কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৮:১৫ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বাজেট যৌক্তিক বাস্তব সম্মত ও বাস্তবায়নযোগ্য : এফবিসিসিআই

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে ঘোষিত প্রথম বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। সংগঠনটির সভাপতি মাহবুবুল আলম বলেন, গত ৪-৫ বছর বাজেট গ্রোথ ছিল ১০-১২ শতাংশ। কিন্তু এবছরের বাজেটের গ্রোথ ৫ শতাংশের নিচে। এই বাজেট যৌক্তিক ও বাস্তব সম্মত। সরকার এবং আমরা সবাই যদি একসঙ্গে কাজ করি আমি মনে করি এটা বাস্তবায়ন যোগ্য।

বৃহস্পতিবার (৬ জুন) রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে বাজেট পরবর্তী প্রতিক্রিয়ায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, এবারের বাজেটে ব্যক্তি করমুক্ত আয়ের সীমা পূর্বের ন্যায় সাড়ে ৩ লাখ টাকা রাখা হয়েছে। এটিকে আমরা ৪ লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করছি। আশা করি সরকার বিষয়টি বিবেচনায় নেবে। এ ছাড়া অগ্রিম আয় কর (এআইটি) এবং অগ্রিম কর (এটি) নিয়ে ব্যবসায়ীরা অনেকদিন যাবত প্রত্যাহারের দাবি জানিয়ে আসছেন। এবারের বাজেটেও সেটি রাখা হয়েছে। আমরা প্রস্তাব করছি এ দুটি প্রত্যাহারের বিষয় সরকার বিবেচনা করবে।

অভ্যন্তরীণ উৎস থেকে সরকারের ঋণ গ্রহণ ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিষয়ে তিনি বলেন, এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা। এটি আদায় করা অনেক কঠিন হবে। যদি করতে হয় তাহলে করের আওতা বৃদ্ধি করতে হবে। অন্যথায় এটি সম্ভব হবে না বলে আমরা মনে করি। অন্যদিকে সরকার ব্যাংক থেকে ঋণগ্রহণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। যা বাজেট ঘাটতির প্রায় ৫৪ শতাংশ এবং মোট বাজেটের ১৭ শতাংশ। এত বড় অঙ্কের ঋণ সরকার গ্রহণ করলে আমরা ব্যবসায়ীরা ঋণ নিতে অসুবিধায় পড়তে হবে। তখন ব্যবসায়ীদের মূলধন যোগান দিতে বেগ পেতে হবে। ফলে আমরা প্রস্তাব করছি অভ্যন্তরীণ নয়, বিদেশি উৎস থেকে ঋণগ্রহণ করলে সার্বিক অর্থনীতির জন্য ইতিবাচক হবে।

তিনি বলেন, অর্থনৈতিক অঞ্চলে আগে কোন ডিউটি ছিল না। সেখানে ১ শতাংশ ডিউটি আরোপ করা হয়েছে। পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে রেজিস্ট্রেশন নেওয়ার সময় যে ১৫ শতাংশ ভ্যাট নিচ্ছে তার জন্যও আমরা কথা বলেছি। আমি মনে করি অর্থনৈতিক অঞ্চলে আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি করা দরকার। তবে সেখানে ১০ বছরের ট্যাক্স হলিডে আছে। সেখানে আরও অনেকগুলো সুবিধা আছে। ভবিষ্যতে অর্থনৈতিক অঞ্চল ছাড়া ইন্ড্রাস্ট্রি করতে পারবেন না। সুতরাং সেখানে আরও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা দরকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে ৩ সময়ে আয়াতুল কুরসি পাঠ করলে বেশি উপকার মিলে

হরাইজন মডেল ইউনাইটেড নেশনস সেশন-১ : এক অনন্য সফলতা

ছেলে হত্যার বিচার ঠেকাতে ষড়যন্ত্রমূলক নতুন মামলা, ক্ষোভে শহীদ ছায়াদের পরিবার

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪১৭ মৃত্যু

সাধারণ যে ৬ ভুলের কারণে পারফিউমের ঘ্রাণ দ্রুত চলে যায়

বেনাপোল বন্দরে ৫ দিন পর আমদানি-রপ্তানি শুরু

হবিগঞ্জে নদী থেকে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই: জামায়াত আমির

কিয়ামতের দিন যে ৫ প্রশ্নের জবাব না দিয়ে কেউ রেহাই পাবে না

গাজা নিয়ে ট্রাম্পের ২০ দফায় কী আছে, কেন তুমুল আলোচনা

১০

ট্রলার সাজিয়ে নেচে-গেয়ে ঘরে ফিরলেন জেলেরা

১১

ম্যাচসেরার পুরস্কার নিয়ে শরিফুলের মানবিক উদ্যোগ

১২

ড. ইউনূসের মুখাকৃতি দিয়ে অসুর বানানোর বিষয়ে যা বললেন রিজভী

১৩

ভোটের পরিবেশ ফিরিয়ে আনবে বিএনপি : সেলিম ভূঁইয়া

১৪

ওড়িশায় ভারী বৃষ্টি, ভূমিধসে নিহত ২

১৫

আইফোন কিনতে কিডনি বিক্রি করা সেই তরুণ কেমন আছেন?

১৬

বিতর্কিত বিচারে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

১৭

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

১৮

যেভাবে ফিটনেস ধরে রেখেছেন আলিয়া

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত মদপানে দুজনের মৃত্যু

২০
X