ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও ‘চলো বাংলাদেশ ২০২৩’ ক্যাম্পেইন শুরু করেছে মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠান গ্রামীণফোন।
দেশের মানুষ, বিশেষ করে তরুণদের অদম্য চেতনায় এগিয়ে যাওয়ার অনন্য যাত্রার উদযাপনেই প্রতি ক্রিকেট বিশ্বকাপে এ ক্যাম্পেইনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
তারই ধারাবাহিকতায় এবারও ‘চলো বাংলাদেশ’-এর শক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণদের আরো ভালো কিছু করার অণুপ্রেরণা দিতে র্যাবিটহোল, ওয়ালটন, এপেক্স, মাস্টারকার্ড, সুজুকি মোটরস, পাঠাও, র্যাংগস, শাওমি, শেয়ারট্রিপ, খাজানা মিঠাই, আর্টিসান, ডিসকভারি ট্যুরস অ্যান্ড লজিস্টিকস, তাবাক কফি, সিম্ফনি, সেলেক্সট্রা লিমিটেডসহ অন্যান্য ব্র্যান্ডের সাথে অংশীদারিত্বের মাধ্যমে এবারের ক্যাম্পেইন সাজিয়েছে গ্রামীণফোন।
সোমবার (২ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে আড়ম্বরপূর্ণ এ অনুষ্ঠানে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ এবং প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং ফারহা নাজ জামানসহ আমন্ত্রিত অতিথিরা।
অনুষ্ঠানেও গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, ‘চলো বাংলাদেশ ২০২৩’ ক্যাম্পেইনে ভক্তদের জন্য থাকছে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রম। এর মধ্যে রয়েছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম র্যাবিটহোলে বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ দেখার সুযোগ। এ ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ ‘চলো বাংলাদেশ প্যাক’। মাইজিপি অ্যাপের মাধ্যমে গ্রাহকরা দুর্দান্ত এই ইন্টারনেট প্যাকটি উপভোগ করতে পারবেন।
এর ফলে, ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনা উপভোগে করতে পারবেন দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারীরাও। তরুণদের লাইফস্টাইলকে সমৃদ্ধ করতে থাকবে চলো বাংলাদেশ থিমের জুতা, উইন্ডব্রেকার, টি-শার্ট, সুইট বক্স, কফি কাপ প্রভৃতি, যা পাওয়া যাবে গ্রামীণফোনের পার্টনার আউটলেটগুলোতে। আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০২৩-এর সাথে মিলিয়ে গ্রামীণফোন ‘চলো বাংলাদেশ’ গানের থিম তৈরি করেছে।
এ নিয়ে গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার আসিফ নাইমুর রশিদ বলেন, গ্রামীণফোন গ্রাহক-কেন্দ্রিক ব্র্যান্ড। আর এ হিসেবে আমরা গ্রাহকদের সেবাদানে অঙ্গীকারবদ্ধ– হোক সেটা শক্তিশালী নেটওয়ার্ক ও দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করা কিংবা এর চেয়েও বেশি কিছু। গ্রামীণফোনে আমাদের লক্ষ্য সবাইকে অনুপ্রাণিত করা। এজন্য, আমাদের ‘চলো বাংলাদেশ ২০২৩’ ক্যাম্পেইন-এর মাধ্যমে, আমরা সবাইকে, বিশেষ করে আমাদের সম্ভাবনাময় তরুণদের একটি নতুন যাত্রা শুরু করার জন্য আহ্ববান জানাই, যেখানে আকাঙ্ক্ষা উদ্ভাবনের সাথে মিলিত হয়, যেখানে ঐক্য শক্তি হয়ে ওঠে এবং যেখানে বাংলাদেশের অদম্য চেতনা প্রগতির আলো জ্বালায়। আর এ যাত্রা শুরুর এখনই সময়।
মন্তব্য করুন