কক্সবাজার চকরিয়ায় চুরি করতে গিয়ে পুলিশ সদস্যের স্ত্রীকে ধর্ষণের মামলায় আসামি আবুল কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া থানার পুলিশের একটি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ধর্ষণ মামলা ছাড়া তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলে জানায় চকরিয়া থানা পুলিশ।
আটক মোহাম্মদ আবুল কালাম কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ড কাহারিয়া ঘোনা খামার পাড়া এলাকার মেহের আলীর ছেলে। তিনি একজন পেশাদার চোর বলে জানা গেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ট্যুরিস্ট পুলিশের বাসায় চুরি করতে গিয়ে তার স্ত্রীকে ধর্ষণ করার মামলায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, রোববার (২০ জুলাই) ধর্ষণ মামলায় আবুল কালামের বিরুদ্ধে আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
সোমবার (১৪ জুলাই) রাত ৩টার দিকে পুলিশের বাসায় চুরি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
মন্তব্য করুন