প্রাইসওয়াটারহাউসকুপার্স ইন্টারন্যাশনাল লিমিটেড (পিডব্লিউসি আই এল) এর গ্লোবাল বোর্ড মোহামেদ কান্দেকে পিডব্লিউসি বৈশ্বিক নেটওয়ার্কের পরবর্তী চেয়ারম্যান নির্বাচিত করেছে। তার চার বছরের মেয়াদ, পিডব্লউসি’র বিশ্বব্যাপী নেটওয়ার্ক সংগঠন দ্বারা অনুমোদিত হয়েছে, যা ১ জুলাই ২০২৪ এ কার্যকর হবে।
মোহামেদ কান্দে ২০১১ সাল থেকে পিডব্লিউসি-তে কাজ করেছেন। তিনি পিডব্লিউসি’র গ্লোবাল লিডারশিপ টিমের একজন সদস্য এবং ২০১৯ সাল থেকে গ্লোবাল অ্যাডভাইজরি লিডার হিসেবে কাজ করেছেন। উপরন্তু, তিনি ইউএস কনসাল্টিং সলিউশন্স’র কো-লিডার হিসেবে কাজ করেন। কান্দে এর আগে বিভিন্ন মাল্টি-টেরিটরির নেতৃত্বের ভূমিকা পালন করেছেন এবং পিডব্লউসি’র গ্লোবাল স্টেকহোল্ডার এবং ক্লায়েন্টদের তাদের সবচেয়ে জটিল সমস্যা সমাধানে সহায়তা করার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
মোহামেদ কান্দের ৩২ বছরেরও বেশি সময় প্রফেশনাল সার্ভিস এবং বহু-শিল্প ও বহু-সেক্টরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি একজন সিপিএ ডিগ্রীধারী, শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন এবং মন্ট্রিল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স ডিগ্রী এবং ফ্রান্সের স্বনামধন্য ইঞ্জিনিয়ারিং স্কুল থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি অর্জন করেছেন।
মোহামেদ কান্দে বব মরিৎজের স্থলাভিষিক্ত হবেন, যিনি ২০১৬ সাল থেকে পিডব্লিউসি’র গ্লোবাল চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন। বব পিডব্লিউসি-তে চার দশকের কর্মজীবন শেষে ৩০ জুন ২০২৪-এ অবসর নেবেন।
মন্তব্য করুন