পথচলার ১২ বছর উদযাপন করেছে দেশের প্রিমিয়াম রিটেইল চেইন ইউনিমার্ট। এ উপলক্ষে বৃহস্পতিবার ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজন করা হয় বর্ণাঢ্য ‘সেলিব্রেশন নাইট। অনুষ্ঠানে ইউনিমার্টের গুণগত মান, উদ্ভাবন এবং গ্রাহকসেবার প্রতি অঙ্গীকারের এক যুগেরও বেশি সময়ের চিত্র তুলে ধরা হয়।
ওই সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শীর্ষ অংশীদার, স্টেকহোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীরা; যারা এই সাফল্য যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা কে এম এ শামীম, চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মঈনউদ্দীন হাসান রশিদ, পরিচালক শারফুদ্দিন আখতার রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিমার্ট লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) গাজী মাহফুজুর রহমান এবং প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শাহিন মাহমুদ।
অনুষ্ঠানে উঠে আসে ইউনিমার্টের গুলশানে একটি আউটলেট থেকে দেশের অন্যতম বিশ্বস্ত ও প্রিয় রিটেইল ব্র্যান্ডে পরিণত হওয়ার গল্প। ২০১৩ সালে ইউনাইটেড গ্রুপের দূরদর্শী নেতৃত্বে যাত্রা শুরু করে ইউনিমার্ট; যা গ্রোসারি ও লাইফস্টাইল শপিংয়ে দিয়েছে নতুন অভিজ্ঞতা।
অনুষ্ঠানে শীর্ষ পার্টনারদের পুরস্কৃত করা হয়, যারা ইউনিমার্টের এগিয়ে যাওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ‘ফুড’, ‘নন-ফুড’, ‘পেরিশেবলস’, ‘লাইফস্টাইল’ এবং ‘সাস্টেইনেবল ডেভেলপমেন্ট’౼এই পাঁচটি প্রধান ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। তারা শুধু পারফরম্যান্সের মানদণ্ড পূরণ করেননি, বরং উদ্ভাবন, দায়িত্বশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
ইউনিমার্টের সিইও গাজী মাহফুজুর রহমান বলেন, ‘আমরা বিশ্বাস করি, প্রকৃত অগ্রগতি তখনই হয়, যখন আমরা একসঙ্গে এগিয়ে যাই।’
তিনি বলেন, ‘আজকের এই রাতে আমরা শুধু সফল ১২ বছরই উদযাপন করিনি, বরং উদযাপন করেছি সেই আস্থা, অংশীদারত্ব এবং লক্ষ্যকে; যা আমাদের যাত্রাকে নির্ধারণ করে।’
অনুষ্ঠানে ছিল বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা।
মন্তব্য করুন