ছোট পর্দার ব্যস্ত অভিনেত্রী সালহা খানম নাদিয়া। আসছে ঈদুল আজহা সামনে রেখে তার কাজের ব্যস্ততা বেড়েছে। তবে গরমে অভিনেত্রী অনেকটাই কমিয়ে দিয়েছেন কাজ। কালবেলাকে এমনটাই জানান নাদিয়া। নাদিয়া বলেন, ‘ঈদ এলেই আমাদের কাজের গতি অনেকটাই বেড়ে যায়। তবে এখন গরম থাকায় আমি খুব একটা কাজ করছি না। এ মাসে এরই মধ্যে তিনটি কাজ করেছি। নাটকগুলোতে আমার বিপরীতে অভিনয় করছেন জাহিদ হাসান, মোশাররফ করিম ও চাষী আলম ভাই। নাটকগুলো ঈদের। যার নাম এখনো ঠিক হয়নি। তিনটি নাটকই পর্ব আকারে দেশের তিনটি বেসরকারি চ্যানেলে প্রকাশ হবে। এ ছাড়া কিছু নাটকের গল্প হাতে এসেছে। সেগুলো এখনো ঠিক হয়নি। সবকিছু ঠিক থাকলে সামনে মাসে আরও কিছু নাটকের শুটিং করব। এ ছাড়া বিজ্ঞাপনের কাজ নিয়মিতই করা হচ্ছে।’ এদিকে গেল ঈদে নাদিয়ার ভালোই ব্যস্ততা ছিল। তার অভিনয়ে প্রকাশ পেয়েছিল, ‘মরিবার হলো মোর সাধ’, ‘তানসেনের একটি মুদ্রাদোষ ছিল’, ‘গুলশানের পোলা বংশালের মাইয়া’, ‘মিশন ফয়’স লেক’, ‘প্রতিচ্ছবি’, ‘ভাই একটু বাড়ায়া কয়’,‘অশিক্ষিত বড় ভাই’ ইত্যাদি।