কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ
এফবিসিসিআই নির্বাচন

৩২ শীর্ষ ব্যবসায়ীর মনোনয়ন বাতিল

এফবিসিসিআই এর লোগো।
এফবিসিসিআই এর লোগো।

করখেলাপি এবং ঋণখেলাপি হওয়ায় ২৭ জন শীর্ষ ব্যবসায়ীর মনোনয়ন বাতিল করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন পর্ষদ। সেইসাথে আরও দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আর সঠিকভাবে মনোনয়ন দাখিল না করায় আরও তিনজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এফবিসিসিআই সব মিলিয়ে ৩৪ জনের তালিকা প্রকাশ করেছে। তবে গতকাল এনবিআরের সংশোধিত কর প্রতিবেদনের ভিত্তিতে ২ জনের মনোনয়ন পুনর্বহাল করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নিয়েছে এফবিসিসিআই নির্বাচনী পর্ষদ। এফবিসিসিআই সূত্রে এ তথ্য জানা গেছে।

মনোনয়নপত্র বাতিল হওয়ার তালিকায় দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারসহ ৩৪ জন ব্যবসায়ীর মনোনয়ন বাতিল কিংবা স্থগিত করেছে এফবিসিসিআইর নির্বাচনী বোর্ড। এফবিসিসিআইর নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান এ মতিন চৌধুরী এবং সদস্য কে এম এন মনজুরুল হক ও মো. শামসুল আলম স্বাক্ষরিত তালিকায় ৩৪ জন শীর্ষ ব্যবসায়ীর নাম উল্লেখ করা হয়েছে। এদের মধ্যে ৩২ জনের মনোনয়নপত্রই বাতিল করা হয়েছে। বাকি দুজনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। গতকাল অবশ্য বাতিলের তালিকা থেকে দুজনের মনোনয়ন পুনর্বহাল করা হয়েছে। এই দুজন হচ্ছেন আবুল কাশেম খান ও হাসিনা নেওয়াজ।

অ্যাসোসিয়েশন গ্রাপের তালিকায় প্রথমেই রয়েছে মো. শফিকুল ইসলাম ভরসা। নির্বাচন বোর্ড বলেছে, তিনি একই সঙ্গে ঋণখেলাপি ও করখেলাপি। ঋণখেলাপি হওয়ার কারণে মো. খোরশেদ আলম, মো. সাহাব উদ্দিন, খন্দকার রুহুল আমিনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া করখেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হয়েছে সৈয়দ সাদাত আলমাস কবিরের। একই কারণে বাতিল হয়েছে মো. মনসুর, নিজাউদ্দিন রাজেশ, হাজি মো. আবুল হাশেম, সিরাজুল ইসলাম, মো. রাকিবুল আলম, সালমা হোসেন, মো. জাকির হোসেন ও তাহের আহমেদ সিদ্দিকীর মনোনয়ন।

এদিকে, স্বাক্ষর না মেলার কারণে ফজলে শাহিন এহসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। মৌসুমি ইসলাম ও মো. আনোয়ার হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে ভোটার নম্বরে কাটাকাটি থাকার কারণে। তারা সবাই অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন জমা দিয়েছিলেন।

অন্যদিকে, অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে এফবিসিসিআইর পরিচালক হিসেবে মনোনীত হওয়ার জন্য যারা মনোনয়ন জমা দিয়েছিলেন, তাদের মধ্যে নজরুল ইসলাম মজুমদারসহ মোট ছয়জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে মো. আবুল হোসেনের মনোনয়ন বাতিল করা হয়েছে। কারণ তিনি একই সঙ্গে ঋণ ও করখেলাপি। ঋণখেলাপি হওয়ার কারণে বাতিল হয়েছে কে এম আখতারুজ্জামানের মনোনয়ন। এ ছাড়া শুধু করখেলাপি হওয়ার কারণে মনোনয়ন বাতিল হয়েছে মো. আবুল বাশার, খন্দকার এনায়েতউল্লাহ ও মো. হাবিব উল্লাহ ডনের মনোনয়ন।

চেম্বার গ্রুপ থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যারা মনোনয়ন জমা দিয়েছিলেন তাদের মধ্যে মোট ছয়জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে ঋণখেলাপি হওয়ার অভিযোগে বাতিল হয়েছে মো. আলি হোসেন, মোহাম্মাদ রিয়াদ আলি ও মো. ফয়েজুর রহমান ভূঁইয়ার মনোনয়ন। তাদের মধ্যে রিয়াদ আলি একই সঙ্গে করখেলাপিও বলে জানিয়েছে নির্বাচনী বোর্ড। করখেলাপি হওয়ার কারণ দেখিয়ে চেম্বার গ্রুপ থেকে বাতিল করা হয়েছে মো. শাহ জালাল ও মোহাব্বত উল্লাহর মনোনয়ন। চেম্বার গ্রুপ থেকে যারা পরিচালক মনোনীত হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তাদের মধ্যে চারজনের মনোনয়ন বাতিল করা হয়েছে। এদের মধ্যে ঋণখেলাপি হওয়ার অভিযোগে মো. নিজাম উদ্দিনের মনোনয়ন বাতিল হয়েছে। এ ছাড়া করখেলাপি হওয়ার জন্য যাদের মনোনয়ন বাতিল হয়েছে, তারা হলেন সামিউল হক সাফা ও সুজিব রঞ্জন দাস।

এ ছাড়া অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে নির্বাচনে অংশ নিতে যারা মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তাদের মধ্যে মো. আবদুল হক ও এনায়েত উল্লাহ সিদ্দিকীর মনোনয়ন আপাতত স্থগিত আছে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রত্যয়ন পাওয়ার পর তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। তবে প্রার্থিতা ফিরে পেতে সবাই নির্বাচন পর্ষদে আবেদন করতে পারবেন।

সেইসঙ্গে এফবিসিসিআইর নির্বাচনী বোর্ড গত মঙ্গলবার ২০২৩-২৫ সালে ফেডারেশনের পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য ১০৫ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। প্রসঙ্গত, আগামী ৩১ জুলাই এফবিসিসিআইর ২৩ পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্প প্রশাসনের সঙ্গে তারেক রহমানের বৈঠক

একজন খালেদা জিয়া ছিলেন বলেই সার্বভৌমত্ব সুরক্ষিত ছিল : রিজভী

উত্তরায় আগুনের ঘটনায় জামায়াতে আমিরের স্ট্যাটাস 

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

মাছ ধরার জালে উঠে এলো ব্যাগভর্তি ককটেল

নতুন অধিনায়কের নাম ঘোষণা

বিএনপির এক নেতাকে শোকজ

জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন : প্রেস সচিব

রাজধানীতে বেড়েছে মুরগির দাম, সবজি বাজারের খবর কী 

ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা

১০

র‌্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার

১১

নিঃশব্দে বিদায় নিলেন একসময়ের মিস ক্যালকাটা

১২

‘এইচআইভি’তে আক্রান্ত দিশা পাটানির প্রেমিক

১৩

আলোচিত পাশাতেই আস্থা ১১ দলীয় জোটের

১৪

তিন জেলায় শৈত্যপ্রবাহ, শীত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস  

১৫

উত্তরায় বাড়িতে আগুন, নিহত বেড়ে ৬

১৬

পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে ২ বন্ধু নিহত

১৭

আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি যুক্তরাষ্ট্রের

১৮

একচল্লিশে পা দিলেন সিদ্ধার্থ 

১৯

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি ৮২ শিক্ষার্থী

২০
X