রাতের নীরবে অপেক্ষায় তোমায় সৃজিছে যেজন খুব কাছাকাছি হৃদয়ের শুনবে তোমার বেদন।
কষ্ট বলেছ স্বজন, বন্ধুকে সে-তো উপহাস করেছে আড়ালে হাস্যরসের স্ফুরণে তুমি আপন ভেবেছো মিছে।
আঁধারের ওপারে আছেন উনি খুবই নিকটে তখন দুঃখ -বেদনা দূরীকরণে চাও হাত তুলে যা চায় মন।
উপহাস,উপেক্ষিত হবে না মূল্য দেন চোখের জলের একান্ত আপন আত্মার তিনি রহমান সকলের।
বল হে তুমি প্রাণখোলে বিষাদের বিষাক্ত ভার যত সইতে, কইতে পারনি কাউকে কেউ দূর করেনি যে ক্ষত।
পল্লবী, ঢাকা
মন্তব্য করুন