হুমায়ুন আজাদ ভাষাতাত্ত্বিক ও মুক্তমনা মানুষ। যে মানুষের মধ্যে অভেদ সুন্দর চর্চার বিকাশ ঘটাতে চেয়েছিলেন বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি নূরুল হুদা।
সত্যনিষ্ঠ, বহুমাত্রিক লেখক; কবি ঔপন্যাসিক, ভাষাবিজ্ঞানী, সমালোচক, রাজনীতিক ভাষ্যকর ও কিশোর সাহিত্যিক হুমায়ুন আজাদ স্মরণে শনিবার বিকেল ৪টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা সেমিনার কক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আগামী প্রকাশনের কর্ণধার ওসমান গণি বলেন, সাহসিকতার সঙ্গে হুমায়ুন আজাদ গুরুত্বপূর্ণ বই লিখেছেন। তিনি সাহসের সঙ্গে যে বক্তব্য দিতেন আজকাল আর তা লেখক, কবিদের মধ্যে দেখা যায় না। আমরা তাকে আজীবন স্মরণ করব তার কাজের জন্য, সাহসিকতার জন্য। তার বই আমাদের আগামীর দিক নির্দেশনা দিবে।
আলোচনায় অংশ নেন কবি মারুফুল ইসলাম, কবি কামরুল ইসলাম, ড. প্রতিভা রানী কর্মকার ও মৌলি আজাদ। আলোচনা শেষে হুমায়ুন আজাদের কবিতা আবৃত্তি করা হয়।
মন্তব্য করুন