প্রস্থান...
এই টুকু রয় ভাবনায়, যেতে চাইলেই চলে যাওয়া যায়
শঙ্খর শাখা ছেড়ে যায় সন্ধ্যার আহ্বান
নোঙরহারা বিদিকে পাল তোলা নৌকা হারায় অনিশ্চিত যাত্রায়
শিখার শীর্ষে ঊর্ধ্বগামী ধূম হারায় মেঘ ছোঁয়ার অভিপ্রায়
নিমেষের শেষ কালের মৃত্যু কৃষ্ণগহ্বরের অপেক্ষায়!
কত সহজেই চলে যাওয়া যায়!
কুয়াশার মতো হঠাৎ
মেঘের মতো রৌদ্র ছায়ার খেলা ছলে
যেতে চাইলেই চলে যাওয়া যায়
নিঃশব্দে পাড় ভাঙা চরের মতো হওয়া যায় বিলীন
স্রোতের টানে হারিয়ে যাওয়া যায়
সময়ের মতো নিষ্ঠুর নির্বাক পদধ্বনি তুলে
কৈশোর যৌবনের দৃপ্ত অহঙ্কার ভেঙে-
মৃত্যুর ঢেউ তুলে ছুঁয়ে যাওয়া যায় মৃত মাছের চোখের মতো ধূসর আবছায়ায়!খুব সহজেই সে যায় চলে যায়
মন ধীরে সরে যায় দূরে
একই ছাদের নিচে তবু অনিকেতে যায় মিশে
অন্তরায় বিষাদের সুর তুলে হায়
সে কায়া অলিকে হারায়
যেতে চাইলেই চলে যাওয়া যায়!প্রেম বিলাস
এইসব নৈমিত্তিকতার ভিড়ে
আকস্মিক অতিথি হয়ে আসে অভিমান।
সংসারের খুঁটিনাটি জটিলতাকে পাশ কাটিয়ে
আমাদের বোধের আয়নায় ধরা দেয় ভালোবাসা।আমরা আবিষ্কার করি, দূরের স্বাতীর দেশে নই
মনের পাশে মনের বয়ে চলা নীরবে
অভিমান তারই করা সাজে, যে অধিকার রাখে।যে অপেক্ষা করে ভালোবাসার
আমরা অভিমান মাখি গায়ে
তারপর বৃষ্টি আসে মান ভেঙে
অভিসারের জলসায়, আমরা করি প্রেম বিলাস![কবি উৎকলিত রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী; বর্তমানে আন্তর্জাতিক সংস্থা কেয়ার বাংলাদেশ’-এর সঙ্গে কাজ করছেন।]
মন্তব্য করুন