ঈদে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’। শতাধিক প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি। এবার প্রকাশ পেয়েছে সিনেমার নতুন একটি গান। শিরোনাম ‘দুষ্টু কোকিল’। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা। এরই মধ্যে শ্রোতামহলে গানটি ব্যাপক সাড়া ফেলেছে।
কনার এ গানে লিপসিং করেছেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনিও প্রশংসা করেছেন এ শিল্পীর।
গানটির এমন আকাশচুম্বী জনপ্রিয়তায় কনাও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এর আগেও আমার গাওয়া গানে লিপসিং করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এ ছাড়া দেশের অভিনেত্রীদের জন্যও আমি গান করেছি। তবে তুফানে যে মিমি লিপসিং করবেন, এটা আমার জানা ছিল না। তার থেকেও বেশি ভালো লাগার বিষয় হলো, আমাদের ইন্ডাস্ট্রির গর্ব শাকিব খানও গানটিতে পারফর্ম করেছেন। তাদের দুজনের অনবদ্য পারফরম্যান্স গানটির জনপ্রিয়তা অনেক বাড়িয়ে দিয়েছে। আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ। তাদের এমন ভালোবাসা সত্যি আমাকে মুগ্ধ করেছে।’ এর আগে সিনেমার বেশ কিছু গানে কণ্ঠ দিয়েছেন কনা। এর মধ্যে উল্লেখযোগ্য তোকে দিল দিল দিল, ওহে শ্যাম, তুই কি আমার হবিরে, হেইলা দুইলা নাচসহ বেশ কিছু গান।