দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ১১ ও ১২ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও দেশের সব কাস্টম হাউস খোলা থাকবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) কাস্টমস নীতির প্রথম সচিব মু রইচ উদ্দিন খানের সই করা নির্দেশনা সূত্রে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের ধীরগতির কারণে গত কয়েকদিন দেশের আমদানি-রপ্তানি পণ্যচালান ছাড় প্রক্রিয়া কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এ অবস্থায় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার উদ্দেশ্যে ১১ ও ১২ জুলাই সাপ্তাহিক ছুটির দিনেও আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।
চট্টগ্রাম, ঢাকা, বেনাপোল, আইসিডি (কমলাপুর), মোংলা ও পানগাঁও কাস্টমস হাউসের কমিশনারকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ব্যাংক গভর্নরসহ বিভিন্ন চেম্বার ও ব্যবসায়ী সংগঠনের প্রধানদের চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।
মন্তব্য করুন