্বাস চরিত্রে উপস্থিত হবেন তিনি। যিনি একজন দুর্দান্ত প্রেমিক হৃদয়ের মানুষ। দেশের সাত জেলায় সাত সংসার তার। করতে চান ৮টি বিয়ে। তখনই বাধে ঝামেলা। এই ঝামেলা নির্মাণ কবে থেকে শুরু হবে—সে বিষয়ে কালবেলার সঙ্গে কথা বলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।

ওয়েব সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করবেন মোশাররফ করিম। তার বিপরীতে স্ত্রীর চরিত্রে কারা অভিনয় করবেন সে বিষয়ে এখনো কাউকে নিশ্চিত করেননি নির্মাতা। তবে তিনি জানিয়েছেন চলছে শুটিংয়ে নামার প্রস্ততি। আগস্ট থেকেই শুরু হবে শুটিং। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘হইচইয়ের সঙ্গে আমি সবচেয়ে বেশি কাজ করছি। আরও একটি ওয়েব সিরিজ তাদের ব্যানারে নির্মাণ করতে যাচ্ছি। যার নাম ইতোমধ্যে প্রকাশ হয়ে গেছে। সিরিজটির শুটিং শুরু হবে আগস্টে। কারণ মোশাররফ করিমের ব্যস্ততা চলছে, আগস্টের আগে তার শিডিউল পাওয়া যাচ্ছে না। তাই আগস্টে শুটিং শুরু করে সেপ্টেম্বরেই শুটিংয়ের সকল কাজ সম্পন্ন করা হবে।’

সিরিজের গল্প অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন স্থানে শুটিং সেট বসানো হবে। থাকবে বিভিন্ন জেলার আঞ্চলিক ভাষার সংলাপ। তাই এবারের সিরিজটি নিয়ে কেমন চ্যালেঞ্জ থাকবে জানতে চাইলে অমিতাভ আরও বলেন, ‘অবশ্যই এবারের কাজটি নিয়ে চ্যালেঞ্জ থাকবে অনেক। এর কারণ হচ্ছে গল্পের পরিধি বিশাল। এই বিশালতা নিয়ে কাজ করতে অনেক চ্যালঞ্জের সম্মুখীন আমাদের হতে হবে বলে সবাই এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছি। কারণ প্রধান চরিত্রে দেশের সাত জেলায় বিবাহ দেখানো হবে। এই দৃশ্যগুলোর শুটিং সাত জেলাতেই আমরা করব। এ ছাড়া আব্বাসের ভাসমান জীবনকে ফ্রেমবন্দি করা অবশ্যই চ্যালেঞ্জের। আমাদের শুটিং লোকেশন ঠিক করা হয়েছে উত্তরবঙ্গের জেলায়। এ ছাড়া হবিগঞ্জ বন্দরবানেও হবে শুটিং।’

কমেডি জনরার এই গল্পে মোশাররফ করিমের চরিত্রের নাম ‘আব্বাস’। তাকে ঘিরেই এগিয়ে যাবে সিরিজের গল্প।

এর আগে অমিতাভ সিরিজ ‘ঢাকা মেট্রো’ বানিয়ে প্রশংসা পেয়েছিলেন এই। এটি ছিল একটি রাস্তার গল্প। এবার আবারও এমনই একটি গল্প নিয়ে আসছেন এই নির্মাতা। ঘোষণাটি আশার পর দর্শকদেরও আগ্রহ বেড়েছে সিরিজটি নিয়ে। তবে এটি মুক্তির তারিখ এখনো নির্ধারিত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝখানে দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে : মুন্না 

৫০০ টাকার জন্য খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

গ্রিনল্যান্ড নিয়ে বৈঠক: মতবিরোধের আড়ালে ক্ষমতার রাজনীতি

আংশিক মেঘলা ঢাকার আকাশ, তাপমাত্রা কত?

গ্যাস সংকটে বেশি বিপাকে চট্টগ্রামের ক্ষুদ্র ব্যবসায়ীরা

আবেদনের শর্ত পূরণ ছাড়াই খুবির সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি

চাঁদপুর-৪ / বিএনপি ও জামায়াত প্রার্থীকে শোকজ

ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে, দাবি ট্রাম্পের

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর

শহীদ ওসমান হাদির স্ত্রীর ফেসবুক পোস্ট ভাইরাল 

১০

বিএনপির প্রার্থীকে শোকজ

১১

সময় বাঁচাতে সকালে রোজ পাউরুটি খাচ্ছেন, শরীরে যে প্রভাব পড়ছে

১২

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা আসিফ গ্রেপ্তার

১৩

রাজধানীতে আজ কোথায় কী

১৪

ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না ২ তরুণের

১৫

১৫ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

ব্র্যাকে চাকরির সুযোগ

১৭

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

ভবন ছাড়তে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে উকিল নোটিশ

১৯

আমি বাবার মতো কাজ করতে চাই: রবিন

২০
X