কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৫, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতির পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

এতে বলা হয়, মৌলিক ব্যাংকিং জ্ঞানসম্পন্ন দক্ষ মানবসম্পদ তৈরি এবং সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির কর্মকর্তাদের পদোন্নতিতে ব্যাংকিং প্রফেশনাল এক্সামসংক্রান্ত বিষয়ে নিম্নবর্ণিত নির্দেশনাবলি অনুসরণীয় হবে- ১) সিনিয়র অফিসার অথবা সমমানের পদ হতে ঊর্ধ্বতন পদে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে ব্যাংক কর্তৃক বরাদ্দকৃত মোট নম্বরের মধ্যে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ১০ শতাংশ নম্বর (জেএআইবিবি উত্তীর্ণের জন্য ৫ শতাংশ ও এআইবিবি উত্তীর্ণের জন্য ৫ শতাংশ) বরাদ্দ রাখতে হবে। ২) ২০২৩ সালের ৮ ফেব্রুয়ারি জারি করা নির্দেশনার আগে নিয়োগপ্রাপ্ত অথবা পদোন্নতিপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তারা যে পদে কর্মরত ছিলেন তার পরবর্তী এক ধাপে পদোন্নতির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ না হলেও স্বয়ংক্রিয়ভাবে ওই পরীক্ষাগুলোর জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবেন। ৩) ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি থেকে কোনো কর্মকর্তা অন্য কোনো ব্যাংকে অপেক্ষাকৃত উচ্চতর পদে নিয়োগপ্রাপ্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ হতে হবে। ৪) সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদানের কিংবা উক্ত পদে পদোন্নতি পাওয়ার পর ১৫ বছর অতিক্রান্ত হয়েছে এমন কর্মকর্তা উচ্চতর পদে পদোন্নতির যোগ্যতার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণ না হলেও ব্যাংকিং অভিজ্ঞতা বিবেচনায় স্বয়ংক্রিয়ভাবে উক্ত পরীক্ষাগুলোর জন্য বরাদ্দকৃত পূর্ণ নম্বর পাবেন। ৫) ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ব্যাংকে সিনিয়র অফিসার অথবা সমমানের পদে যোগদান করা কিংবা উক্ত পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পরবর্তী ১ম পদোন্নতির ক্ষেত্রে জেএআইবিবি ও ২য় পদোন্নতির ক্ষেত্রে এআইবিবি পরীক্ষা বাধ্যতামূলকভাবে উত্তীর্ণ হতে হবে। ওই তারিখ থেকে কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির শর্তে তা উল্লেখ থাকতে হবে। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে বর্ণিত পদে যোগদান করা কিংবা পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে এ সার্কুলারের অনুচ্ছেদ ২(ঘ) এর নির্দেশনা প্রযোজ্য হবে না। ৬) মূল ব্যাংকিং কার্যক্রমে সম্পৃক্ত নয় এমন বিভাগে কর্মরত কর্মকর্তাদের ক্ষেত্রে এ সার্কুলারের বর্ণিত অনুচ্ছেদ ২(ক-ঙ) এর নির্দেশনা প্রযোজ্য হবেনা। তবে এমন বিভাগে বর্তমানে কর্মরত কোনো কর্মকর্তার পরবর্তীতে মূল ব্যাংকিং কার্যক্রমে স্থায়ীভাবে পদায়ন করা হলে এ সার্কুলারে বর্ণিত অনুচ্ছেদ ২(ক-ঘ) এর নির্দেশনা প্রযোজ্য হবে। এছাড়া ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে নিয়োগ পাওয়া এমন বিভাগের কোনো কর্মকর্তার পরবর্তীতে মূল ব্যাংকিং কার্যক্রমে স্থায়ীভাবে পদায়নের আগে ব্যাংকিং প্রফেশনাল এক্সাম বাধ্যতামূলকভাবে উত্তীর্ণ হতে হবে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম উত্তীর্ণের জন্য ব্যাংক কর্তৃক আবশ্যিকভাবে আর্থিক প্রণোদনা (জেএআইবিবি উত্তীর্ণের ক্ষেত্রে ন্যূনতম ৩৫ হাজার টাকা ও এআইবিবি উত্তীর্ণের ক্ষেত্রে ন্যূনতম ৫০ হাজার টাকা) দিতে হবে, যা ৯৯তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম থেকে কার্যকর হবে। বিআরপিডি থেকে ইতোপূর্বে এসব বিষয়ে প্রদত্ত সব নির্দেশনা এখন থেকে রহিত করা হলো। তবে ওই নিদের্শনাগুলোর আলোকে আগে ব্যাংকের নেয়া সব কার্যক্রম বৈধ বলে গণ্য হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্য উপসাগরে নৌ-মাইন লোড করেছিল ইরান, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

ইরান দুর্বল হয়ে গেছে, যা চাইব তা-ই পাব : ট্রাম্প

ইউক্রেনে অস্ত্র সরবরাহ হঠাৎ ‍স্থগিত করল যুক্তরাষ্ট্র

মানহানির মামলায় অভিনেত্রী গ্রেপ্তার

এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

বগুড়ায় ৩ হিমাগারে বিক্ষুব্ধ জনতার হামলা-ভাঙচুর

নৌকাডুবির ২২ ঘণ্টা পর ২ শিশুর মরদেহ উদ্ধার

আজ থেকে নতুন দামে বিক্রি হবে সোনা

গুরুতর আহত আদাহ শর্মা

ইরানে মোসাদের ৫০ এজেন্ট আটক

১০

বয়সের ছাপ কমাতে সাহায্য করে যেসব খাবার

১১

ট্রাম্প-নেতানিয়াহুকে কিনতে পারেন বহুবার, খামেনির সম্পদ কত?

১২

কোরআনে বর্ণিত যে নারীকে অনুসরণ করেন ইহুদিরা

১৩

খালি পেটে চিরতার পানি, উপকার নাকি ক্ষতি 

১৪

ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার ফতোয়া জারি করল ইরান

১৫

গাজা যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল

১৬

টিভিতে আজকের খেলা

১৭

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে অশালীন মন্তব্য, ছাত্রলীগ কর্মীর চুল কর্তন

১৮

০২ জুলাই : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

ঢাকায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

২০
X