কোরিয়ান ড্রামা সিরিজের বিশ্বব্যাপী সুনাম রয়েছে। তাদের গল্প ও নির্মাণের ভক্তের সংখ্যা ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। তাই তো কে-ড্রামা ইন্ডাস্ট্রির নতুন কোনো সিরিজ মুক্তির খবর এলেই দর্শক আগ্রহ বেড়ে যায়। সেই ধারাবাহিকতায় জুনে এ ইন্ডাস্ট্রি থেকে নেটফ্লিক্সে আসছে বেশ কিছু ওয়েব সিরিজ। নিচে সিরিজগুলোতে কারা কারা অভিনয় করছেন এবং কবে কোনটি মুক্তি পাবে তা নিয়ে থাকছে বিস্তারিত। খবর: কে-সিলেকশন
ফ্রাঙ্কলি স্পিকিং সিজন-১
ওয়েব সিরিজ ফ্রাঙ্কলি স্পিকিং সিজন-১ নেটফ্লিক্সে মুক্তি পাবে জুনের ৬ তারিখ। এ সিরিজের গল্প এগিয়ে যাবে ৩৩ বছর বয়সী এক ব্যাচেলরকে কেন্দ্র করে, যিনি রেডিও জকি হতে চান। ওয়েব সিরিজের ট্রেলার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। কমেডি ও মেলোড্রামা ধাঁচের গল্পে নির্মিত এ সিরিজের প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন গো কিয়ুং পো ও কাং হান না। সিরিজটি নির্মাণ করেছেন জাং জি ইয়ন।
হাইরাকি সিজন-১
সাত পর্বের রোমান্টিক ও ড্রামা সিরিজ হাইরিক সিজন-১ মুক্তি পাবে জুনের ৬ তারিখ। স্কুলজীবনের গল্প নিয়ে নির্মিত এ সিরিজে অভিনয় করেছেন রোহ জিওং ইউ, ছি হে উন, লি ছে মিন ও লি ওঁন জিওং। সিরিজটি পরিচালনা করেছেন বে হিউন জিন।
মিস নাইট অ্যান্ড ডে সিজন-১
জুনের ১৫ তারিখ মুক্তি পাবে মিস নাইট অ্যান্ড ডে ওয়েব সিরিজ। এর গল্পে উঠে আসবে একজন চাকরিপ্রার্থীর গল্প, যিনি প্রতিনিয়ত চাকরির পেছনে দৌড়াতে থাকেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন লি জুং ইউন। এটি পরিচালনা করেছেন লি হিউনং মিন ও ছই সান মিন।
দ্য অ্যাটিপিক্যাল ফ্যামিলি সিজন-১
১২ পর্বের রোমান্টিক, ড্রামা ধাঁচের ওয়েব সিরিজ দ্য অ্যাটিপিক্যাল ফ্যামিলি। জুনের ৯ তারিখ মুক্তি পাবে এটি। সিরিজটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জাং কি ইয়াং ও চুন উ হে। এটি পরিচালনা করেছেন জু হুন টেক।
এজেন্টস অব মিস্ট্রি
জুনের ১৮ তারিখ মুক্তি পাবে আরও একটি মিস্ট্রি, থ্রিলার, ড্রামা ও অ্যাডভেঞ্চার ধাঁচের সিরিজ এজেন্টস অব মিস্ট্রি। এটি নির্মাণ হয়েছে রিয়ালিটি শো ধাঁচের গল্পে। সিরিজটি পরিচালনা করেছেন জুন জুন ইওন। তারকায় ভরপুর সিরিজটিতে অভিনয় করেছেন লি ইওন জিং, লি ইউন জি, জন পার্কের মতো তারকা।