‘একসময় আমাদের ছয়শ একুইস্টিক যন্ত্র ছিল এই দেশে, কালের গর্ভে অনেক যন্ত্র হারিয়ে গেছে। যেগুলো আছে তা আর হারাতে চাই না, সেগুলো আমরা সংরক্ষণ করতে চাই। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি যন্ত্রসংগীতের মিউজিয়াম করতে চাই তার মাধ্যমে সব যন্ত্রের সুর সংরক্ষণ করা হবে’ বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী দেড় হাজার যন্ত্রশিল্পীদের নিয়ে একযোগে ৯ দিনব্যাপী গণজাগরণের যন্ত্র সংগীত উৎসবের উদ্বোধনী দিনে ভার্চুয়ালি এ কথা বলেন।
শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখর’ এই প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সোমবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গণজাগরণের যন্ত্র সংগীত উৎসবের যাত্রা শুরু হয় ।
জাতীয় নাট্যশালা মিলনায়তন থেকে অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারে যুক্ত ছিলেন জেলা প্রশাসকগণ এবং জেলা কালচারাল অফিসারগণ।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সচিব সালাউদ্দিন আহাম্মদ ও যন্ত্রসংগীত শিল্পী মনিরুজ্জামান এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। যন্ত্রসংগীত পরিবেশন করেন বরেণ্য শিল্পী মনিরুজ্জামানসহ একাডেমির যন্ত্রসংগীত শিল্পীরা।
মন্তব্য করুন