ফিলিস্তিনের প্রেমিক
তার চোখজোড়া ফিলিস্তিন তার নাম ফিলিস্তিন তার পোশাক আর তার দুঃখগুলো ফিলিস্তিন তার মাথায় বাঁধা রুমাল, তার পা জোড়া আর তার শরীর ফিলিস্তিন তার কথা তার নীরবতা ফিলিস্তিন তার কণ্ঠ ফিলিস্তিন তার জন্ম এবং তার মৃত্যু ফিলিস্তিন।
[ ফিলিস্তিনের বিখ্যাত কবি মাহমুদ দারবিশ ১৯৪৮ সালে ইসলায়েলি দখলদারিত্বে উদ্বাস্তু হয়ে পরিবারের সঙ্গে লেবাননে আশ্রয় নেন। পরবর্তীতে ফিলিস্তিনি নেতা ইয়াসিন আরাফাতের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে যোগ দেন। কিন্তু ১৯৯৩ সালে অসলো চুক্তির পর দারবিশ দল থেকে বের হয়ে যান। তারমতে, ওই চুক্তিতে ফিলিস্তিনিদের পক্ষে কোনো ন্যায়বিচার ছিল না।
রাজনৈতিক তৎপরতার কারণে ১৯৬১, ১৯৬৫ এবং ১৯৬৭ সালে জেলে গিয়েছিলেন। এ ছাড়া ১৯৯৪ সালে দারবিশ ফিলিস্তিনের রামল্লায় ফিরে গেলে ইসরায়েলি সৈন্যরা তাকে গৃহবন্দি করে রাখে।
২০০৮ সালে মৃত্যু পর্যন্ত দারবিশ ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে মাঠে ছিলেন। তবে শেষ জীবনে তিনি লড়েছেন সাহিত্যের মাধ্যমে, কবিতা দিয়ে। ]
মন্তব্য করুন