চলচ্চিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি প্রযোজনা সংস্থা বৈষ্টমী এবার রকফেস্ট আয়োজনের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আগামী বুধবার রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রথম কনসার্টটি অনুষ্ঠিত হবে।
রকফেস্টে পারফর্ম করবে দেশের শীর্ষস্থানীয় ব্যান্ড ওয়ারফেজের সাবেক ভোকাল মিজান ও রক ব্যান্ড বাংলা ফাইভ। বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এ রকফেস্টের শুরুতেই বহুলশ্রুত কনফিউশন গানের ব্যান্ড বাংলা ফাইভ পারফর্ম করবে।
‘প্রকৃতিবিরুদ্ধ শক্তির বিরুদ্ধে’—এমন প্রতিপাদ্য সামনে রেখে ২৯ মের কনসার্টটি করতে যাচ্ছে বৈষ্টমী। এ কনসার্টে প্রবেশের জন্য কোনো টিকিট থাকছে না। কনসার্টে মিজান এবং বাংলা ফাইভ মিলে ২৫টির মতো গান পরিবেশন করবে।